নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

দি ফিজ অনলি মোস্তাফিজ ইজ রিয়েল !

২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩

২০১৬ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন বাংলাদের কাটার মোস্তাফিজ
.
২০১৫ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন অস্ট্রলিয়ার জস হ্যাজেলউড
.
২০১৪ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন ইংল্যান্ডের গ্যারি ব্যালেন্স
.
যতটুকু জানি ক্রিকেটের তিন মোড়ল হিসেবে পরিচিত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারত
.
২০১৪ তে ইংল্যান্ড, ২০১৫ তে অস্ট্রেলিয়া এবং ২০১৬ তে সেই ধারাবাহিকতায় ভারত উদীয়মান ক্রিকেটারের দাবীদার ছিলো
.
কিন্তু সেই ভারতকে সাতক্ষীরার ছেলে স্কুলপড়ুয়া ১৯ বছরের মোস্তাফিজ দুই ম্যাচে ৫ ও ৬ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছিলেন !
.
সেই ধারাবাহিকতায় আজ এই অর্জন ! দাদাগিরি ! দাদাগিরি ! দাদাগিরি !
.
সংবাদটি শুনার পর এখনো টু শব্দ করিনি ! ভাবছিলাম কি লেখা যায় !
.
অনুভূতি প্রকাশের সর্বোচ্চ ক্ষমতা কোন মানুষের নেই ! কেউ পাগলামী করে কেউ নাচে কেউ লাফাই কেউ চুপ করে থাকে কেউ মুচকি হাসে !
.
কেউ ইউরেকা ইউরকা বলে লুঙ্গি রেখে দৌড় দেয়
.
মুন্নী সাহা যদি প্রশ্ন করে বসে, আপনার অনুভূতি কি ?
.
হালা তো আমার মতো বাদাইম্যা ছিলো ! আমার মতো স্কুল পালিয়ে ক্রিকেট খেলতো ! দেখলে মনে হয় আমার মতো অপুষ্টিতে ভুগছে ! দেখতেও কালা যদিও আমি আরেকটু একটু ফর্সা ! আমরা আমরাই তো ...!
.
একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক গ্রুপে তিন তিনটা মেয়ে আমার প্রেমে পড়েছিলো তখন ঐ গ্রুপের আরেকটা মেয়ে কাছে এসে জিঙ্গেস করে আপনার অনুভূতি কি ? বললাম তুমি ই তো আমার অনুভূতি ! বললো আমরা তো সবাই ফান করছিলাম ! ঠিক ফান করার আগের মুহূর্তেটি আমি এখনো ভাষায় প্রকাশ করার চেষ্টা করে যাচ্ছি ! একটি নয় তিন তিনটি....!
.
দুঃখের বিষয় ঐ তিনটি মেয়ে সত্যি সত্যি মোস্তাফিজের প্রেমে পড়েছে !
.
এমন দৃশ্য দেখে আমার কাছে এর চেয়ে সুখের অনুভূতি হতে পারে না !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.