নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমাদের কপালে অদৃশ্য \'চিরকুমার ফোঁটা\' রয়েছে

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪১

চায়না'রা সিঙ্গেল ডে যার আরেক নাম ব্যাচেলর দিবস পালন করে থাকে এগারো নভেম্বর !
.
একটু গবেষণা করে বুঝতে পারলাম ১১/১১ উক্ত সময়ে দিন এবং মাসের সবগুলো সংখ্যায় ১ ! এই না হলে কি চীনা বুদ্ধি !
.
পৃথিবীর তামাম সিঙ্গেলরা শুধু সিঙ্গেল দিবস পালন করে ক্ষান্ত হননি তারা 'সিঙ্গেল সচেতনতা' দিবসও পালন করে ১৫ ফেব্রুয়ারী তবে অনেকে ভিন্ন মত পোষণ করে বলেন ভ্যালেন্টাইন ডে কে সিঙ্গেল থাকার উপকারিতা উপলব্ধি করে ঐ দিনটি 'সিঙ্গেল সচেতনতা' দিবস পালন করা প্রয়োজন
.
তবে তিন দিন গবেষণা করে বিভিন্ন তথ্য উপাত্ত গবেষণা করে বুঝলাম পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সিঙ্গেল ডে থাকলেও মোটামুটি ১১/১১ সিঙ্গেল ডে হিসেবে স্বীকৃত
.
ভালবাসা দিবস আসলে অনেকেই সিঙ্গেল দিবস চাই ! সিঙ্গেল দিবস নাই ! বলে গলা ফাটান কিন্তু তারা হয়তো জানে না 'আলী বাবা' অনলাইন শপিং শুধু সিঙ্গেল ডে'কে ব্রান্ডিং করে ২০১৬ সালে ১৭.৮ বিলিয়ন ডলার বিক্রয় করেছে ! যা ২০১৫ সালে ছিলো ১৪.৩ বিলিয়ন ডলার !
.
বিবিসির খবর অনুসারে সিঙ্গেল ডে উপলক্ষ্যে ১১ নভেম্বর ১৬ সালে দিনের প্রথম ঘণ্টায়ই প্রায় ৫০০ কোটি ডলার বা ৩৯ হাজার ৩৩৫ কোটি টাকার পণ্য বিক্রি করেছিলো আলিবাবা
.
যদিও আমেরিকানরা সেপ্টম্বর মাসের তৃতীয় সপ্তাহে সপ্তাহব্যাপী সিঙ্গেল ডে পালন করে থাকে শুনেছি
.
'ইস্ট টু দি ওয়েস্ট অনলি সিঙ্গেল ইজ দি বেস্ট'
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেমন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে হতাশা চত্বর তেমনি রুয়েটে সেলিম হলের সামনে রয়েছে 'চিরকুমার চত্বর !'
.
আমরা রুয়েটে পড়াশুনা করতে এসেছি প্রেম ভালবাসা করতে নয় / নারী আসক্তি মুক্ত,চির তরুণ ও চরিত্রবান ভাইদের আশ্রয়ের শেষ স্থান, এমন বিভিন্ন স্লোগান ছিলো প্রতিপাদ্য
.
এমনকি রস+আলো'তে স্থান পেয়েছিলো RUET এর চিরকুমার সংঘের আয়োজনে বিভিন্ন র্যালী, ব্যানার এবং কর্মকান্ডের ছবিও
.
মজার ব্যপার হলো দুষ্ট নারীর মিষ্ট হাসির কবল থেকে রক্ষা করার জন্য আয়োজন করা হয়েছিলো 'চিরকুমার ফোঁটা'র ঠিক যেভাবে ছোটবেলায় আমাদের মা'য়ের সন্তানদের কুদৃষ্টি থেকে রক্ষা করতে কপালে 'কালো ফোঁটা' দিতো
.
এতকিছু বলার মূল কারণ একটা ! শুধুুই একটা ! এই লেখাটি পড়ে যদি একজনও সিঙ্গল থাকতে বদ্ধ পরিকর হয় তাহলে অন্তত একটি মেয়ে আমাদের সাথে মিঙ্গেল হওয়ার সম্ভবনা বাড়বে !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
তবে তিন দিন গবেষণা করে বিভিন্ন তথ্য উপাত্ত গবেষণা করে বুঝলাম পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সিঙ্গেল ডে থাকলেও মোটামুটি ১১/১১ সিঙ্গেল ডে হিসেবে স্বীকৃত


জানি, পাবনা ফেরত এই বাঙালায় অনেক কে দেখা জায়, এখন দেখছি 'দেওবন্দ' ফেরতদের আমদানি ঘটছে!

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:


"আমরা রুয়েটে পড়াশুনা করতে এসেছি প্রেম ভালবাসা করতে নয় / নারী আসক্তি মুক্ত,চির তরুণ ও চরিত্রবান ভাইদের আশ্রয়ের শেষ স্থান, এমন বিভিন্ন স্লোগান ছিলো প্রতিপাদ্য "।

-এগুলো বিশ্রী কথা, বিশ্রী ভাবনা; প্রাকৃতিক নিয়ম মেনে চলুন, সমস্যার সৃস্টি করবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.