নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

চিকন পিনের চার্জার

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১০

আমেরিকার ভিসা চাইলে বাংলাদেশীদের নোকিয়ার চিকন পিনের চার্জার ধরিয়ে দেওয়া হবে বলেছিলেন ট্রাম্প !
.
বেপারটি এমনও হতে পারতো,
.
বাংলাদেশের ভিসা চাইলে আমেরিকানদের আঁছিলা বাঁশ ধরিয়ে দেওয়া হবে বলেছেন কুদ্দস আলী !
.
দুঃখ লাগে ! ভীষণ দুঃখ লাগে যখন আমেরিকাওয়ালা ছাড়া মেয়ে বিয়ে দিবে না বলে ঘোষণা দিয়েছেন মেয়ের মা
.
শেরে বাংলা এ. কে. ফজলুল হক বলেছিলেন 'যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে?'
.
সমস্যাটা মানসিকতার
.
আমি যদি বলি আমদের এমন হতে হবে যাতে আমেরিকান'রা আমাদের দেশের গ্রীণ কার্ড পাওয়ার জন্য দশ বছর ধরে হোটেলে প্লেট মাজতে মাজতে তার উপর শুয়েও একদিন বাংলাদেশের স্থায়ী নাগরিক হবে এই স্বপ্ন দেখবে
.
আমেরিকা আমাদের জিএসপি সুবিধা দেয়না তবুও প্রবৃদ্ধি বেড়েছে, একাত্তরে অসহযোগিতা করেছে তবুও স্বাধীন হয়েছি কিন্তু তাদের দাসত্ব করার মনোভাব থেকে এখনো মুক্তি লাভ করতে পারিনি !
.
চিকন পিনের চার্জার কেবল আমরা আমাদের দিতে ব্যস্ত এবং যত ভাব নিজেদের মানুষের কাছে !
.
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এক বড় ভাইয়ের সাথে একসাথে সিগারেট ধরিয়ে ঝুপড়ি ক্যারিয়ার প্লান নিয়ে আড্ডা দিচ্ছিলাম ৷ বড় ভাই বললেন, টেনশনের কিছু নেই ৷ অর্থনীতি অতো কঠিন বিষয় না এভাবে এভাবে পড়বে ৷ সম্পর্কটি ছিলো বন্ধুসুলভ
.
এরপর হালকা পাতলা কথা হতো ! সালাম দিলে হেসে মাথা ঝুঁকিয়ে উত্তর দিতেন ৷
.
অনেকদিন পরের কথা
.
একদিন ভাইকে সালাম দিলাম ! ভাইয়ের মুখে সে হাসি নেই ! বিশদ উত্তরের বিপরীতে শুধু বললেন, হু !
.
কাহিনী কি ! মন একটু খারাপ হলো বৈকী ! যাই হোক, পরের দিন শুনলাম, ভাই ডিপার্টমেন্টের শিক্ষক হয়ে গেছে ! আর আমি ছাত্র ! হু বলাটা স্বাভাবিক
.
মানুষ পাল্টে যায় ! যেমনি করে নির্বাচনের পর পাল্টে গেছে ডোনাল্ড ট্রাম্প
.
পাল্টে যাওয়ার পর মানুষ কি করে ?
.
আগে একবার কাতুকুতু দিলে তিনবার হাসতো আর এখন তিনবার কাতুকুতু দিলে একবার হাসে !

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৮

বিলিয়ার রহমান বলেছেন: সম্পূর্ণ পোস্ট পড়ে আমার কাতুকুতু ছাড়া একটা ন্যাচারাল হাসি পেল ভাই!!:):)

২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৪

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮

বিজন রয় বলেছেন: যুক্তি আছে। মানুষ পাল্টাক তবে যেন ভাল ভাবে।
++++

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৪

মোঃ লোকমান হাকিম বলেছেন: ভাই আমি সেই দিনের অপেক্ষায় আছি যেই দিন আমেরিকা ঈউরোপের ছেলেমেয়েরা TOBFL (Test of Bangali as a Foriegn Langauge ) পরীক্ষায় পাশ করে বাংলাদেশের university তে পড়তে আসবে।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

মোঃ লোকমান হাকিম বলেছেন: ভাই আমি সেই দিনের অপেক্ষায় আছি যেই দিন আমেরিকা তথা ইউরোপের ছেলেমেয়েরা TOBFL (Test of Bangali as a Foriegn Langauge ) পরীক্ষায় পাশ করে বাংলাদেশের university তে পড়তে আসবে।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৯

আলগা কপাল বলেছেন: সব দোষ আমাদের। আমাদের মানসিকতা এতটাই নিচু যে কি বলবো বুঝতে পারছি না। আমেরিকা যাওয়ার জন্য আমরা এতটাই উন্মুখ হয়ে থাকি যে আমেরিকানদের লাঠি ঝাটাও আমাদের কাছে আশির্বাদ মনে হয়।

আমাদের নিচু মানসিকতাই দায়ী।

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৮

প্রশ্নবোধক (?) বলেছেন: সময় অনেক কিছু ডিমান্ড করে। অনেকে আছে যাদের সাথে একটু হেসে কথা বললেই ঘাড়ে পা বাধায় মাথায় উঠার জন্য। দুই দিক থেকেই সমস্যা থাকে। কেউ হয়তো একটু ভাল ব্যবহারের প্রত্যাশী আবার কারো সাথে একটু ভাল আচরণ করলেই ধান্দাবাজী শুরু করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.