নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বজ্রপাতের পর বৃষ্টি আসবেই !

২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৪

যে পুকুরে মাছ নেই সেই পুকুরে মাছ ধরতে হলে যে কাজটি প্রথমে করতে হবে তা হলো গর্ত খুঁজতে হবে ! কিছু মাছ আছে গর্তে লুকিয়ে থাকে সেখানে জাল মেরে লাভ নেই
.
নিজেকে ভিজাতে হবে ! নিঃশ্বাস বন্ধ রেখে ডুব মারতে হবে ! মাঝে মাঝে বেঁচে থাকার তাগিদে উপরে উঠে প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে আবার ডুব মারতে হবে
.
এটাকে হলো বেঁচে থাকার লড়াই ! দুই বেলা দুই মুঠো খেয়ে বেঁচে থাকার লড়াই !
.
এতে আপনার বরং উপকার হবে ! গোসল হবে ! ব্যায়াম হবে ! নিঃশ্বাস বেড়ে যাবে ! কষ্ট করে অর্জনের স্বাদ বাড়বে !
.
পৃথিবীতে যে কাজটি করা দরকার তা হলো কঠিন কাজ করা ! দুর্গম পথটি বেঁচে নেওয়া ! লক্ষ্য এবং নিয়ত শুদ্ধ করা আত্মার প্রশান্তির জন্য !
.
প্রমাণ করা আপনাকে দরকার এই পৃথিবীর কিন্তু আপনার কাছে এই পৃথিবীর দরকার সামান্য ! ইট ইজ কল্ড হিরোটিক লাইফ !
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে ২০০৪ সালে ক্লাস টেনে দৌলত উল্লাহ স্যারের কাছে প্রাইভেট পড়তাম ৷
.
স্যার প্রায় সময় বলতেন, 'আযান শুনার নিয়তে জানালা কাটলে কি বাতাস আসা বন্ধ থাকবে ?'
.
জানালা রেখে দরজায় আসি,
.
শুধুমাত্র ছোট কবুতরের জন্য দরজা কেটে লাভ নেই বরং বড় কবুতরের জন্য জানালা কাটা বুদ্ধিমানের কাজ তাতে দুইজনেই অনায়াসে ঢুকতে পারবে
.
দরজা ছেড়ে চৌকাঠে আসি,
.
বউয়ের রাগে বিরক্ত হয়ে সক্রেটিস যখন নিশ্চুপ হয়ে অভিমানে নিজের নিচু অবস্থান প্রকাশ করার জন্য দরজার চৌকাঠে বসেছিলো তখন তার ইরিটেড বউ তার উপর এক বালতি পানি ঢেলে দিয়েছিলো সেখান থেকে বিখ্যাত উক্তি, 'বজ্রপাতের পর বৃষ্টি আসবেই' এর সূত্রপাত ! সত্যি এখান থেকেই সূত্রপাত
!
.
ধৈর্য ধরতে হবে ! ইয়া আল্লাহ এক্ষুণি দাও এক্ষুণি ধৈর্য দাও বললে হবে না !
.
এক্সিকিউটিব ভাইস প্রেসিডেট স্যার আমাকে পত্র দিয়েছিলো যে, আপনি এই পোস্টের জন্য নিজেকে যোগ্য প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন তাই আপনার কনফারমেশন নিশ্চিত করতে পারলাম না তবে ছয় মাস সময় দিলাম নিজেকে প্রমাণ করার জন্য !
.
যাক অবশেষে দশ মাস দশ দিন পর কনফারমেশন পেয়ে গেলাম !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.