নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

শেষের কবিতা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৯

সমসাময়িক সাহিত্যিকরা রবী ঠাকুরকে এক প্রকার চ্যালেঞ্জ করতো যে কবি রোমান্টিক উপন্যাসে নিজের ক্যালিবার দেখাতে ব্যর্থ
.
তিনি তার জবাবে একটি উপন্যাস লিখলেন এবং নাম দিলেন 'শেষের কবিতা !'
.
শেষের কবিতা নাম দেখেতো সমালোচকরা লাফিয়ে লাফিয়ে প্রচ্ছদ উল্টালো ! ভাবলো কবিগুরু কবিতা ছাড়া আর কি ই বা লেখতে পারবে !
.
কিন্তু যত পৃষ্ঠা পাল্টালো তত তারা অবাক হয়ে পড়তে লাগলো ! পড়তে পড়তে শেষ করে 'শেষের কবিতা'টি খুঁজে পেলো... কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও !
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে আমাদের বাংলা পড়াতো প্রিয় ম্যাডাম উদিতি দাস ! দীর্ঘ বন্ধের ছুটি কিভাবে কাটাবো তার একটি দিক নির্দেশনা দিয়েছিলেন কিছু বইয়ের লিস্ট দিয়ে সেখানে প্রথম বইটি ছিলো মেডামের সতেরবারের পঠিত উপন্যাস 'শেষের কবিতা !'
.
বই চুরি করার নেশা ছিলো তখন ! নিজের ছোট লাইব্রেরি ঘেটে পেয়ে গেলাম বইটি ! কার থেকে চুরি করে এনেছিলাম কে জানে !
.
বলবো না বারবার পড়েছি শুধু বলবো মন খারাপের সময় হাজার বার উল্টিয়ে পড়েছি বইটি !
.
নিজের জীবনে ঠিক কখনো শোভনলাল হিসেবে নিজেকে দেখেছি
.
কখনো অমিট রয়ের ভূমিকায় নিজেকে আবিষ্কার করেছি
.
লাবণ্যকে খুঁজে পেয়েও কীটি রয়েরও দেখা পেয়েছি !
.
পরে শুনেছি এটি বাংলা সাহিত্যের সেরা রোমান্টিক উপন্যাস ! জোকস করে বলা হয় বিসিএস পরীক্ষা যে তিনবার দিয়েছে সে একবার 'শেষের কবিতা' কি ? গল্প/কবিতা/প্রবন্ধ/উপন্যাস এই প্রশ্নটির সম্মুখীন হয়েছে !
.
দুই হাজার সাতের শেষে যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিই তখন এই প্রশ্নটি এসেছিলো ! ভুল করে খ অপশন কবিতা ভরাট করে দিয়ে এসেছিলাম
.
শেষ যখন প্লে স্টোর থেকে 'শেষের কবিতা' এপসটি নামিয়ে পড়ছিলাম তখন মনে হলো সম্পূর্ণ নতুন আরেকটি উপন্যাস পড়ছি ! যদিও প্রতিবারি এমন মনে হয়েছে
.
প্রত্যেকটি মেয়েও এক একটি শেষের কবিতা ! দিন শেষে তাদের নতুন করে আবিষ্কার করেছি মনে হয় !
.
চল্লিশ বছর সংসার করেও বলতে হয়, চিনিতে পারলাম না আজো তোমাকে ! কিন্তু তারা কেমনে এক দেখাতে বলে দেয় ? ছেলেদের ওরা হাড়ে হাড়ে চিনে !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.