নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

শুধু তুমি না আমরা অংকেও দুর্বল

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৩

ছেলেটি এসএসসি পরীক্ষার্থী ছিলো, বাংলা প্রথম পত্র পরীক্ষা দিলো, দ্বিতীয় পত্র পরীক্ষা দিলো, ইংরেজী প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি পরীক্ষা ই দিলো কিন্তু অংক পরীক্ষার দিন ক্লাশ নাইনের একটি মেয়েকে নিয়ে পালিয়ে গেলো
.
টেস্ট পরীক্ষায় ছেলেটি গণিতে ফেইল করেছিলো তবে আন্দোলন করে এসএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি নিয়েছিলো
.
আসলে কি ছেলেটি অংকে দুর্বল না মেয়েটির উপর দুর্বল সে প্রশ্নটি জাতির কখনো জানা হবে না
.
আমার এখনো মনে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে ক্লাশ এইটে মে বি ইংরেজী প্রথম পত্রে আমি ছাড়া আর কেউ ফেইল করেনি ! ভীষণ লজ্জার বিষয় ! সেদিন বুঝেছি ফেইল করলেও দশে মিলে করা দরকার না হলে বেইজ্জতি !
.
এক বন্ধুকে অংক পড়াতাম(করাতাম না) ! মানে একটু আধটু বুঝিয়ে দিতাম ! মাষ্টার মাষ্টার ভাব ! পরীক্ষার পর দেখলাম সে পাশ আমি ফেইল !
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে তো একজন আমার থেকে দেখে দেখে পরিসংখ্যান পাশ করে ফেলেছে আমি ফেইল করে বসে আছি !
.
তারপর থেকে আমি পড়ালেখা ছেড়ে দিয়েছি ! মাশাল্লাহ আর ফেইল করিনি তেমন !
.
এটা এক প্রকার টেকনিক ! পরিবার পরিকল্পনা নিয়ে অর্থনীতিবিদ রুদকেল্প বলেছিলেন, 'ফরাসিরা রুদ ব্যবহার করতো ! রুদ মানে তীর ! এক সাথে অনেকগুলো কেল্প ছুটতো ৷ কেল্প মানে তীর ! লক্ষ্যহীন ছুটে চলা তাদের কিন্তু শিকারীর দিকে একটিও বরুদকেল্প হতো না !' এটা রুদকেল্প বা পরিবার পরিকল্পনার একটি উজ্জ্বল দৃষ্টান্ত ! রুদকল্প কে ! আদৌ এমন থিওরি আছে কি না আমি জানি না ! তবুও অধ্যায়ঃ তিন অনুচ্ছেদঃ খ পৃষ্টাঃ ৩৩
.
বইয়ের নাম পরিচিত পরিচিত লাগে কিন্তু স্যার নিজেও শুনেনি
.
পাশ ঠেকায় কে ! ব্যবসায় পরিচিতি পড়াতো খালেক স্যার ৷ পাঁচ টা প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু চারটা কমন ! দুঃখের বিষয় কমনগুলোতে দশে ছয় আর আনকমনটিতে দশে নয় পেয়েছিলাম
.
এসএসসিতে ২০০৫ এ সব বিষয়ে এ+ কিন্তু ইংরেজী আর অংক তে পাইনি কারণ ওগুলোতে চোরামি চলে না ৷
.
ম্যাথম্যাথিকেল বিষয় ছাড়া সব বিষয়ে হেনতেন করে নাম্বার নিয়ে এসেছি ৷
.
জীবনের প্রয়োজনে কখনো অর্থনীতিবিদ হয়েছি ! কখনো সমাজতত্ত্ববিদ ! কখনো দার্শনিক ! কখনো পীথাগোরাস ! কখনো নজরুলের কোরাস !
.
কখনো একশ মার্কসের একটিও কমন পরেনি কিন্তু একশ দশ উত্তর করে আবার চারটা লুজ সিটও নিয়েছি
.
লুজ সিট নিয়ে এতো দৌড়াদৌড়ি দেখে ব্রিলিয়ান্টদের মাথায় হাত ভেবেছে একশতে আশি প্লাস পাবো কিন্তু ৫০ পেয়ে বসে আছি সে হাসছে আমিও হাসছি ! দুই হাসি রহস্যময়
.
অংকের সাথে এসব যায় না ৷ জীবনের অংক মিলাতে হলে আবার মনের মানুষ ছাড়া কেউ সেখানে মানায় না ৷ সুতরাং ছেলেটি আসলে পালিয়ে যাওয়ার জন্য সঠিক সময়টি বেঁচে নিয়েছিলো ৷
.
শুনেছি তারা বাবা পচন্ড বদমেজাজী ! পরীক্ষার রেজাল্ট দিলে এমনেও ঘাড় ধরে বের করে দিতো ! আর ম্যাট্টিক ফেইল করা ছেলেটিকে কোন মেয়ে পালিয়ে বিয়ে করবে ! একে বলে, সময়ের কাজ সময়ে করা ! যাও বাবা সুখি হও ৷

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.