নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমার হাতটি ছুঁযে দাও

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪০

মেয়েটির যখন বিয়ে ঠিক হয় ছেলেটি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ছাদ থেকে লাফ দিতে গিয়ে প্রকৃতির ডাকে আবার নিচে গিয়েছিলো পাশাপাশি এক গ্লাস স্যালাইন খেয়ে আবার ছাদে উঠলো
.
এরপর কি হলো তা আরেকদিন বলবো তবে আজ সকালে ডালে লবণ কম হওয়ায় সেই মেয়েটিকে ইচ্ছে মতো বকাবকি করে 'বাপের বাড়ি গেলে' শান্তি পাবে এই মর্মে আক্ষেপ করছিলো
.
যার কারণে একদিন জমের বাড়ি যেতে চেয়েছিলো সে আজ বাপের বাড়ি গেলে বাঁচে এমন হয়ে যায় একদিন ব্যাপারগুলো
.
হোটেল গ্রেভারেইনে মে বি পড়েছিলাম হুমায়ুন আহমেদের তার স্ত্রী'র প্রতি অদম্য ভালবাসার অনবদ্য কাহিনী কিন্তু সেই স্থান একদিন শাওন নামের এক ললনা দখল করে নিয়েছে
.
পনের বছর সংসার করার পর তোমার সাথে আরেক মুহূর্তও সংসার করা যাবে না বলে চলে গিয়েছিলো সখিনা বিবি আর ফিরে আসেনি
.
তোমাকে ছাড়া বাঁচবো না এই মর্মে বিশ্বাস করা মানুষটি একদিন সিরিয়াসলি বলে উঠে, 'তুই সামনে এলে আমার মরা মুখ দেখবি !'
.
লাল টুকটুকে দ্বিতীয় বউয়ের কাধে হাত দিয়ে বাসর ঘরে ডুকে কেউ কেউ... মলিন শাড়ি পড়ে প্রথম বউ তার বিয়ের প্রথম দিনের কথা মনে করে কান্না লুকিয়ে নিজেকে স্বাভাবিক প্রমাণ করতে ব্যস্ত হয়ে যায়
.
সবাই সফলতার শেষে বারাক ওবামার মতো বলতে পারে না,
" Michelle LaVaughn Robinson, girl of the South Side, for the past 25 years, you’ve been not only my wife and mother of my children, you have been my best friend’ he told her. ‘You took on a role you didn’t ask for and you made it your own with grace and grit and style and good humour. You made the White House a place that belongs to everybody."
.
অথবা সর্বোচ্চ শিখরে উঠে টেন্ডুলকারের মতো বলে উঠে না,
" আমার জীবনের সবচাইতে সুন্দর ঘটনা ছিল ১৯৯০ সালে যখন আমার অঞ্জলির সাথে প্রথমবার দেখা হয়েছিল। আমি জানতাম একজন ডাক্তার হিসেবে তার সামনে বিরাট ক্যারিয়ার পরে আছে। কিন্তু তারপরও সে নিজের স্বপ্নগুলিকে বিসর্জন দিয়ে আমাকে খেলা চালিয়ে যেতে বলে। আমি যখন মাঠে দেশের হয়ে খেলতাম। তখন অঞ্জলীই আমার হয়ে আমার ঘর সামলাত। থ্যাঙ্ক ইউ অঞ্জলী। "
.
অথবা বঙ্গবন্ধুর মতো,
" রেণু আমাকে বিদায় দেয়ার সময় নিরবে চোখের পানি ফেলছিল। আমি ওকে বোঝাতে চেষ্টা করলাম না। একটা চুমা দিয়ে চলে এলাম। "
.
অথবা গসলিং এওয়ার্ড জেতা রায়নের মতো,
“There is no time to thank everyone, so I would like to try to thank one person properly. While I was singing and dancing and playing the piano and having one of the best experiences I’ve ever had on a film, my lady was raising our daughter, pregnant with our second, and trying to help her brother fight his battle with cancer"
.
আমি তোমাকে সারাজীবন ভালবাসবো কথাটি বলা যতটা সহজ আসলে রক্ষা করা ততটা কঠিন !
.
সফলতার সর্বোচ্চ শিখরে উঠে অথবা জীবনের সেরা মুহূর্তে বউয়ের এক হাত আপনার আরেক হাতে ধরে উচিয়ে বলতে পারবেন, 'আমার এই দুই হাত সফলতার মূলমন্ত্র !'
.
তাই তো বলি আমি কেনো বার বার বিফল হচ্ছি ! এক হাতে আর কতদূর....!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: ভাল লাগল এবং শেয়ার করলাম :)

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০১

নিলুফা ইয়াসমিন বলেছেন: অনেক ভাল লাগল।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১১

আনোয়ার হুসাইন খান বলেছেন: খুব ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.