নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কালো ভ্রমর

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩১

আমার প্রথম মোবাইলটি ছিলো নোকিয়া ১১১০, চট্টগ্রাম বোর্ড জেলা বৃত্তি পেয়েছিলাম ২৫০০ টাকা আর এক মাস কান্নাকাটি করে বাবা থেকে ৭৫০ টাকা বের করে ৩২৫০ টাকা দিয়ে ২০০৬ এ মোবাইলটি কিনেছিলাম !
.
মোবাইল কিনার পর লক্ষ্য করলাম আমি এলাকা আত্মীয়স্বজনসহ অনেকেরে কাছে সেলেব্রিটি হয়ে গেছি
.
হঠাৎ একদিন লক্ষ্য করলাম সখিনা বেগম আমার মুখের দিকে না তাকিয়ে মোবাইলের দিকে তাকাচ্ছে ! মোবাইল হাতের ভিতর দুই প্যাচ ঘুরানি দিয়ে আস্তে আস্তে পকেটে রেখে দিতাম
.
হঠাৎ শুনলাম এটা নোকিয়া ১১০০ মোবাইল না যে শুধু টুংটাং বাজবে এটা আরো বেশী কিছু ! এতে ডিজিটেল রিংটোন তো আছে ডিজিটেল জঞ্জানানি গানও ঢুকানো যায়
.
হরতাল ছিলো তখন ! দুই মাইল ধরে হেঁটে হাটহাজারী গিয়ে বিশ পঁচিশটা দোকান ঘুরে বিশ টাকা দিয়ে 'ওরে নীল দরিয়া' গানটি ঢুকালাম ! কি সমধুর টোন গানটির শূন্যতা পূরণ করে দিচ্ছে, মনে মনে ভাবছি এই যুগে টুংটাং রিংটোনটি কত ক্ষেত ছিলো
.
মোবাইলটি হাতে নিয়ে আর হাত থেকে রাখতে দুইমাস সময় লেগে গিয়েছিলো ! এ মায়া বড্ড মায়া ! এক মুহূর্ত চোখের আড়াল হলে বুকটা চ্যাত করে উঠতো ! কত কিছু প্রতিদিন শিখছি
.
একদিন শিখেছি স্ক্রিণ সেভার চেঞ্জ করা যায় তো আরেকদিন অন্যরকম ওয়ালপেপার চেঞ্জ করা যায় দেখে তো আমি লাফ দিয়ে ভাঙ্গা খাট আরো ভেঙ্গে ফেলেছিলাম
.
আমার আগে শরীফ নামে আরেকটি বন্ধু মোবাইল কিনেছিলো তাকে দেখতাম রাত দিন সকাল বিকাল মোবাইলের দিকে তাকিয়ে থাকতো !
.
পৃথিবীর সব রহস্য যেনো এই নোকিয়া ১১০০ আর ১১১০ এ, প্রতিদিন শিখছি তবুও শিখার যেনো শেষ ই হয়না
.
তারপর টিউশনির টাকা জমিয়ে মডেল চেঞ্জ করতে শিখলাম ! তা একদিন চেঞ্জ হতে হতে এন্ড্রোয়েডে গিয়ে থেমেছে
.
তবুও সে পুরনো ফিলিংস ভুলতে পারিনি ! আপডেটের ভীরে সে একদিন স্মৃতির গহীনে ঢুকে গেলো
.
প্রথম প্রেমে ফিলিংসগুলো এমনি ! একদিন তাদের জীবনে প্রয়োজন হয়না ! সত্যি প্রয়োজন হয়না ! সেই কালো মেয়েটির ফিলিংসও আপডেটের ভীরে হারিয়ে গেছে ! বড্ড সাদাসিদা বেরং মনে হয় থাকে
.
তবুও কোন এক আমবশ্যার রাতে সবকিছু কালো হয়ে গেলে তোমাকে মনে পড়ে ! তোমাকেই মনে পড়ে...! এমনি হয় একদিন ! আমরা হয়ে যায় কালো ভ্রমর ৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

ভাবুক কবি বলেছেন: প্রথম প্রেমের কি হয়েছে জানা নেই কিন্তু প্রথম মোবাইল ক্রয়ের পরবর্তী অনুভূতি আপনার মতই ;)

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪১

নাগরিক কবি বলেছেন: ১১০০ এর গেম টা অনেক মিস করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.