নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রোগের নামঃ ভাল্লাগেনা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

চঃবিঃ উস্ প্রাইমারী স্কুলে নার্সারিতে পড়ার সময় হঠাৎ একদিন খেয়াল করলাম কিউট একটি মেয়ে ক্লাশে না আসলে কেনো জানি ভাল্লাগে না !
.
জীবনে ভাল্লাগে না রোগের উপসর্গ শুরু ওখান থেকে
.
স্মৃতি রোমন্থন করে দেখলাম তারও আগে মে বি এক আপু কোলে নিয়ে ওলে ওলে কিউট বেবী বলে নাক টেনে না দিলে ভাল্লাগতো না
.
ক্লাশ সিক্স টেন এলিবেন ফাস্ট ইয়ার ফোর্থ ইয়ারে বিভিন্ন সময়ে ভাল্লাগে না রোগে আক্রান্ত হয়েছি
.
পাশের বাড়ির ছাদে রোজ বিকেলে মেয়েটির আনমনা আকাশ দেখার দৃশ্য না দেখলে ভাল্লাগে না
.
অথবা, ফেসবুকে রোজ চ্যাটে আসা মেয়েটি হঠাৎ চ্যাটে এসে ভাব ধরলেও ভাল্লাগে না
.
প্রেমের গোষ্ঠি কিলানো মেয়েটিও মধ্য রাতে নিজের চুল ছিঁড়ে বলে ভাল্লাগে না
.
আমার কিচ্ছু ভাল্লাগে না ! কিচ্ছু ভাল্লাগে না ! বলে বিড়বিড় করা বন্ধুটিকে একটি বেনসন ধরিয়ে দিয়ে বললাম, দুই টান দে ভাল্লাগবে ! শালা সিগারেট টা আমার পাছায় লাগিয়ে দিবে বলে একটু নীরব থেকে আবার বললো, 'দোস্ত কিচ্ছু ভাল্লাগে না !'
.
বিশেষ করে ফেব্রুয়ারীর ১৪ তারিখ ভাল্লাগে না রুগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে যায়
.
জৈনক কবি লিখেছিলেন,
ফুলের ঘ্রাণে শ্বাসকষ্ট, বিষাদ ছুঁইছুঁই,
ভাল্লাগে না কিচ্ছু আমার, বুঝিস না কেনো তুই?
.
অ্যাকশন ফর ডেভেলপমেন্টের কাউন্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মরিয়ম সুলতানা কেনো ভাল্লাগে সে প্রসঙ্গে বলেছিলেন, ‘অতিরিক্ত কাজের চাপ, একঘেয়েমি বোধ, একাকিত্ব কিংবা প্রতিকূল পরিবেশ মানুষকে এমন সমস্যার দিকে ঠেলে দেয়। আর এ সমস্যা বেশি দেখা দেয় কৈশোর ও মধ্যবয়সে।’
.
সমাধান হিসেবে তিনি বলেন, ‘একাকীত্ব থেকে দূরে থাকা ভাল্লাগেনা রোগের সমাধান, সব সময় চেষ্টা করুন কারও সঙ্গে মিশতে। হয়তো প্রথমে তাঁকে ভালো লাগবে না, কিন্তু একটা সময় পর দেখবেন যে নতুন বন্ধুটিকে আপনার ভালো লাগতে শুরু করেছে। সবচেয়ে উপকার হবে আপনার মনের।’
.
রুনা লাইলার 'দি রেইন' অ্যালবামের একটি জনপ্রিয় গান আছে,
"একা একা কেন ভাল লাগে না
কোন কাজে মন কেন বসে না
আমার কী হতে কী হয়ে গেল
আমি নিজেই তো কিছুই বুঝি না"
.
কেনো ভালো লাগে না জানো ? শুধু তোমার জন্য !
.
কে বলে ভাল্লাগে না রোগের ঔষুধ নেই ! তুমি ই তো একমাত্র ঔষুধ ৷ রোগী হয়ে তোমার কাছে আর্তনাদটি রেখে গেলাম, আমিও সুস্থ হতে চাই ! আমার কিচ্ছু ভাল্লাগেনা !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.