নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

গুরু তবুও তোমায় সালাম

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টিচার বাসে স্টুডেন্ট এবং অন্যান্যরা উঠেছে বলে যে শিক্ষকের প্রেস্টিজে লেগে বাস থেকে নেমে যায় সে কি শিক্ষক না *** ?
.
অথবা ছাত্র-ছাত্রীদের এক প্রকার গলা ধাক্কা দিয়ে নামিয়ে দেয় সে শিক্ষক না *** !
.
শিক্ষক কাকে বলে ! যার কাছ থেকে শিখেছি তাকে শিক্ষক বলে ! উক্ত ঘটনা থেকে কি শিখেছিলাম ?
.
Oxford dictionaries এ teacher এর একটি সংজ্ঞা দেওয়া হয়েছে, 'A person who teaches, especially in a school'
.
অক্সফোর্ড ডিক্সনারির মতে School মানে হলো 'An institution for educating children '
.
গ্রহণযোগ্য ডিক্সনারিটির মতে, Education মানে, 'The process of receiving or giving systematic instruction, especially at a school or university'
.
আসেন তিনটি শব্দের একটি সারমর্ম করি, ' কোন নির্দিষ্ট বিষয়ের উপর কেবল মাত্র একটি প্রতিষ্ঠানে যে শিক্ষা দেয় সে শিক্ষক !'
.
প্রথমে লিখেছিলাম, 'সে শিক্ষক না ***' আসলে ওটা হবে 'সে শিক্ষক না দেবতা'
.
কারণ তার প্রতিষ্ঠান আছে, কোন নির্দিষ্ট বিষয়ের উপর পড়াশুনা করায়.....!
.
কিন্তু সম্মান বা রেসপেক্টের কথা যদি বলেন তাহলে আমাকে আবার অক্সফোর্ড ডিক্সনারি ঘাটতে হবে,
.
Respect সম্বন্ধে অক্সফোর্ড কি বলে, ' A feeling of deep admiration for someone or something elicited by their abilities, qualities, or achievements'
.
Deep admiration মানে মনের ভিতরের আনন্দ থেকে আসা অনুভূতি ! সোজা বাংলায়, 'মনের ভিতর থেকে কোন দক্ষতা, গুণ অথবা অর্জনের জন্য যে অনুভূতি আসে তাকে রেসপেক্ট বা শ্রদ্ধা বলে !'
.
আপনাকে সালাম দিয়েছি বলে ভাবে যদি আপনার পা মাটিতে না পড়ে তাহলে কি আমার মন থেকে শ্রদ্ধা আসবে !
.
আপনি যদি পরীক্ষার আগে ছাত্রীদের প্রশ্ন আউট করেন আর সে প্রশ্ন আমার হাতে এসে পড়ে তাহলে কি সম্মান আসবে ভিতর থেকে ?
.
আপনি যদি নারী কেলেঙ্কারি করেন তাতে ও কি শিক্ষক হিসেবে আপনাকে সম্মান করতে হবে ?
.
আপনি যদি ক্লাশ বাদ দিয়ে কোচিং নিয়ে পড়ে থাকেন তাতে কি আমার সম্মান উতলাই পরবে আপনার প্রতি ?
.
প্রাইভেটের ছেলেরা যখন বলে আপনি দুই ঘন্টা ক্লাশ নিয়েছেন কিন্তু আপনাকে আমরা দুইদিন মিলে আধা ঘন্টা কাছে পেলে কি সম্মান আসবে ?
.
প্রিয় অক্সফোর্ড ডিক্সনারি, শিক্ষকের সংজ্ঞা দিয়েছেন কিন্তু রেসপেক্টের সংজ্ঞটাও এডিট করে দেন প্লিজ !
.
সংজ্ঞাটি এভাবে দিতে পারেন, 'শিক্ষক হলেই রেসপেক্ট করতেই হবে ! করতেই হবে ! করতেই হবে ! তবে মন থেকে না আসলেও সেটাকে রেসপেক্ট বলে !'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.