নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জামাই শ্বশুরের যুদ্ধ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৯

আগ্রাবাদ স্টান্ডার্ড চাটার্ড ব্যাংকের হাসান ভাইকে দেখার জন্য মেয়ের বাবা ভাই আসছিলো ! মেয়ের বাবা ওখানে কর্মরত জাবেদ ভাইকে ডেকে জিজ্ঞেস করলো, ভাই হাসান সাহেব নামক এখানে কেউ চাকরি করে ?
.
ওনি বললো হাসান সাহেব একজন আছেন তবে দ্বিতীয় তলায় বসেন ! আপনি ওখানে গিয়ে দেখে আসুন !
.
দ্বিতীয় তলায় যাওয়ার সময় আরেকজনকে জিজ্ঞেস করলে, ভাই হাসান সাহেব নামক কেউ এখানে চাকরি করে ?
.
উনি বললেন, 'দূর ভাই ! এখানে হাসান টাসান তাহসান নামক কেউ নাই ! একজন ছিলো চলে গেছে বহুত আগে !'
.
চুরি করে দেখতে আসা হবু শ্বশুর মশাই এবার রেগে মেগে হবু জামাইকে ফোন দিয়ে বললেন, 'হাসান সাহেব আপনি মিথ্যে বলছেন কেনো ! ঐ ব্যাংকে হাসান নামে তো কেউ চাকরি করে না !'
.
হাসান সাহেব বললেন, আপনি উপরে আসেন আমি আছি ! বেচারা বিশ্বাস করছে না ! সে আগন্তুকের কথা সংবিধান মনে করে বসে আছে !
.
শ্বশুর মশাই এবার হুমকি দিয়ে হুংকার ছাড়লেন, 'মিথ্যুক জামাইয়ের কাছে সে মেয়ে বিয়ে দিবে না !'
.
হবু বর এবার বললেন, 'মিথ্যুক শ্বশুরের মেয়ে বিয়ে করবো না ! দেশে কি মেয়ের অভাব পড়েছে !'
.
শ্বশুর মশাই রেগে মেগে টেগে তো আরো ফায়ার, 'বেয়াদব জামাই ! আমাকে মিথ্যুক বলো ! জানো আমি তোমার বাবার মতো !'
.
জামাই সাহেব এবার বললেন, 'আমাকে আপনি জামাই বলেছেন অথচ আমি তো আপনার মেয়েকে বিয়ে করবো না বলেছি তো আপনি মিথ্যুক না ? আবার বাবার মতো ও বলছেন !'
.
শুধু এমন কারণে হাজারো সম্পর্ক ভেঙ্গে যায় !
.
সম্প্রতি এমন ঘটনার আমিও মুখোমুখি হয়েছি দুইবার, কেউ একজনের বাবা আমার খোঁজ নিয়েছে ! আদৌ চাকরি করি কি না ! তা ও আমার পাশে বসা কলিগ থেকে !
.
উপরের ঘটনার সাথে মিলিয়ে বলে দিয়েছি, শরীফ নামে এখানে কেউ নেই বলে দেন !
.
কারণ তার মেয়েকে আমি জানি,
'মেয়েটা আমার বন্ধুর এক্স গার্ল ফ্রেন্ড ছিলো আর আমার ক্রাশ !'
.
কিছু গল্প এমন, কোন এক ১৪ ফেব্রুয়ারী তোমার হাতে ছিলো গোলাপ তবুও ছেলেটির বাঁশে তোমার হয়েছিলো সর্বনাশ !

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :-B কি আর করবেন, এইগুলান ছাড়া দেশে বাকি মানুষ নেহাত কম। মানুষ কাম-ভাব যেভাবে উথলিয়ে উঠছে রাস্তাঘাটে শিশু নিয়ে হাটা কষ্ট হয়ে যাচ্ছে।

আজকাল সবাই ১ নাম্বার খোঁজে, তাহলে দুই নাম্বার করলো কে?

কেউ যদি মনের খুদ দূর করতে চায় তাহলে বিয়ের পরে সোনা-রুপার পানি দিয়ে গোসল করে প্রতিজ্ঞা বদ্ধ হওয়া জীবনে আর অবৈধ মেলামেশা করব না।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শশুর জামাইয়ের ব্রেক আপ! হে হে হে। =p~

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে দিনকাল পড়ছে, সামনে এসব নিয়ে যত চুপ থাকা যাবে ততই মঙ্গল। কারণ, দোষ সবার মধ্যেই আছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.