নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তাজমহল

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে পড়ার সময় এক মেয়ে জিজ্ঞেস করেছিলো, তুমি কি আমার জন্য তাজমহল গড়তে পারবে ?
.
সত্যি সত্যি তাজমহল গড়তে হবে ভেবে চুপচাপ কেটে পড়েছিলাম ! জানতাম না হৃদয় দিয়েও তাজমহল গড়া যায় তেমনি লেখা/গান/কবিতা দিয়েও
.
ষাটের দশকে 'এক তাজমহল গোড়ো/ হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে’ সহ অনেক জনপ্রিয় গানের লেখন মিল্টু ঘোষ স্বেচ্ছায় নির্বাসন নিয়েছিলেন অথচ মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্যসহ অনেক জনপ্রিয় গায়কের জন্য তিনি গান লিখেছেন এবং তার গানে ঠোঁট মিলিয়েছেন স্বয়ং মহানায়ক উত্তম কুমার
.
'এই বুকে বইছে যমুনা, নীল অথৈ প্রেমের জল, তার তীরে গড়বো আমি, আমার প্রেমের তাজমহল' গানের গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলরাও পুরনো দশক হয়ে গেছেন
.
'আমি তো বলতে পারি, যদি হতাম সম্রাট শাহজাহান, মমতার স্মৃতি গড়তাম আমি, প্রেমেরই সমাধি তাজমহল' আর্ক ব্যান্ডের এই গানের গীতিকার হাসান ভাই ও যেনো কোথায় হারিয়ে গেছে
.
'আমি দেখেছি তাজমহল, দেখি নি তো মমতাজ, দেখেছি হাজার স্মৃতি সাধনা' গানের গীতিকার রফিকুজ্জামানকে খুঁজে পাওয়া যায়না এখন
.
ঠিক এভাবে একদিন তাজমহল গড়ে চলে যাচ্ছে অনেকেই !
.
একটি কৌতুক আছে, মেয়ে ছেলেকে বলছে, তুমি আমাকে কতটুকু ভালবাসো ? ছেলে বললো, তাজমহলের মতো ! মেয়েটি পুনরায় বললো, তাহলে তাজমহল বানাচ্ছো না কেনো ? ছেলেটি দীর্ঘশ্বাস ফেলে বলল, 'তুমি মরলেই বানাবো !'
.
সত্যি ছোটবেলার মতো যদি আরেকবার বলো, তুমি আমার জন্য তাজমহল বানাতে পারবে ? আমি কি উত্তর দিবো জানো ? 'হুম পারবে তবে **মহল' কারণ তোমার নাম তো মমতাজের তাজ না তোমার নাম তো **
.
আমার বন্ধু ইকবাল নতুন বিয়ে করেছে তো সে তার বউকে বলেছে, জানো তোমার জন্য আমি তাজমহল বানাবো আর তুমি আমার জন্য কি বানাবে শুনি ! মেয়েটি বললো '**মহল'

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৫

শাহান আহমদ চৌধুরী বলেছেন: অসাধারন।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৭

বলেছেন: খারাপ না ভালইতো, আপনার মতো তাজমহল না গড়তে পারলও অনেকেই নিজের মতো করে তৈরি করে যাচ্ছে এই মহল।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৩

আমিই মিসির আলী বলেছেন: তাজমহল কোন ভালোবাসার নিদর্শন না।
ঐটা শাহজাহানের নিজেকে স্মরণীয় রাখার একটা প্রসেস ছিলো মাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.