নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বাবা আমার কি বিয়ে হবে না

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৮

আমার ফতেয়াবাদ নিবাসী বন্ধু মুকুল সম্প্রতি বিয়ে করার সাত দিন পর অফিস যাওয়ার সময় আবিষ্কার করেছে বউ তার শার্ট প্যান্ট সেন্টু গেঞ্জি ধুয়ে আইরন করে রেখেছে !
.
সে খুশি হয়ে গদগদ করে কইলো, বউ এতো কষ্ট না করে কেবল জাইঙ্গাটা ধুয়ে দিলে পারতে ওটা একটু বেশী ময়লা হয়
.
নতুন বউ লজ্জায় অন্তর্বাস কি ধৌত করবে না করবে না সেটা ভেবে ভেবে লজ্জায় তা আলনার এক কোণে ফেলে রেখেছে
.
কিন্তু ভালবাসার ঠেলায় সেন্টু গেঞ্জিটাও আইরন করে ফেলেছে ! হাউ কিউট !
.
এতোটুকু পড়ে হেটার্সরা বলবে এই ভালবাসা কয়দিন টিকে থাকবে দেখা যাবে
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির মেধাবী ছাত্র ছিলো মনোজ দত্ত ! আমাদের বান্ধবীকে বিয়ের পরের দিন ব্যাংকের জন্য পড়তে পড়তে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলো ! এমন সময় আবিষ্কার করেছে সে মশারীর ভিতরে ! তারপর থেকে সে নিয়মিতো নিজেকে বন্দি শিবিরে আবিষ্কার করতো ! তাদের বন্দিখানার শুরু এখান থেকেই !
.
ব্যাচেলররা কোথায় ? আসেন জোরে আওয়াজ তুলে বলি ! হাউ কিউট !
.
অর্থনীতির আরেক বন্ধু কুমিল্লার রিয়াদ ! তার মুখে কখনো হাসি দেখিনি কিন্তু বিয়ের পরের ছবিগুলো পর্যালোচনা করে দেখলাম তার চোখেমুখে হাসি
.
বন্ধুমহলে সবচেয়ে তাড়াতাড়ি বিয়ে করা ছেলেটি শিশির ! রোজ তিনবেলা করে কেনো এই নিঃসঙ্গতা গানটি গাইতো ! এখন সে গুনগুন করে 'তার তীরে গড়বো আমি আমার প্রেমের তাজমহল' গাইতে গাইতে রাস্তা পারাপার হয়
.
মাত্র কয়েকমাস আগে বিয়ে করেছে ইউসুফ জুয়েল ! জুলেখা তার জন্য রোজ ভাত বেড়ে বসে থাকে ! বললাম ভুড়ি বেড়ে যাচ্ছে তোর সে কইলো, তোর ভাবী ভুড়ি পছন্দ করে !
.
একই কথা বিবাহিতো বড় ভাই রিমন ভাইও বলে ! কাঠির মতো লিকলিকে ছিলো বিয়ে আগে
.
আমার এক ধার্মিক বন্ধু বিয়ে করেছে শুনেছি তারা বিয়ের পর মধ্যরাতে উঠে দুইজন একসাথে তাহাজ্জুদের নামায আদায় করে ! সত্যি কিউট
.
সত্যিকার দম্পতিতো তারাই যারা যে হাত ধরে নতুন জীবনে প্রবেশ করেছে সে হাত ধরে জান্নাতে যাওয়া স্বপ্ন দেখে !
.
হেটার্সরা এখন বলবে, শরীফ ভাই এগুলো আবেগ জাস্ট আবেগ ! দুদিন পর সংসারের চাপে চলে যাবে
.
তাদের হাজারো উদাহরণ থেকে শুধু একটি উদাহরণ দিয়ে বলবো, আমেরিকার নিউ জার্সির সুখী দম্পতি বিল ব্রেসনান তিনি bresnan christine বিয়ের আগে থেকে বর্তমান পর্যন্ত ৪০ বছরে প্রায় ১০ হাজার চিঠি লিখেছেন প্রিয়তমা স্ত্রী ক্রিস্টিনের জন্য ৷

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

অবনি মণি বলেছেন: আমিও চিঠি লিখতে চাই.।.।.।.।.।.।.।.।.। কি কিউট ভালোবাসা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.