নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমরা সবাই লেখক :P

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮

বই মেলায় এই বছর আড়াই হাজার নতুন বই এসেছে তাদের মধ্যে আড়াইশ বই আগমী বই মেলা পর্যন্ত টিকে থাকবে কি না সন্দেহ !
.
গত বইমেলা ২০১৬ তে রেডিও মুন্না ফিচারিং 'শব্দ ছুঁয়ে স্বপ্ন নিয়ে' এবং রেডিওস্বদেশ ফিচারিং 'কন্ঠে বিশ্ব হৃদয়ে স্বদেশ' বইয়ে লিখেছিলাম এবার সেগুলোর জায়গায় এসেছে মুন্না পরিবারের 'গল্পেরও কিছু গল্প থাকে' এবং জোহাওয়ার্ল্ডের 'গল্প বিলাস' এবং আরো কিছু বই ! প্রশ্ন হলো পাঠকের অথবা ওস্তাদের মাইর শেষ রাইতে !
.
মহাকালে টিকে থাকতে হলে শুধু রবী ঠাকুরের একটি ছুটি গল্প অথবা জসীম উদ্দীনের কবর কবিতা নতুবা সুকান্তের একুশ বছর বয়সে লিখে যাওয়া দুটো লাইন দিয়ে টিকে থাকা যায় !
.
সোনার তরী কার সৃষ্টি নিয়ে মহাকালের উদ্দেশ্যে পাড়ি দিবে সেটা বড়ই রহস্য
.
মৃত্যুর পরও বইমেলাতে এখনো শীর্ষে হুমায়ুন আহমেদের বইয়ের বিক্রী
.
মাঝে মাঝে সতেরো আঠারো বইয়ের রাইটারদের আবিষ্কার করি অবাক হয়ে ভাবি আমার পাশে এতো বড় রাইটার বাস করে অথচ দেখা হয় নাই চক্ষু মেলিয়া !
.
শখের লেখক ! পাঠক নিজর বউ, বাচ্চা কিছু বন্ধু আর গুঁটিকয়েক আত্মীয় স্বজন !
.
প্রতি বই তিনশ কপি বের হয়েছে ! চল্লিশ কপি বিক্রয় হয়েছে ! একশ কপি বিতরণ আর বিশ কপি চৌকির নিচে আছে এমন হিসেব নিকেশ ! তারপর আর বের হয়নি
.
একদিন বাদাম খেতে বসে প্রেমিকাকে বলছে দেখো প্রিয় তোমার প্রেমিকের বই বাদামওয়ালাও পড়ে ! অতঃপর পড়া শেষে সেটি ছিঁড়ে তাতে বাদম বিক্রি করে এক ঢিলে দুই পাখি !
.
যেমন করে বাদাম খেয়ে আমরা বাদামের খোসা ফেলে দিই ! বুঝোনি ব্যাপারটা ?
.
বইমেলা কেনো একুশে কেন্দ্র করে হয় কারণ নিজ ভাষায় অনুভূতি প্রকাশের মাসের পটভূমি ফেব্রুয়ারী
.
সত্যি অনুভূতি প্রকাশ যদি ভালো করতে পারতাম তাহলে তুমি বুঝতে কতটা ভালবাসি !
.
যেখানে হাজার চেষ্টা করে তোমাকে বুকের অনুভূতি বোঝাতে পারিনি সেখানে কিভাবে পাঠককে বুঝাবো !
.
তবুও চেষ্টা করতে দোষ কি ! ক্রমান্বয়ে জাল নিক্ষেপ করে যদি কিছু পাঠক তৈরী করা যায় তাহলে দিন শেষে সেটাই প্রাপ্তি !

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

ফেরদৌসা রুহী বলেছেন: আমি যেহেতু লিখতে পারিনা তাই আমার এত চিন্তাও নাই এসব নিয়ে। তবে যারা বই বের করছে তাদের শুভেচ্ছা। এত এত বইয়ের মধ্য থেকে পাঠক তার আসল বই খুঁজে নিবে।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১২

সুমন কর বলেছেন: শখের লেখক ! পাঠক নিজর বউ, বাচ্চা কিছু বন্ধু আর গুঁটিকয়েক আত্মীয় স্বজন ! -- হুম !

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



আপনাকে ভয়ংকর হতাশ দেখাচ্ছে, চা খেয়ে পোস্ট আবার লেখেন।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

Samsul Shorif বলেছেন: শুধুমাত্র কম্পানির ব্যাপক প্রচারের জন্য...!!!

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

মার্কোর্পলো বলেছেন: কারও মন্তব্যের জবাব তো দেও না। তুমি নিজে কি? আবাল না অসভ্য না হরিদাস পাল?

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হা হা হা হাসতে মনে চায় কি করে হাসি এখন দেখি গলায় ফাসি!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.