নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নতুন মোবাইল কিনার পর আপনার অনুভূতি কি ?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৩

নোকিয়া ছেড়ে সামসাং এর সাথে দীর্ঘ সংসারের পর ওপ্পো'র প্রেমে পড়লাম ! OPPO F1S কিনেই ফেললাম ! দুই বিয়ের পর তৃতীয় বিয়ে করতে বেশ খারাপ লাগছিলো !
.
এতোদিন সামসাংয়ের সুনাম করে কতো চাপা মেরেছি ! সামসাং কোম্পানী যদি জানতো তাহলে আমাকে তাদের ব্রান্ড এম্বাসেডর করলেও আশ্চার্য হতাম না !
.
মোবাইল সেটা বানায় সামসাং বাকীরা কুতকুত খেলার জন্য খেলনা তৈরী করে এমন চাপা হয়তো আর দেওয়া হবে না !
.
কি অদ্ভুত আমি ! মাত্র কিছুদিন আগে একজন ওপ্পো কিনেছে বলে তাকে বলেছিলাম এখনো সুযোগ আছে কিছু টাকা কমে ওপ্পো বিক্রী করে সামসাংয়ে আসো ! ওপ্পো কোন সেট নাকি !
.
আজ তার সাথে দেখা ! সে বললো, শরীফ ভাই নতুন মোবাইল কিনছেন নাকি ! দেখতে তো ওপ্পোর মতো লাগে ! তারে কইলাম সামসাংয়ে নিরাপত্তার খাতিরে ওপ্পোর ব্রান্ড লাগাইলাম ! যে হারে মোবাইল চুরি হচ্ছে তাতে ওপ্পো সীল চক্কর দেখে চোরাইয়া হয়তো সেট না নিয়ে চলে যাবে !
.
কোন রকমে বেঁচে আসলাম ! নোকিয়ার যখন জয়জয়কার তখন একজন ইয়া বড় মোবাইল সেট একটা এনে বলেছিলো ইহা মোবাইল সেটা ! সামসাং ব্রান্ড ! কস কি মুমিন ! ইহা কিনার আগে বেল্ট কিনা তো আবশ্যক ! না হয় আমার লুজ প্যান্টগুলো ইহার ভারে খুলিয়া পড়িয়া যাইবে !
.
সময় পেরিয়ে গেলে আমিও বদলালাম ! নিজেই সামসাং ব্যবহার শুরু করলাম ! একদিন সে লোকটি জিজ্ঞেস করলো ভাই আপনি কুঁজো হয়ে হাঁটেন কেনো ? বললাম তোর দেখানো সামসাং সেটের ভারে !
.
সামসাং সেট আর নতুন প্রেমিকার সাথে মিল থাকে ! দুইজন কখন যে হ্যাং করে আবার হ্যাং আউট করে বলা যায় না !
.
এতো কথা বলার মূল উদ্দেশ্য কি জানেন ? শরীফ ভাই নতুন মোবাইল কিনেছে জাতিকে জানাতে হবে তো ! :p

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮

ওমেরা বলেছেন: তাই নাকি !! জাতি শুনে আনন্দে গদ গদ ।।

০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৫৯

আবদুর রব শরীফ বলেছেন: জাতি ট্রিটের প্রতীক্ষায় !

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৪

সুমন কর বলেছেন: হাহহাহাহা...........শরীফ ভাই নতুন মোবাইল কিনেছে জাতিকে জানাতে হবে তো ! এটাই মূল কথা।

০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৫৯

আবদুর রব শরীফ বলেছেন: হেহে সেটাই

৩| ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১২:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার কাছে যখন 'রবি' সিম ছিল তখন আমার এক কর্পোরেট বড় ভাই বললো, রবি সিম সব গ্রাম আর বস্তিতে চলে! জিপি হলো ক্লাস। কিছুদিন পর কলরেট, টকটাইম আর নেট বান্ডেলের জন্য উনি রবি সিম ব্যবহার করা শুরু করেন।
একই বড় ভাই সিম্ফোনি, ওপ্পো দেখে নাক সিটকাইতো। বলতো, ম্যানেজার মানুষ স্যামসাং, নোকিয়া(লুমিয়া) ছাড়া মানায় না। কিছুদিন আগে উনি জিজ্ঞেস করলেন, মাইক্রোম্যাক্স তো দেখি দাম কমই আছে!...

০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:০০

আবদুর রব শরীফ বলেছেন: জোস বলেছেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.