নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কেক খাওয়া শেষ বাংলাদেশ নিরুদ্দেশ !

০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩০

জীবন থেকে সব মেয়ে যাওয়ার আগে এসএসসি এইচএসসি'র মতো একটি ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে যায়, তোমার সাথে কোন মেয়ে থাকা অসম্ভব !
.
জীবন থেকে কোন ছেলে যাওয়ার আগে তা ও একটি প্রশংসা পত্র দিয়ে যায়, তোমার মতো ক্যারেক্টালেস মেয়ে দুনিয়াতে আরেকটিও নেই !
.
এমনি হয় ! সত্যি এমনি হয় ব্যাপারগুলো
.
তারপর জীবনে আরেকটি মেয়ে এসে অসম্ভবকে সম্ভব করে ! অতপর আরেকটি ছেলে এসে বুকে তুলে নেয় ! শুরু হয় নতুন গল্প ! হারিয়ে যায় গল্পের ভিতরের গল্প !
.
কোন এক সন্ধ্যা বেলায় দুই জনের হাতে দুই কাপ চা দুদিকে তাকিয়ে আনমনা হয়ে হারিয়ে যায় ! এক কাপ চা দুইজন ভাগ করে খাওয়ার গল্পরা ফিরে আসে... কেমন আছে সে ? কোথায় আছে সে ? মনে কি পড়ে না ? তোমারও কি এমন হয় ? আমার মতো ?
.
শাহরুখ খানের যে সাক্ষাৎকারটি সম্প্রতি ভাইরাল হয়েছিলো,
.
শাহরুখ খান কে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল
" এই যে আপনার এত টাকা,কোটি কোটি ফ্যান ,সুন্দর একটা পরিবার এর মাঝে কি আপনার কখনো নিজেকে একা মনে হয়"
.
শাহরুখ উত্তর দিয়েছিল
" গভীর রাতে মাঝেমাঝে নিজেকে অনেক একা মনে হয়। বউ বাচ্চারা তখন ঘুমিয়ে যায়। আমি বারান্দায় বসে থাকি। কখনো কখনো টয়লেটের দরজা আটকে কান্না করি। বাচ্চাদের দেখাই না।
হ্যা আমার কখনো কখনো নিজেকে একা মনে হয়"
.
মূল কথায় আসি,
.
একটি একটি করে বছর চলে যায় ! একা একা লাগাটি দূর হয়না থেকে যায় ! জন্মেছিলাম একা একা চলে যাবো একা একা তারপর কেউ খবর নিবে না ! জানি তেমন কেউ জানবে না একটি ছেলে জন্মেছিলো তারও একা একা লাগতো
.
বার'ই মার্চ রবিবার আমার জন্মদিন বিগত জন্মদিনগুলো থেকে দেখে এসেছি দুই চারজন বন্ধু আর এক দুইজন আত্মীয়স্বজন ছাড়া এই পৃথিবীতে আমার জন্মদিনে কারো কিছু আসে যায় না !
.
বড্ড একা একা লাগে তখন
.
প্রতিদিন ফেসবুকে কারো না কারো জন্মদিন থাকে আমার নিজেরও একান্ত চোখে না পড়লে উইশও করা হয় না !
.
ঠিক মার্চ মাসের পরের শুক্রবার ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ! এতো এতো মানুষ কেক কাটবে যে তাদের অনেকেই তাদের নিজেরাও জন্মদিনে কেক কাটে না !
.
আমি নিজের জন্মদিনে কেক না কাটলেও বঙ্গবন্ধুর জন্মদিনে একটি কেক কেটে ফেসবুকে আপলোড করবো তাতে লাভ হবে লস হবে না ! পথে পুলিশ ধরলে বলবো, আমি কে চিনেন ? কেক কেটে জন্মদিন উদ্ভোধন করছি ভালো করে জুম করে দেখেন ! পাশে মন্ত্রী ছিলো ফটো এডিটর দিয়ে কেটে ফেলেছি কেনো তার কারণ জিজ্ঞেস করবেন না দয়া করে, পুরো কেক মন্ত্রী দেশের মতো একাই খেয়ে ফেলছে সেই ক্ষোভে....!
.
আচ্ছা কেকটি বাংলাদেশের মানচিত্রের মতো হলে কেমন হবে ? যে যার মতো খুবলে খুবলে খাবে ! কেক খাওয়া শেষ বাংলাদেশ নিরুদ্দেশ !
.
প্রিয় প্রকৃত দেশ প্রেমিক ছাড়া তোমার ও কি আমার মতো একা একা লাগে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.