নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পণ্য থেকে পর্ণ

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪৩

পুরুষ দিবস যখন নেই তখন নারী দিবসের প্রয়োজনীয়তা অনুভব হলো কেনো এই প্রশ্ন থেকে বুঝা যায় নারীরা পিছিয়ে আছে তাদেরকে টেনে সামনে আনতে হবে !
.
সারা দিবস ব্যাপী তোমাকে বুঝানো হবে তুমিও পারবে ! তুমিও পারো ! মিটিং মিছিল সভা সেম্পোজিয়ামের মাধ্যমে প্রমাণিত হবে নারী তুমি হেরে আছো জিততে হবে !
.
বহুজাতিক কোম্পানিগুলো কেউ তোমাকে বলবে তুমি মুখে ক্রিম মেখে ফর্সা হলে তোমার সামনে কোন বাধা থাকবে না ! কেউ বলবে তুমি ত্যানা ছাড়ো টিস্যু ধরো তাহলে তুমি এগিয়ে যাবে ! কেউ বলবে চুলে শ্যাম্পু না দেওয়ার করণে তুমি অধিকার বঞ্চিত শোষিত নিষ্পেষিত !
.
কেউ বলবে তুমি ওড়না ছাড়ো ! প্যান্টি পড়ো ! পাঁচা দুলাও ! জোরসে চলো !
.
তোমাকে বলবে তুমি ধর্ষণ প্রতিরোধের জন্য নতুন আবিষ্কৃত কনডম লাগিয়ে বের হও ! ব্লেড রাখো ! বাঁচতে হলে জানতে শিখো ! কিন্তু বলবে না, প্রতিরোধ পূর্বসতর্কতা সর্বোত্তম পন্থা!
.
তোমাকে বলবে তুমি ন্যাড়া হয়ে বেল তলায় হেলমেট পড়ে বসে থাকো কিন্তু তোমাকে বলবে না তুমি চাইলে বেল তলা ছেড়ে বাঁশ তলায় ও বসতে পারো সেটা বরং বেশী নিরাপদ !
.
ধর্ষণে শীর্ষ দশটি দেশের মধ্যে রয়েছে আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, সুইডেন, ভারত, জার্মানি, ফ্রান্স, কানাডাসহ অন্যান্য দেশসমূহ যেখানে একটিও মুসলিম দেশ নেই সত্যি নেই তবুও আজ তোমাকে শুনতে হবে ওয়েস্টার্ন কালচার ই মুক্তি !
.
'লাক্স ফটো সুন্দরী' প্রতিযোগিতাটি তো এমনও হতে পারতো 'লাক্স আদর্শ নারী' প্রতিযোগিতা ২০১৭ ! তাদের পণ্য মানসিকতার বিরুদ্ধে নারীবাদীরা কেনো অধিকার চর্চার ক্ষেত্র মনে করে না !
.
মডেল সুপার মডেল হতে গিয়ে ধর্ষণের শিকার নারীদের নিয়ে কেনো কোন সভা সিম্পোজিয়ামের আয়োজন করা হয় না !
.
লস এঞ্জেলসে মিস আমেরিকা, মিস ইউএসএ প্যাগনেন্ট, ড্রিম গার্ল ইউএসএ, মিস টিন ফ্যাশন নামক প্রতিযোগিতার পর কেনো মডেলরা আত্মহত্যা করে তার অধিকার নিয়ে কেনো কেউ কথা বলে না !
.
কেনো ডলি আনোয়ার, মীতা নূর, সুমাইয়া আজগর রাহা, নায়লা, সাবরিন, মিথিলাসহ মডেল কন্যারা আত্মহত্যা করছে বার বার কিন্তু তাদের নিয়ে কথা বলছে না কেউ ! বলবে না কেউ !
.
কারণ নারীকে পণ্যরূপ বানানোকে তারা নারী স্বাধীনতা বলে......! পণ্যের প্যাকেট খোলা সেখানে ফ্যাশন !

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০০

মোহাম্মাদ শাওন বলেছেন: ভাই এই অবস্থার পরিবর্তন আমাদেরকেই করতে হবে। সেজন্যই নিজের ঘর থেকেই শুরু করতে হবে। আপাতত আমার মা-বোন-মেয়ে যেন পন্যে পরিণত না হয়,এই খেয়াল প্রথমে রাখতে হবে। ধন্যবাদ

০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৬

আবদুর রব শরীফ বলেছেন: সুন্দর কমেন্টটির জন্য কৃতজ্ঞতা !

২| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১২

ধ্রুবক আলো বলেছেন: সচেতনতা ঘরে ঘরে তৈরি করতে হবে। নারীকে বুঝতে যে সে কোনো পঁয় নয়, বা তার শরীর বিজ্ঞাপনে দেখানোর জন্য নয়।

০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৭

আবদুর রব শরীফ বলেছেন: খুব সুন্দর বলেছেন ! মানসিকতার পরিবর্তন আনতে হবে ৷

৩| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৩

চোরাবালি- বলেছেন: এই নারী জাতি হল এমন এক আল্লাহর অশেষ নেয়ামত যাদের আপনি পুরা দুনিয়া দিয়ে বোঝালেও বুঝবে না যত সময় না সে ঠকছে। আজকে নারী অধিকার মানে হচ্ছে নারী দেহ প্রদর্শণী আর ভোগ আর তাদের দিয়ে কিভাবে কামলা খাটিয়ে আয়েসে তাকা যাবে।

০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৭

আবদুর রব শরীফ বলেছেন: একদম তা ই ! মা মা এবং মা !

৪| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৩

ঢ্যাঙা মোস্তাফা বলেছেন: প্রভার ভিডিও সবগুলা দেখছেন? কোনটা বেশি ভাল লাগছে?

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

আবদুর রব শরীফ বলেছেন: আপনার কোনটা বেশী লেগেছে ?

৫| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩২

ঢ্যাঙা মোস্তাফা বলেছেন: আমি আগে জিগাইচি।

০৯ ই মার্চ, ২০১৭ রাত ৮:১২

আবদুর রব শরীফ বলেছেন: কি জিগাইছেন ?

৬| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কেনো ডলি আনোয়ার, মীতা নূর, সুমাইয়া আজগর রাহা, নায়লা, সাবরিন, মিথিলাসহ মডেল কন্যারা আত্মহত্যা করছে বার বার কিন্তু তাদের নিয়ে কথা বলছে না কেউ ! বলবে না কেউ !
+
কেউ খোঁজ নিবে না এত বেশী নারী মডেল/অভিনেত্রীদের ঘর ভাঙার মূল কারণটা কোথায়?

০৯ ই মার্চ, ২০১৭ রাত ৮:১২

আবদুর রব শরীফ বলেছেন: অজানা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.