নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম
গত তিন যুগ ধরে বাংলাদেশের প্রধান দল এবং বিরোধি দল মিলে আন্দোলনের নামে যে পরিমাণ গাড়ি ভেঙ্গেছে শুনেছি সেই পরিমান গাড়ি জাপান এক বছরেও বানাতে পারে না !
.
কিন্তু সামান্য ভালবাসার অপরাধে যে পরিমাণ হৃদয় এক বছরে ভাঙ্গা হয় তার খবর কে বা রাখে ?
.
আমার কলিগ কেডিএস এক্সেসোরিজের এসিস্ট্যান্ট ম্যানেজার নাদিম মোরশেদ খান ভাই প্রায় সময় একটি গল্প বলেন ৷ জৈনক ব্যাংকের ক্রেডিট কার্ডের আবেদনে দেখা যেতো ভুল ইনফরমেশনের কারণে অনেক ক্রেডিট কার্ডের আবেদন নাকচ হয়ে যায় ! লিখেছে সেলারি সত্তর হাজার কিন্তু ভেরিফাইড করে দেখা গেলো চল্লিশ হাজার !
.
এক চৌকশ ব্যাংক কর্মকর্তা সে প্রতিদিন রিজেক্টেড ফরমগুলো সংগ্রহ করে গ্রাহককে ফোন দিয়ে বলতো আপনার ভুল ইনফরমেশনের কারণে আপনার আবেদন ফরমটি রিজেক্ট করা হয়েছে ! কিন্তু আমি যদি ক্রেডিট লিমিট কমিয়ে আপনাকে আরেকটি ক্রেডিট কার্ড অফার করি আপনি নিবেন ?
.
এভাবে প্রায় আশি শতাংশ রিজেক্টেড আবেদন পত্রের গ্রাহককে ব্যাংকে ফিরিয়ে এনেছিলো এবং সে এখন ঐ ব্যাংকের নীতি নির্ধারকদের একজন...!
.
কেমন হবে ভাঙ্গা হৃদয়ের রিজেক্টেড ভালবাসাগুলো এভাবে খুঁজে বের করে তাদের হৃদয়ে আরেকটি কম লিমিটের ভালবাসার মানুষকে ধরিয়ে দেওয়ার অফার দিলে ?
১০ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৮
আবদুর রব শরীফ বলেছেন: পারবো না
২| ১০ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৫
আখেনাটেন বলেছেন: গান শোনে নি ''ঝরে যাওয়া ফুল দিয়ে যেন মালা কেউ গাঁথে না, ভেঙ্গে গেলে মন সে মন দিয়ে ভালোবাসা হয় না''...
১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:০২
আবদুর রব শরীফ বলেছেন: একদম
৩| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখন তো বেশীর ভাগই হয় কম লিমিটের ভালোবাসা। টাইম পাস। পার্ট টাইম। আর এখন তো ব্রেক আপ হলেও বন্ধু হিসেবে থাকে!...
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
নাদিম আহসান তুহিন বলেছেন: পারবেন দিতে মনের ব্যাংকের এরকম একজনকে খুঁজে দিতে?