নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মর্জিনা

২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৯

সিলেটে জঙ্গি আস্তানায় নব্য জঙ্গি মর্জিনাকে কেন্দ্র করে ফেসবুক, টিভি মিডিয়া, ব্লগ, রাস্তা, রেস্তোরা উত্তাল !
.
আমাকে দুই একজন বললো শরীফ ভাই মর্জিনা'র ব্যাপারটা নিয়ে কিছু লিখবেন না ! আমি জানি না প্রকৃত ঘটনা কি !
.
তবে আমাদের সন্দ্বীপের একটা মেয়ের নাম ছিলো মর্জিনা আমরা তাকে 'তুতু তু তুতু তারা, মর্জিনার বাপ খাইছে ধরা ' বলে বলে চেতাইতাম !
.
১৯৯২ সালের 'বল রাধা বল' জনপ্রিয় ছায়াছবির একটি গানের মিমিক বেশ তুঙ্গে ছিলো পরবর্তী যুবক সমাজে, 'তুতু তু তুতু তারা, মর্জিনার মা খাইছে মারা ৷'
.
আসলে এটি মূলতো হিন্দী ফিল্মের গান যেই গানটি মূলতো গেয়েছিলো কুমার শানু এবং পূর্ণিমা আর গানটির সাথে ঠোট মিলিয়েছিলো রিশি কাপুর আর জুহি চাওলা আর গানটি ছিলো, 'তুতু তু তুতু তারা ,টোডো না দিল হামারা ! তুতু তু তুতু তারা, ফাঁস গিয়া দিল বেচারা !'
.
সম্প্রতি হানিফ সংকেত ইত্যাদিতে গানটির মিমিক করেছিলো যেখানে দেখানো হয়েছিলো মর্জিনার বাপ জেল থেকে ছাড়া পাওয়ার পর দেখে ঢাকা শহর পাল্টে গিয়েছে আর গানটি ছিলো, 'তুতু তু তুতু তারা, মর্জিনার বাপ পাইছে ছাড়া !'
.
টিভির স্ক্রলগুলো দূর থেকে আমি একটু ঝাপসা দেখি হঠাৎ সেখানে ভেসে উঠলো মর্জিনা নামে এক জঙ্গি বলছে, সোয়ামি পাঠান ! তাড়াতাড়ি লাফাই উঠলাম ইন্টারেস্টিং কেস মনে করে পরে দেখি লেখা, সোয়াত পাঠান !
.
সত্যি বলতে কি খুব খারাপ লাগে ঘটনাগুলো ! চৌকির তলে চেক করে দেখি জঙ্গি টঙ্গি আছে কি না ! বলা তো যায় না কখন কোথায় আমরা জিম্মী হয়ে যায় তাদের কাছে !
.
ইসলাম অর্থ শান্তি এবং ইসলাম শান্তির ধর্ম তবে কেনো আজ এতো অশান্তি হানাহানি নিজেদের মধ্যে ! কারা ইন্দন দিচ্ছে এদের পিছনে ! কি স্বার্থ তাদের !
.
পুলিশের সাথে আমরাও উদাত্ত আহবান জানচ্ছি, বের হয়ে আসুন মর্জিনা ! সোয়াত না সোয়ামির সাথে সহজ সরল পথে নিজের ভুল বুঝতে পেরে সুন্দরভাবে শান্তিতে জীবন যাপন করুন !

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১২:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত

২| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হঠাৎ করে এসব বেড়ে যাচ্ছে কেন? তারা কি এতই বেকুব নাকি? দুই দিন পর পর এক একটা বাড়িতে এসব হবে? সরকার কি অন্য দিকে দৃষ্টি ফেরাতে চায়?

৩| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ২:২৩

কলাবাগান১ বলেছেন: @বিচার মানি তালগাছ আমার
আপনাদের মত সন্দেহবাতিক লোকদের জন্য ই এত জংগিএর বিস্তার ঘটছে। সরকার ধরলেও দোষ না ধরলেও দোষ। গিরি গোহা নামে একজন আছে..।এখন এসে বলবেন এগুলি সব 'র' এর কাজ...উনার কথা মতে স্বপ্না দাস কে 'র' মর্জিনা বানিয়ে সিলেটি ভাষা শিখিয়ে এই বাড়ীতে ঢুকিয়েছে। যখন মর্জিনার মা-বাপের স্বন্ধান পাওয়া যাচ্ছে..তারপর ই এর মধ্যে সন্দেহ দেখে যারা জংগী বান্ধব তারাই

৪| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ৩:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: @ কলাবাগান - যখন পরপর কয়েকটা ঘটনা হয়, তখন তো চোর, সন্ত্রাসী, জঙ্গিরা সতর্ক হয়ে যাওয়ারই কথা! জঙ্গি দমন করছে তার জন্য সাধুবাদ দেই। কিন্তু আপনিই জানেন, এর মধ্যে ২/১ জনের ব্যপারে বলা হচ্ছে তারা আগেই গ্রেফতার হয়েছিল। পরে জঙ্গি হিসেবে মারা গিয়েছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.