নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কাউয়া

২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শোভাকলোণীতে একবার এক কাকের বাচ্চা ধরে বেঁধে রেখেছিলাম তারপর থেকে কাকের দল দুইদিন আমার পিছু ছাড়েনি যতক্ষণ না পর্যন্ত আমি তাদের বাচ্চাটিকে না ছেড়ে দিয়েছি,
.
তবুও কাউয়া খারাপ তারা ময়লা খেয়ে রাস্তা পরিষ্কার করে এবং মাথার উপর বোমা মেরে রোদ বৃষ্টিতে ছাতি ব্যবহার করতে অনুপ্রাণিত করে যায় বলে !
.
যখন এপ্রিল থেকে আগষ্ট মাসে কাক ডিমে তা দেয় সেই সময় পুরুষ কোকিল এসে কাককে বিরক্ত করতে থাকে আর কাক যখনি রেগে মেগে কোকিল তাড়া করে তখনি নারী কোকিল এসে চলনা করে কাকের বাসায় ডিম পাড়ে সুতরাং কাজ শেষ তারপর পুরুষ কোকিল গান গাই আর নারী কোকিল গান শুনতে থাকে কারণ নারী কোকিল গান গাইতে পারেনা
.
হায়রে কি সেলুকাস রোমান্টিকতা যেমন করে বাথরুমে সন্তান প্রসব করে ফেলে রেখে চলে যায় আধুনিক প্রেমিকা যার সদ্য জন্মলাভ করা নবজাতকের রক্তাক্ত ছবি ভাইরাল হয়ে পড়ে থাকে ফেসবুকে !
.
সমস্যা হলো কোকিল এতো নিষ্টুর যে কাকের ডিমগুলো পা দিয়ে ঠেলে ফেলে দেয় !
.
কোকিল এতো অলস যে নিজের বাসাটিও নিজে তৈরী করে না !
.
কোকিল এতো হৃদয়হীন যে নিজের বাচ্চাদের খবর পর্যন্ত রাখে না !
.
দিন শেষে কোকিল কোকিল ই থাকে আর কাক হয়ে যায় 'কাউয়া !'
.
মার্চের বাইশ তারিখ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল বলেছেন দলে 'কাউয়া' ঢুকেছে !
.
মাননীয় মন্ত্রী আসলে ছোট মুখে যদি বড় কথা বলতে হয় তাইলে বলবো দলে মূলতো কোকিল ঢুকেছে ! সুরেলা সুরে গান গেয়ে যাচ্ছে ! কোকিল অতিথি পাখি বসন্ত শেষে উড়ে যাবে কিন্তু কাউয়া ঠিকি রয়ে যাবে !

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৩

কাউয়ার জাত বলেছেন: বুঝলামনা ব্লগে সবাই কেন আমাকে নিয়ে টানা-হেচ‌ড়া করছে৷ আমি কি কারো ক্ষেতের ধান লুকিয়ে খেয়েছি?

২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৭

আবদুর রব শরীফ বলেছেন: হাহা মজা পেলুম টানাটানি দেখে !

২| ২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:০৯

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: হাহাহাহা... কাউয়ার জাত আপ্নি দলে ঢুকে পরেছেন বলেই এত টানা হ্যাচড়া =p~

২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৮

আবদুর রব শরীফ বলেছেন: হাহা কাউয়া আসলে ভালো পাখি !

৩| ২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪

হাফিজ রাহমান বলেছেন: বেশ মজাদার পোষ্ট। কাউয়া নিয়ে আমারও আছে অনেক স্মৃতি..। চলে যাই দুরন্ত কৈশোরে...।

২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৫

আবদুর রব শরীফ বলেছেন: অনলি কাউয়া ইজ রিয়েল !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.