নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জীবন ভুল দিয়ে শুরু গুরু

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৫

প্রথম যখন ফেসবুক ব্যবহার করতাম তখন বাংলিশে সকালে উঠে suvo sokal স্ট্যাটাস দিতাম তো আমার বন্ধু বললো তুই এতো ভুল বাল স্ট্যাটাস দেস কেনো ! এটা হবে shuvo sokal !
.
তো বিকেলে দিলাম shuvo bikal ! সে আবারো ইনবক্সে নক দিয়ে বললো তোকে না বলছি স্ট্যাটাস না দিতে? আমি বললাম Shuvo লিখেছি তো এবার সে বললো এটা হবে shuvo bikel !
.
তো রাতে স্ট্যাটাস দিলাম Shuvo howk rathri সে আবারো নক দিয়ে বললো আবারো ভুল লিখছিস ! বললাম shuvo এবং rathri তো তোর কথা মতোই লিখলান আবার কি হলো সে বললো Shuvo hok rathri হবে !
.
তখন স্ট্যাটাস বলতে রোজ ঔষুধের মতো তিনবেলা পাবলিককে Good morning, good afternoon, good night খাওয়ানো ছিলো !
.
তবুও আমরা বাংলিশ লিখে আনন্দ পেতাম !
.
পাঁচ ছয় বছর আগে আমার বন্ধুটি ভুল হবে ভেবে স্ট্যাটাস দিতো না কখনো সে এখনো দেয় না যদি ভুল হয়ে যায় লোকে কি বলবে ! মান সম্মানতো ধূলোই মিশে যাবে !
.
সেদিন পুরনো স্ট্যাটাস পড়তে গিয়ে দেখি লিখেছিলান Ami bal aci bndura? Tomra kemon aco ? 7 like আমি বাল ছিলাম না ভাল ছিলাম সেটা চিন্তার টাইম নাইকা এখন ডিলিট করতে পারলে লজ্জা থেকে বাঁচি !
.
হঠাৎ যখন বাংলা আসলো সবার আগে একটা মেয়েকে ইনবক্স করলাম, আমি তমাকে ভালবাসি ? 'তমা কে ?' বলে মেয়েটি সেই যে ব্লক করলো আজো আনব্লক করেনি !
.
সন্দ্বীপের এক মেয়ে ইনবক্স করে জিজ্ঞেস করেছিলো একবার, hi vayaa kaman ace n ? কামান যে ছিলো আমারও তা সেদিন বুঝতে পারিনি ! শুধু কামান না দুটি বুলেটও ছিলো !
.
সে চলে যাওয়ার পর স্ট্যাটাস দিয়েছিলাম Ai pira ai কিন্তু সে কেনো ফিরেনি আজ বুঝেছি কারণ সে পড়েছে 'আই প্যারা আই !'
.
এসব প্যাচালের মূল কথা,
.
জীবনে ভুল বাল দিয়ে শুরু করতে হয় ! শুরু করাটা ই মূল কথা !
.
আই এম জিপিএ ফাইভ বলা ছেলেটি দেখবেন একদিন আপনাকে ইংলিশ স্পিকিং শিখাচ্ছে !
.
কেডিএস এক্সেসোরিজে বিজনেস সেক্টরে থাকায় জীবনে কিছু সফল ব্যবসায়ী সম্বন্ধে জানার সুযোগ হয়েছে !
.
এক প্রতিষ্ঠিত গার্মেন্টেসের চেয়ারম্যান একবার একটি কথা বলেছিলেন,
'ব্যবসা শুরু করতে হলে ফুটপাত থেকে শুরু করতে হয়ে তারপর অল্প অল্প করে সাবধানে এগিয়ে যেতে হয় ! তোমার একটি কর্পোরেট অফিস থাকবে দুইজন পার্সনাল সেক্রেটারি থাকবে তার সাথে আলিশান চেয়ার ! এয়ারকন্ডিশনড রুম ! যদি এমন ভেবে থাকো কখনো ব্যবসা শিখতে পারবে না ! একদিন টুপ করে ডুবে যাবে !'
.
Apnara baal acen ? ইয়ে মানে বলতে চেয়েছি আপনারা ভালো আছেন ?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হা হা হা ..............। চমৎকার লেখা।






ভালো থকুন নিরন্তর। ধন্যবাদ।

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪২

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা

২| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১১

মহিউদ্দিন হায়দার বলেছেন: ভূল দিয়ে শুরু করলেও শুদ্ধ হওয়ার মানসিকতা জরুরী । ধন্যবাদ।

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪২

আবদুর রব শরীফ বলেছেন: চমৎকার কমেন্ট

৩| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৭

সঞ্জয় নিপু বলেছেন: maja pailam ( মজা পাইলাম )

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৩

আবদুর রব শরীফ বলেছেন: ধন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.