নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

প্রকৃত ভালবাসা

৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫১



আমি একটি ছবি দিয়েছি আশা করবো এই ছবির কমেন্ট অপশনে আপনারা অনুভূতি ব্যাখ্যা করবেন ৷
.
সিইপিজেডর মোড়ে একটি বিসমিল্লাহ খাবার হোটেল আছে সে হোটেলে একটি ভিক্ষুক দম্পতি প্রথম ভাত খেতে এসেছে কিন্তু বুঝতেছে না কি করবে !
.
হাত কোথায় ধৌত করবে তা বসে বসে চিন্তা করছে আমি বললাম পাশের বেসিনে হাত ধৌত করতে হয় ! তারা উঠে হাত ধৌত করতে গেলো ! বুড়ি বুড়ার হাত ধরে সুন্দর করে পরিষ্কার করে দিলো !
.
মনে মনে ভাবলাম বুড়া অন্ধ নাকি ! পরে আবিষ্কার করলাম বুড়ো অন্ধ না এটা ভালবাসা ! হাত পরিষ্কার করে এসে তারা খেতে বসলো !
.
দুইজনে মুরগীর অর্ডার দিলো একজন মরিচ আগিয়ে দিলো আরেকজন দাঁড়িয়ে দুটি গ্লাসে পানি ঢাললো ৷
.
বুড়া বুড়ির প্লেটে মুরগীর মাংস তুলে দিলো আর বুড়ি সেখান থেকে একটু ছিঁড়ে বুড়োকে খাওয়ায় দিলো ৷ আশেপাশের মানুষ তাকিয়ে আছে কে কি ভাবছে সেটা দেখার টাইম নেই তাদের
.
দেদারচ্ছে খাচ্ছে ৷ ফুল প্লেটের পর হাফ প্লেট ভাত বুড়ি অর্ধেক করে বুড়োর প্লেটে দিলো ৷
.
খাওয়া দাওয়া শেষে টিস্যু দেয় তারা তা জানে না সুতরাং বুড়ি কাপড়ের আঁচল বুড়োর দিকে এগিয়ে দিলো তাই হয়তো নির্মলেন্দু গুণ বলেছিলেন 'শুধু তোমাকে একবার ছোঁব, তারপর হব ইতিহাস' যদিও বুড়ো আঁচলে হাত ছোঁয়ার আগে হোটেল বয় টিস্যু এগিয়ে দিলো!
.
কি চমৎকার দৃশ্য ! খাওয়ার মাঝখানে আমি উঠে তাদের একটি ছবি নিলাম ! তরপর খাওয়া শেষে তারা একজন আরেকজনের দিকে মুচকি হাসি দিলো! তাই হয়তো হুমায়ুন আহমেদ বলেছিলেন,'ছেলেদের জন্য পৃথিবীতে সব চাইতে মূল্যবান হল মেয়েদের হাসি!'
.
মনে মনে ভাবলাম আজ তাদের বিবাহ বার্ষিকী নাকি কে জানে! একটি সম্পর্ক এই বুড়ো বয়সে এতো সুইট হয় কেমনে!
.
জীবনে একটা কিছু শিখলাম ভালবাসার জন্য অঢেল সম্পত্তি লাগে না শুধু দুটি মনের শেয়ারিং কেয়ারিং ই যথেষ্ট !
.
রবীন্দ্রনাথ ঠাকুরের 'ভগ্নহৃদয়' গ্রন্থে একটা গান আছে,
"তোমরা যে বলো দিবস-রজনী , 
'ভালোবাসা' 'ভালোবাসা'---
সখী, ভালোবাসা কারে কয় !"
.
সেখানে আরো একটি লাইন আছে ভালবাসা কি কেবলি যাতনাময় ?
.
অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালাই এই উক্তিটি যে করেছিলো তাকে এখন ধরে চুবানি দিতে ইচ্ছে করছে সত্যি!
.
হূমায়ুন আহমেদ একবার বলেছিলেন, 'ভালবাসাবাসির জন্যে অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট ৷'
.
এমন একটি মুহূর্ত হয়তো তিনিও জীবদ্দশায় দেখেছিলেন ৷
.
তেমনি করে আমিও দেখেছি! মুহূর্তটি লেখাটির মাধ্যমে চিরস্মরণীয় হয়ে থাক ! ভালবাসা জিন্দাবাদ ও সরি জয় ভালবাসা!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৮

হাফিজ বিন শামসী বলেছেন:

এটাই সত্য যে,ভালবাসার জন্য অঢেল সম্পদের প্রয়োজন হয় না।

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:০০

আবদুর রব শরীফ বলেছেন: একদম মন ই মূল কথা

২| ৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



এই মানুষগুলোর জীবনকে ভয়ংকর কস্টকর করেছে জিয়া, এরশাদ,খালেদা ও হাসিনা

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:০০

আবদুর রব শরীফ বলেছেন: কমেন্ট পড়ে ভাবতেই আছি

৩| ৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

দৃষ্টিসীমানা বলেছেন: আপনার এই অনুভুতি অনেক ভাল লাগল , আমরা যখন অন্যের কষ্টে কষ্ট পাব তখনই আমাদের এই পৃথিবী সুন্দর হবে , শান্তির হবে । ভাল থাকুন ।

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:০০

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম

৪| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৯

সুমন কর বলেছেন: আপনার অনুভূতির প্রকাশ ভালো লেগেছে।

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:০১

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

৫| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১১:১৮

ভবঘুরের ঠিকানা বলেছেন: ভালো লিখেছেন।

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:০১

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.