নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কালো গোলাপ

৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

শিল্পী প্রীতম আহমেদের একটি জনপ্রিয় উক্তি আছে, 'মার্কা যদি হয় তোর লাল টুকটুকে ঠোঁট একা আমি দিতে রাজি - ১৬ কোটি ভোট!'
.
যদি ঠোঁটটি লাল না হয়ে কালো হয় তবে ১৬ কোটি ভোট কি বিরোধি দল পাবে!
.
অথবা,
.
রবিন্দ্রনাথের প্রথম চুম্বন কবিতার মতো অনুভূতি আসবে, 'স্তব্ধ হল দশ দিক নত করি আঁখি—বন্ধ করি দিল গান যত ছিল পাখি।'
.
২০০৬ সালে এক ফেসবুক ফ্রেন্ড আমাকে কিটক্যাট, ডেইরী মিল্ক সিল্ক, র‍্যাফেলোর একটা বক্স পাঠিয়ে বলেছিলো আমি চকলেটের মতো! আমার সাথে কোন ছেলে মিশলে তার শরীলেও কালো লাগবে!
.
এতোটুকু একটা র‍্যাফেলো চকলেটের দাম ৯৩ টাকা করে তা ভেবে আমি দিশেহারা! চকলেট কালো হলেও দামী জিনিস! সুস্বাদুও!
.
তখন সস্তা চকলেট বলতে এক টাকার প্রাণ মিল্ক ক্যান্ডি আর দামী চকলেট বলতে দুই টাকার সেন্টার ফ্রেশ এবং সাত টাকা দামের মিমি চকলেট কে বুঝতাম!
.
মেয়েটার নাম ছিলো মিমি তাকে ধন্যবাদ দিয়ে বলেছিলাম, মিমি চকলেটগুলো বেশ দামী!
.
তখন আমি আরেকটু সুন্দর ছিলাম! দুই একটা মেয়ে এসে বলতো ভাইয়া আপনি এতো সুন্দর কেনো! তিন সত্যি বলছি চাপা না এমন করেই বলতো!
.
ঐ মেয়েটিও বলেছিলো তুমি কি আমার সাথে প্রেম করবে!
.
আবার এটা ও বলেছিলো তোমার ফর্সা গালে কালি লাগুক তা আমি চাইনা!
.
সে ভালো মেয়ে ছিলো কিন্তু সুন্দরী মেয়ে ছিলো না তাহলে আমি তার প্রেমে পড়ে যেতাম!
.
এমন কিছু ঘটনা আমাদের জীবনে থাকে! মুখে হয়তো বর্ণবাদ নিয়ে কয়েক ঘন্টার লেকচার সভা সেমিনার খুব সহজেই করা যায়! কিন্তু মন থেকে কয় জন বলতে পারবে আমি ফর্সা লম্বা সুন্দর মেয়ে বিয়ে করার সুযোগ থাকা সত্ত্বেও কালো কুৎসিত একটি মেয়েকে বিয়ে করবো?
.
হ্যালো মিডিয়া আপনাকে বলছি আপনি কয়টা কালো খবর পাঠিকা আপনার চ্যানেলে নিয়োগ দিয়েছেন?
.
হ্যালো এড এজেন্সি আপনাকে বলছি কয়টা কুৎসিত মেয়েকে আপনি বিজ্ঞাপনের জন্য কাস্টিং করেছেন?
.
হ্যালো কর্পোরেট আপনাকে বলছি কয়টা কালো মেয়েকে আপনি ব্রান্ড এম্বাসেডর বাদ দিলাম ফ্রন্ট ডেস্কে বসিয়েছেন?
.
কালো চুল, কালো কাজল, কালো চোখ, কালো তিল ভালো লাগলেও কেনো কালো ত্বক ভালো লাগে না কারণটা হয়তো দৃষ্টিভঙ্গীর!
.
সেদিকে যাবো না,
.
কালো গোলাপের নাম শুনেছেন? পৃথিবাতে ১৫০ প্রজাতির গোলাপের মধ্যে সবচেয়ে দামী এবং বিরল গোলাপ ওটা কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীতে কালো গোলাপ বলে কিছু নেই! ঐ গোলাপগুলো এতো কড়া লাল যে সেগুলো দেখতে কালো লাগে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.