নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সঠিক সময় ডট কম

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৭

এই শহরে এক নম্বর দুই নম্বর করতেও পাঁচ টাকা লাগে! ফ্রি নামক শব্দটি একমাত্র মোবাইল কোম্পানির অফারগুলোতে আছে!
.
অফারগুলো এমন,
.
এক লোক কাছে এসে জিজ্ঞেস করছে ভাই সময় কত? অন্য লোকটি মোবাইল দেখে বললো ১২.৫৩ পিএম!
.
ছোট বেলায় আমার একটি ঘড়ি ছিলো! সেটাতে দিন বারটা পেরুলেই pm উঠতো! তখন জানতাম PM মানে Prime minister!
.
বড় হলে ছোট বেলার কত স্মৃতি পাল্টে যায়! কত অজানা জানা হয়! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলের সেই ক্রাশ খাওয়া মেয়েটি কে জানতো কালের বিবর্তনে আমার আন্টি হয়ে যাবে!
.
যাকে বিয়ে করবো ভাবছিলাম সে আমার বোন হয়ে যাবে! তার ছেলে আমাকে মামা ডাকবে!
.
যাকগে সে কথা বলছিলাম সময় নিয়ে!
.
১২.৫৩ বলার পর লোকটি চোখ বড় বড় করে বললো আপনি যে সময় বলছেন সেটি সঠিক সময় নয়!
.
এই দেখুন আমার বিশেষ ঘড়িতে ১২.৫১ পিএম ১০ মিলি সেকেন্ড!
.
আপনার কাছে ঘড়ি থাকা সত্ত্বেও আপনি আমাকে সময় জিজ্ঞেস করছেন কেনো? ইচ্ছে করছে কানের নিচে একটা বসিয়ে দিই!!
.
আসলে আমরা এসেছি 'সঠিক সময়' থেকে! আমাদের ওয়েব সাইটের নাম সঠিক সময় ডট কম! আপনি মাত্র দুইশ টাকায় এক সপ্তাহ মেয়াদের 'সঠিক সময়' প্যাকেজটি নিতে পারবেন!
.
যখন যেখানে যেভাবে সুযোগ পাবেন আমাদের এই নাম্বারটি ডায়াল করে জেনে নিতে পারবেন এই মুহূর্তের সঠিক সময়!
.
জানেন তো মিথ্যে বলা মহাপাপ! একবার ভেবে দেখুন প্রতিদিন কত জনকে কত সময় 'সময় নিয়ে' মিথ্যে বলেছেন!
.
প্রিয়জন কথা দিয়েছেন ঠিক চারটার সময় দেখা করবেন কিন্তু কত প্রতীক্ষার অবসান নিয়ে আপনি চারটা মনে করে চারটার ও তিন মিনিট পর এসে উপস্থিত হয়েছেন!
.
সামান্য একটু সঠিক সময় জানার অভাবে প্রিয়জনের সান্নিধ্য থেকে আপনাদের জীবনের তিন মিনিট মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে!
.
একবার চিন্তা করে দেখুন, বাঙ্গালীর মাত্র দুই মিনিটে কত কিছু হয়ে যায় সেখানে তিন তিনটে মিনিট নষ্ট হয়ে গেলো!
.
আসলেই তো দুই মিনিটের অনেক মূল্য বলে লোকটি দীর্ঘশ্বাস নিলো!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: হুম, ঠিক।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২০

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

২| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৩

আমি চির-দুরন্ত বলেছেন: /:) বড্ড চিন্তার বিষয় তো!!! /:)

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২০

আবদুর রব শরীফ বলেছেন: একদম

৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৭

রায়হানুল এফ রাজ বলেছেন: হাসবো নাকি ভাবছি!!!

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২১

আবদুর রব শরীফ বলেছেন: এতো ভেবে ভেবে কি হবে? হেসে পেলুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.