নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বাঁচাতে চাই!

০৩ রা মে, ২০১৭ রাত ১২:০৪



আমি অহন বাঁচতে চাই গানটি দেখে মনে হলো তুই অহন মইরা গেলেও আমার কিছু আসে যায় না! আমি আছি আমার জ্বালায়! চাকরিতে ইনক্রিমেন্ট কম হয়েছে!
.
পহেলা বৈশাখে বিবিএ ফ্যাকাল্টি এবং শহীদ মিনারের মাঝখানে একদল তরুণ এসে বার বার বললো, আমাদের বন্ধুটি খুব অসুস্থ! দশ টাকা দিয়ে মনে মনে বললাম যা বিদায় হ! পহেলা বৈশাখ দেখতে আইছি!
.
একদল ছোট ভাই এসে একদিন বললো আবদুর রব শরীফ ভাই একটা আবদার নিয়ে এসেছি! আমাদের সাথে ক্যান্সার আক্রান্ত ভাইটির জন্য একটু ক্যাম্পেইন করবেন? মনে মনে বললাম! দূর হ! চোখের সামনে থেকে! সপ্তাহে একদিন ছুটি বিউটিকে টাইম দিতে হবে!
.
বন্ধুকে বাঁচানোর জন্য একবার একদলকে দেখলাম প্রায় পা ধরছে আরেক দল সাধারণ মানুষদের! জিইসির মোড়ে থমকে দাঁড়ালাম! এমন সুন্দর দৃশ্য! এতো মনোরম! এতো উপভোগ্য! যেমনটি থ্রি এডিয়টসে আমীর খান তার বন্ধুকে বাঁচাতে প্রাণপণে হাত নেড়ে রাস্তা ট্রাফিক মুক্ত করছে! স্ট্রেচারের হাতল ধরে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে! ব্যাক গ্রাউন্ডে বন্ধুত্বের সুসময়গুলোর দৃশ্য! তারপর মোটিব করা! নায়িকার বাবাকে তীর ছুঁড়ে মারা!
.
এই দৃশ্যটির জন্য আমি থ্রি এডিয়টস ফিল্মটি পুরোপুরি শেষ করতে পারি না! বারবার টেনে দেখি! তবুও মুগ্ধতা থেকে যায়!
.
এই তো সেই ফিল্মের বাস্তব নায়ক নায়িকাগুলো! প্রকৃত হিরো! দোস্ত এক্সাম শেষ করে আইতাছি! ঐ শালা দ্রুত আয়! এক্সাম গেলে এক্সাম পাবি কিন্তু বন্ধু গেলে বন্ধু আর পাবি না!
.
এই দেশে সবাই আমি এবং আমাদের অনেকের মতো না! অনেকে আমাকে বলেছে ভাই অহন নিয়ে কিছু লিখেন! আমি লিখিনি!
.
অথচ যে গান লেখে সে গান অহনকে নিয়ে গান লিখেছে! যে সুর করতে পারে সে সুর করেছে! যে কিছু পারে না সে গানটি শেয়ার করেছে!
.
এমন কোন ক্যান্সার অথবা জটিল রোগী পাবেন না যার বন্ধুরা তাকে বাঁচাতে রাস্তায় নামেন নি! হাত পেতে অপমান হননি!
.
আমার বন্ধু রফিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে পড়ার সময় ক্যান্সারে মারা গেছেন! এমন কোন বন্ধু নেই যে রাস্তায় নামেনি! এমন কোন বন্ধু নেই যে ফান্ড কালেক্ট করতে গিয়ে অপমানিত হয়ে কাঁদে নি!
.
আমরা সকালে বের হতাম রাতে ক্লান্ত অবসন্ন হয়ে ঘরে ফিরতাম!
.
কেউ কেউ বলতো আমরা ব্যবসায় নেমেছি!
.
কেউ বলতো টাকা ফিল্ম ফেস্টিবল করে ফান্ড কালেক্ট করার কি দরকার!
.
কেউ বলতো তোমরা মনে হয় কিছু টাকা নিজেদের পকেট ভর্তি করো!
.
কেউ বলতো আল্লাহর মাল আল্লাহ লইয়া যাবে!
.
কেউ বলতো পরীক্ষা সামনে এসব বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও!
.
সে এক বিশাল ইতিহাস! কুত্তার মতো লাথি খেয়েও ফান্ড কালেক্ট করার ইতিহাস!
.
তবুও বন্ধু তুই আর কিছুদিন বেঁচে থাক! মাঝে থাক! তুই ছাড়া লাইফ ইম্পসিবল!
.
নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাসুদকে বাঁচাতে ৩/৫/১৭ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদে (দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত) আয়োজন করা হয়েছে 'একখন্ড মীরাক্কেলের!' ওরা আসছে সবাই আপনি আসছেন তো? আর হ্যাঁ ওটা আমার অনুষদ...! ঘুরে দেখতে ভুলবেন না!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৭ রাত ২:৪৯

চাঁদগাজী বলেছেন:


সে কি চট্গ্রাম ইউনিভার্সিটির ছাত্র?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.