নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমিও একজন হুমায়ুন আহমেদ!

০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

প্রতিদিন আপনার জীবনে হাজার ঘটনা ঘটবে কিন্তু তার থেকে আপনি শুধু যদি একটি জিনিস শিখতে পারেন তাহলে মনে করবেন সেই দিন স্বার্থক!
.
এমন একটা মানুষের সাথে আমার পরিচয় হয়েছে যার নাম সজল দাশ সে দেয়ালে খোদাই করা আট দশ লাইনের রবী ঠাকুরের একটি কবিতা দেখে দেখে ডায়রীতে লিখে রেখেছে!
.
ব্যাপারটা সিম্পল হলেও আমি আপনি কখনো রাস্তায় দাঁড়িয়ে এই কাজটি করবো না! লোকে কি বলবে! দেখো ছেলেটি দাঁড়িয়ে কবিতা নোট করছে! কি শরমের ব্যাপার!
.
দাদা আমাকে একদিন নাস্তা করিয়ে তারপর বলেছিলো, ভাই যার মনে লেখার প্রতি প্রেম আছে সে আপনার লেখা পড়বে! আপনাকে মূল্যায়ন করবে! নাইলে কোথাকার কে কি লেখছে সেসব পড়ার কি আর কারো টাইম আছে! সুতরাং যে আপনার লেখা পড়বে সে ও আপনারি মতো একই মানসিকতার মানুষ!
.
চরম বাস্তব কথা! যারা আমার লেখা পড়ে আনন্দ পাই তারা সবাই আমার মতো আরেকজন মানুষ! যারা ঠিক এভাবে ভাবে!
.
একজন হুমায়ুন আহমেদকে বেইল দেওয়ার টাইম নাইকা যদি তার মনে আরেকটি হুমায়ুন আহমেদ না থাকে!
.
সেদিন জীবন থেকে নতুন একটা কিছু শিখলাম, আমরা আমারাই তো!
.
জীবন তার নিয়মে চলতে থাকে! আমরা ও শিখতে থাকি! কিন্তু জীবন থেকে সেরা জিনিসটা শিখতে আমাদের অনেক দেরী হয়ে যায়! সেটি হলো আজকের এই দিনে এই ক্ষণে জীবন নিয়ে আমি কেমন বোধ করছি!
.
এক লোকের বয়স ৫১ সে সংখ্যাটি উল্টো করে নিজেকে ১৫ বছর ভাবতে শুরু করলো!
.
পরের বছর তার বয়স ৫২ বছর উল্টো করলে এক লাফে তার বয়স হয়ে গেলো ২৫ বছর!
.
তার বয়স যখন ৫২ থেকে ৫৭ বছর হলো উল্টো করলে তা হয়ে গেলো ৭৫ বছর!
.
এখন আর সে উল্টো করে না! উল্টো করলে বেশী পাল্টে যায়!
.
এখন সে ভাবে ইশ! আরেক বার যদি পনের বছর বয়সে ফিরে যেতে পারতাম! শুধু আরেকবার যদি পঁচিশ বছর বয়সে ফিরে যাওয়া যেতো! কত যে আনন্দিত হতাম! ইশ!
.
অথচ এই বয়সগুলোতে আমরা কত হতাশ! জীবনের সোনালী সময়গুলো পাড় করে দিচ্ছি হা হুতাশ করতে করতে!!
.
আরে বেটা আমার বয়স মাত্র ১৮ বছর! মাত্র ২৮ বছর! জীবনে ভালো থাকার জন্য এরচেয়ে বড় কারণ তো লাগে না!
.
হাজার সহস্র কোটি টাকা খরচ করে এই বয়স এই জীবন এই যৌবন ফিরে পাবি না রে পাগলা!
.
একটা আই ফোন সেভেনর স্বপ্ন তোমার ঘুম কেড়ে নেই সেই অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস ২০০৪ সালে ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন!
.
আত্মজীবনী লেখক ইসাকসনকে তিনি বলেছিলেন তার প্রত্যাশার কথা! হয়ত একটি নতুন ওষুধ, কিংবা নতুন কোনো চিকিৎসা পদ্ধতি তাঁকে আরও কয়েক বছর বেঁচে থাকার শক্তি জোগাবে।
.
শুধু বেঁচে থাকা! আর কিছু নয়!
.
যে স্টিব জবস সব সময় লোক চক্ষুর অন্তরালে থাকতে পছন্দ করতেন সে মৃত্যুর আগে হঠাৎ করে নিশ্চিত মরে যাবে জেনেও আত্মজীবনী প্রকাশে উঠে পড়ে লেগেছিলেন!
.
তিনি কেন হঠাৎ করেই আত্মজীবনীর ব্যাপারে ব্যস্ত হয়ে পড়লেন এমন প্রশ্নের উত্তরে স্টিভ জবস বলেছিলেন, তিনি আত্মজীবনীটা দ্রুত প্রকাশ করতে চান, কারণ তিনি চান এই আত্মজীবনীর মাধ্যমে তাঁর সন্তানেরা তাঁকে জানুক! পুরো পৃথিবীকে একটি বার্তা দিতে চান!
.
তিনি বলেছিলেন আমি সারা জীবন এতো কাজ করেছি যে অবসর কাটানোর সময় পায়নি! ক্রান্তিকালে এসে আমি বুঝেছি জীবনটাকে আরো উপভোগ করা যেতো! কিন্তু যেদিন বুঝেছি সেদিন অনেক দেরী হয়ে গেছে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
আরে বেটা আমার বয়স মাত্র ১৮ বছর! মাত্র ২৮ বছর! জীবনে ভালো থাকার জন্য এরচেয়ে বড় কারণ তো লাগে না! সুন্দর বলেছেন!!!

০৫ ই মে, ২০১৭ রাত ৮:২৫

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.