নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সফলতা মানে \'ক্যারি অন\' ভাইয়ের ম্যারাথন দৌড়!

০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:১৬

পাহাড় ঘেরা এক বিশ্ববিদ্যালয়ে বিশাল খেলার মাঠ আছে! নাম বলবো না! সে মাঠে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হতো!
.
বিভিন্ন হলের মধ্যে প্রতিযোগিতা! সে প্রতিযোগিতায় এক ছাত্র দৌড়ে অংশগ্রহণ করতো! তার দৌড়ের স্টাইল দেখে সবাই হাসতো!
.
আমার বাসা মাঠের পাশে হওয়ায় রোজ বিকেলে তাকে দেখতাম সে প্যাকটিস করছে!
.
একটু লম্বু ছিলো ছাত্রটি! অদ্ভুত কার্টুন স্টাইলে দৌড়াতো! হাসাহাসির এক পর্যায়ে আমরা লক্ষ্য করলাম সবাই তার ফ্যান হয়ে গেছি! শুধু তাকে সাপোর্ট দেওয়ার জন্য এক শ্রেণির ভক্ত গোষ্ঠি অনেক দূর থেকেও খেলা দেখতে আসতো!
.
প্রথম বছর ম্যারাথান দৌড়ে অংশ নেওয়ার পর আবিষ্কার করলাম তিন চক্কর দেওয়ার পর স্ট্রেচারে করে তাকে মাঠে বাহিরে নিয়ে যাওয়া হচ্ছে!
.
দ্বিতীয় বছর সে কোমর বেঁধে নেমেছে! তার নাম হয়ে গেলো 'কেরি অন!' আমরা ডাকতাম 'Carry on' ভাই!
.
দর্শকের কেরি অন...কেরি অন..কেরি অন শব্দে সে এগিয়ে যাচ্ছে! উপরের দিকে লাফিয়ে লাফিয়ে এগুচ্ছে! তারো একটু পর আবিষ্কার করলাম মাঠে কেউ নেই তবুও ক্যারিয়ন ভাই দৌড়ে যাচ্ছে! দর্শক তার দৌড় দেখছে মুগ্ধ নয়নে! প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হওয়া খেলোয়ার ততক্ষণে দৌড় শেষ করে দুপুরের খাবার শেষ করে ক্যারি অন ভাইয়ের দৌড় দেখতে বসেছে আরামচ্ছে!
.
তারও পরের বছর সেই লিকলিকে মানুষটির একটু স্বাস্থ্য হয়েছে! আমরাও আশাবাদী! আগের মতো তিড়িং বিড়িং স্টাইলে দৌড়ছে না!
.
বিগত তিন বছ পর সে এখন পাক্কা দৌড়বিদ্! অসংখ্য ভক্ত অনুরক্ত! প্রত্যাশার চাপও বেশী! দেদারচ্ছে আবার ম্যারাথন দৌড়ে অংশ নিলো!
.
শোভাকলোণি মাঠের পাশে হওয়ায় মাইকের আওয়াজ বাসায় বসে শুনতে পেতাম! অল্প কিছুক্ষণের মধ্যে ম্যারাথন দৌড় আরম্ভ হবে ঘোষণা শুনার পর ম্যারাথন ভাইয়ের দৌড় দেখার জন্য অর্ধেক ভাত রেখে আমিও সোজা মাঠের দিকে দৌড়ে গেলাম!
.
দৌড় শুরু হবে তার আগেই ক্যারি অন! ক্যারি অন! রব রব শব্দ শুরু হয়ে গেছে তার মধ্যে দাঁড়িয়ে উত্তেজনায় আমি আব্দুর রব ও ক্যারি অন বলে যাচ্ছি!
.
এই মুহূর্তে ধারাভাষ্যকার হিসেবে দরকার ছিলো চৌধুরী জাফর উল্লাহ শরীফ'ত কে! কর্দমাক্ত আকাশ! মেঘে ঢাকা মাঠ! এগিয়ে যাচ্ছেন সবার প্রিয় ক্যারি অন ভাই! ও সরি সুপ্রিয় দর্শক আমি একটু আবেগাফ্লুত হয়ে গিয়েছিলাম!
.
পাক্কা আধা ঘন্টা দৌড়ে যাচ্ছে! আমরা হিসেব রাখছি তার বর্তমান অবস্থান! এই মুহূর্তে চার নাম্বারে পজিশনে আছে! তার পরের মূহূর্তে পাঁচ নম্বরে! টান টান উত্তেজনা!
.
অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ক্যারি অন ভাই তৃতীয় হলো! সবাই তার দিকে ছুটে যাচ্ছে! একটা বাচ্চা ছেলে ললিপপ চুষতে ছিলো পুরস্কারস্বরূপ সেই ললিপপ তাকে চুষতে দিলো! সে ও তার ফ্যান! খাইছেরে...!
.
খুশিতে আমরা নাচে মশগুল! সবাই ক্যারিয়ন ভাইয়ের সাফল্যে উচ্ছ্বাসিত! অথচ ফাস্ট, সেকেন্ড কে হয়েছে তার দিকে তাকানোর টাইমও নেই আমাদের!
.
সেই থেকে বুঝেছি সফলতা মানে ফাস্ট, সেকেন্ড হওয়া নয়! সফলতা মানে জাস্ট Carry On! এগিয়ে যাওয়া!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:২৫

আমি চির-দুরন্ত বলেছেন: সফলতা মানে ফাস্ট, সেকেন্ড হওয়া নয়! সফলতা মানে জাস্ট Carry On! এগিয়ে যাওয়া! একদম হক কতা কইছেন ।

ফার্স্ট, সেকেন্ড দিয়ে সফলতা হয় না। বরং আমি যা চেয়েছি সে পর্যন্ত আসতে পারলে আমি সফল।

১১ ই মে, ২০১৭ রাত ১০:০২

আবদুর রব শরীফ বলেছেন: আসলেই একদম ঠিক বলেছেন!

২| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৪:১৩

গেম চেঞ্জার বলেছেন: সফলতা মানে ফাস্ট, সেকেন্ড হওয়া নয়! সফলতা মানে জাস্ট Carry On! এগিয়ে যাওয়া!

এইটা হলো মানুষকে ঠেলাই ধাক্কাই আগাই নেওয়ার থিওরি!

যদি আপনি ক্যাপেবল হন, তাহলে অবশ্যই আপনি ফার্স্ট হবেন!!

এটাই সফলতা!

তবে এটা সফলতা নয়, যদি এটার ওপর আপনার দৃষ্টিভঙ্গি ক্রিয়েটিভলি* ভিন্ন কিছু হয়!

১১ ই মে, ২০১৭ রাত ১০:০৩

আবদুর রব শরীফ বলেছেন: তা ও ঠিক বলেছেন!

৩| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৪:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো পুরোটা পড়ে। ভালো রসিকতা। পাঠক ধরে রাখার সুব্যবস্থা গল্পে।

সফলতা কেবল প্রথম হইলেই হয়ে যায় না, চেষ্টা যারা থাকে তারাই সফল হয়। প্রতিটি সফলতায় আপনার গল্পের মতো সাপোর্টার্স বা উৎসা প্রেরণা অবশ্যই থাকে। এই উৎসাহ প্রেরণা পাওয়াও সফলতা।

আপনার পোষ্টে ভালো লাগা রইল। সুন্দর বুঝিয়েছেন।
শুভকামনা রইল।

১১ ই মে, ২০১৭ রাত ১০:০৪

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.