নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

শক্তিমান গাধা দৈত্য!

২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২১

এক জেলে নদীতে জাল দেওয়ার পর আবিষ্কার করলো জালে একটি কলসি ধরেছে! মাটির কলসি! কলসি ভিতরে হাজার বছর ধরে একটি দৈত্য বসবাস করছিলো!
.
আদেশ করলে বের হয়ে একটি ইচ্ছে পূরণ করে! বাড়ি লাগবে? এই নাও বাড়ি! গাড়ি লাগবে? এই লও গাড়ি! নারী লাগবে? এই নাও নারী! মুহাহাহাহা!
.
ওরি বাব্বা হেতে সব পারে অন্য জন আদেশ দিলে কিন্তু নিজে কিছু করতে পারে না! করতে পারলে সবার প্রথম এক লাথি দিয়ে মাটির কলসি ভেঙ্গে বের হয়ে আসতো!
.
আলাদীনের আশ্চর্য প্রদীপের দৈত্যটার ও আবস্থা ও একই! সবার তিনটি কঠিন থেকে কঠিনতর ইচ্ছা পূরণ করে দিনশেষে ছোট্ট প্রদীপে আশ্রয় নিয়ে জীবন যাপন করে!
.
আমি যদি কখন ঐ দৈত্যগুলোকে পেতাম তাহলে সবার আগে বলতাম, পৃথিবীর সমস্ত কলসীগুলো ভেঙ্গে দেখাও! সে ভেঙ্গে দেখাতো! পৃথিবীর সমস্ত প্রদীপ ভেঙ্গে দেখাও! সে দেখাতো! তারপর বলতাম তোমার কলসী/প্রদীপ ভেঙ্গে দেখাও! তারপর তারা তা ভেঙ্গে মুক্ত হয়ে কান্না জড়িত কন্ঠে আবদুর রব শরীফের সাথে কোলাকোলি করতো! আর বলতো, লাভ ইয়ু শরীফ ভাই!
.
বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ স্যার যদিও এই গল্পগুলোতে দৈত্যরা কেনো নিজে নিজে বাহির হয়ে আসতে পারে না তার ব্যাখ্যা দিয়েছেন ঔখানে আলো নেই বলে! তা হলো শিক্ষার আলো!
.
নিজেকে নিজে পরিচালনা করা হলো পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার যা অনেক ক্ষমতাধর দৈত্য ও পারে না!
.
মানুষ সৃষ্টির সেরা জীব! আশারাফুল মাখলুকাত কারণ সে চাইলে খারাপ কাজ করতে পারে আবার চাইলে ভালো কাজ ও করতে পারে!
.
কেউ তার সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে না তবুও সে ইমানের উপর ভিত্তি করে আল্লাহর ভয়ে কান্না করে! সারাদিন রোজা রাখে! সালাত হজ্ব যাকাতসহ কত ইবাদত করে!
.
সবচেয়ে বড় কথা নিজেকে নিজে পরিচালনা করতে পারে! বুদ্ধিমত্তা আছে! এরচেয়ে বড় সম্পদ কি পৃথিবীর বুকে আর কিছু আছে?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার শিক্ষনীয় উপাখ্যান।
ধন্যবাদ আপনাকে

২৮ শে মে, ২০১৭ রাত ৮:১৯

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম!

২| ২৮ শে মে, ২০১৭ রাত ১০:২৪

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Sir Fantastic, know thyself

২৮ শে মে, ২০১৭ রাত ১০:৪৯

আবদুর রব শরীফ বলেছেন: একদম

৩| ২৯ শে মে, ২০১৭ রাত ১:১৬

বেনামি মানুষ বলেছেন: ভালো লাগলো।


আলো চাই, শিক্ষার আলো, যাতে করে সব কলসি ভাঙা যায়!

৪| ৩০ শে মে, ২০১৭ রাত ১০:৫৮

আবদুর রব শরীফ বলেছেন: একদম ঠিক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.