নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আল্লাহর উপর ভরসা রাখুন!

২৯ শে মে, ২০১৭ রাত ১১:৩০

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট পরীক্ষা দেওয়ার সময় তার ভাইভা নিয়েছিলেন একজন ইংরেজ সাহবে! তার কাছে তাকে বাংলা পরীক্ষাও দিতে হয়েছিলো!
.
ইংরেজ সাহেব প্রশ্ন করলেন, " Well, বাবু you তো ভালো বাংলা জানো , Can you Please tell me the diiference between আপদ and বিপদ!'
.
বঙ্কিম উত্তক দিয়েছিলেন এমন, দশ নং বিপদ সংকেত! লঞ্চ ডুবে যাচ্ছে! মরি মরি অবস্থা! এটাকে বলে বিপদ! আর একজন ইংরেজ আমার থেকে বাংলা পরীক্ষা নিচ্ছে এটাকে বলে আপদ!
.
দশ নম্বর সতর্ক সংকেত! সবচেয়ে বেশী প্রভাব পড়বে শুনেছি পড়েছি দেখেছি তা আমার সন্দ্বীপে কিন্তু আপদ হলো কেউ কেউ এমনভাবে প্রচার করছে যা শুনলে দেখলে বুঝলে হার্টের রোগীরা সহ স্ট্রোক করে মারা যাবে!
.
গত বছর এই দিনে ও আমি খুব টেনশনে পরে গেছিলাম! আইতাছে! আইতাছে! ঘূর্ণিজ্বর আইতাছে! টিভি পত্রিকা নিউজ ফিড ব্লগ পেইজ টেইজ গুগুল ম্যাপ থেকে শুরু করে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন সব মিলিয়ে তালগোল পাকিয়ে অবশেষে ভীত হয়ে আল্লাহ আল্লাহ করছিলাম!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে বাণিজ্যিক ভূগোল স্যার আমাদের জোর করে মানচিত্র আঁকা শিখিয়েছিলো কয়েক বছর আগে আমি তো ভয় পেয়ে ঘূর্ণিজ্বর কোন জায়গা দিয়ে যাবে তার মানচিত্র এঁকে ফেলেছিলাম!
.
এই বুঝি আঁকা রেখা বরাবর আমার মাথার উপর দিয়ে অতিক্রম করবে!
.
দিনশেষে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে! শুকরিয়া! যতটুকু কুকরিমুকরি নামক জায়গায় কিছু মানুষ মারা গিয়েছে যারা মনে করেছিলো, নিরাপদ আশ্রয়ে যাওয়ার দরকার নেই এমন!
.
সুতরাং আগুণ আর ঘূর্ণিজ্বরের সাথে মশকারি গাদ্দারি চলে না! নিরাপদ আশ্রয়ে গিয়ে আল্লাহর সাহায্য কামনা করলে আল্লাহ আশা করি সহি সালামতে বিপদ মুক্ত করে দিবে!
.
ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ এবং সতর্ক থাকুন! ভরসা রাখুন আল্লাহ'য়!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৭ রাত ১১:৫০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনিও নিরাপদে থাকুন।বঙ্কিম এর কথাটায় মজা পেয়েছি :P

৩০ শে মে, ২০১৭ দুপুর ২:০৭

আবদুর রব শরীফ বলেছেন: ইনশাল্লাহ নিরাপদে আছি!

২| ৩০ শে মে, ২০১৭ রাত ১২:৩১

চাঁদগাজী বলেছেন:


এখন সন্দ্বীপে কোন ব্লগার আছে বলে আমার মনে হয় না।

৩০ শে মে, ২০১৭ দুপুর ২:০৮

আবদুর রব শরীফ বলেছেন: সন্দ্বীপে ব্লগার কেনো থাকতে পারে না?

৩| ৩০ শে মে, ২০১৭ সকাল ৯:৩২

দেলাওয়ার জাহান বলেছেন: আগুণ আর ঘূর্ণিজ্বরের সাথে মশকারি গাদ্দারি চলে না!

৩০ শে মে, ২০১৭ দুপুর ২:০৮

আবদুর রব শরীফ বলেছেন: একদম সেটাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.