নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

দল জিতলে তুমিও জিতে যাবে!

৩০ শে মে, ২০১৭ রাত ১১:৫০

এক লোক দেশের বাহিরে বড় চাকরি পেয়েছে কিন্তু দশ বছর পর দেখা গেলো সেখানে আশে পাশে সব তার দেশের লোক তাহলে সে হয়তো ইন্ডিয়া পাকিস্তান অথবা শ্রীলংকার লোক!
.
আরেক লোক দেশের বাহিরে বড় চাকরি পেয়েছে কিন্তু দশ বছর পর দেখা গেলো তার আশে পাশে সব ভারত, পাকিস্তান এবং শ্রীলংকার লোক তাহলে সে নিশ্চিত বাংলাদেশী!
.
আমাদের ছোট বেলা থেকে শিখানো হয় বাবা আবদুর রব শরীফ অমুক সমুক তমুককে ল্যাং মেরে ফেলতে পারলে তুমি হবে প্রথম দ্বিতীয় তৃতীয়!
.
আমাদের শিখানো হয় তুমি শুধু ম্যান অব দি ম্যাচ হবে!
.
পৃথিবী বিখ্যাত ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন,“Talent wins games, but teamwork wins championships.”
.
শিরোপা জিততে হলে আপনাকে অবশ্যই সবাইকে সঙ্গে নিয়ে কাধে কাধ মিলিয়ে এগুতে হবে!
.
এমনকি যুদ্ধের ময়দানে যদি আপনার দলের একজন লোক আহত হয় তাহলে নেতা হিসেবে আপনার দায়িত্ব তাকে যে কোন উপায়ে আপনার সাথে রাখা যাতে সে যেনো শত্রু পক্ষের হাতে না পড়ে যায়!
.
নেকড়ে বাঘ কিভাবে দলবদ্ধ হয়ে হাঁটে জানেন? দলের প্রথমে থাকে বৃদ্ধ এবং অসুস্থরা! তারপর থাকে সৈন্য সামন্ত! তারপর বিশেষ বাহিনী! এরও পরে অন্য চৌকস বাহিনী এবং সবার শেষে থাকে দলের নেতা! এভাবে এগিয়ে যায় ওরা!
.
পবিত্র কুরআনে আল্লাহর এই আদেশ রয়েছে, 'এবং তোমরা সকলে সমবেত ভাবে আল্লাহর রজ্জুকে (খেলাফত) দৃঢ়ভাবে আকড়ে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।'

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৭ রাত ১:১৮

চাঁদগাজী বলেছেন:

"পবিত্র কুরআনে আল্লাহর এই আদেশ রয়েছে, 'এবং তোমরা সকলে সমবেত ভাবে আল্লাহর রজ্জুকে (খেলাফত) দৃঢ়ভাবে আকড়ে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।' "

নেকড়ে বাঘ কুরান পড়েছে সঠিকভাবে; আরবীতে লেখা হওয়ায় আমাদের সমস্যা হচ্ছে!

২| ৩১ শে মে, ২০১৭ রাত ১:৫৪

চাঁদগাজী বলেছেন:


খিলাফত কখন শুরু হয়েছে, কোরানের শেষ আয়াত কখন এসেছে?

৩| ৩১ শে মে, ২০১৭ ভোর ৪:৪২

তার ছিড়া আমি বলেছেন: বর্তমানে আমরা পরস্পর বিচ্ছিন্ন, তাই আমাদের মাঝে সোনালী যুগ অনুপস্থিত। হাই! যদি আমরা এক থাকতে পারতাম, কতইনা ভালো হতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.