নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সময় যখন অসময়

৩১ শে মে, ২০১৭ রাত ১১:০৩

দিব্যা ভারতীকে যখন বলা হলো আমির খানের মতো দেখতে একটা ছেলে ইন্ডাস্ট্রিতে আসছে নাম শাহরুখ খান তার সাথে অভিনয় করতে হবে তখন সে এমন ভাল্লুক আকৃতির ছেলের সাথে অভিনয় করলে ইজ্জত যাবে ভেবে প্রস্তাব নাকচ করছিলো!
.
ঘটনাটি ঘটেছে আমার জন্মের সময়! ৮৯ কিংবা ৯০ সালে! সেই ছোট্ট আবদুর রব শরীফ যখন বুঝতে শিখেছে তখন শাহরুখ খানকে বলা হতো কিং খান! বলিউডের বাদশা!
.
অথচ ১৯ বছর বয়সে দিব্যা ভারতী আত্মহত্যা করেছিলো বর্তমানে তার নাম গন্ধও নেই বলিউড অঙ্গনে!
.
জীবনটা এমন! আজ যে তোমাকে বলছে তুমি পারবে না! তোমাকে দিয়ে হবে না! তুমি যোগ্য না! তোমার ক্যালিবার নেই! একদিন সে তোমার সাথে একটি ফটো তুলে বাঁধাই করে দেয়ালে টাঙ্গিয়ে রাখবে!
.
ঘরে মেহমান এলে সেই ছবি দেখিয়ে বলবে, ও তো আমার বন্ধু হয়! মেহমান মনে মনে বলবে, চাপা মারিয়েন না!
.
শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয়েছিলো, আরেকবার যদি জন্মগ্রহণ করেন তাহলে তার ইচ্ছে কি? সে বলেছিলো, দিব্যা ভারতী তার সাথে অভিনয় করবে এবং বলবে, শাহরুখ খানের সাথে অভিনয় করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি!
.
আমার এক বন্ধু আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করেছিলো! আমি তাকে অনেক অনুরোধ করেছিলাম আমাকে বন্ধু বানানোর জন্য!
.
সে আমার মতো ক্ষেতকে ফ্রেন্ড লিস্টে রাখবে না!
.
ভুলে গেলাম সে কথা! অনেক বছর পর সে আমার লিস্টে আসলো! বললো, তার দাদা আমার লেখার ফ্যান! তারপর সে ও পড়তে শুরু করলো! এন্ড সে আমাকে প্রায় সময় বলে, তার সাথে এক কাপ কফি খেতে! হি ইজ নাও মাই বেস্ট ফ্রেন্ড এন্ড ফ্যান!
.
আজ যে আপনাকে গরু বলছে তার সাথে থাকুন! এমন কিছু করার চেষ্টা করুন যাতে গরু বলতে গিয়ে গুরু বলে ফেলে!
.
মেয়েটি ছেলেটিকে বলেছিলো তুমি তো বেকার তোমাকে দিয়ে কিচ্ছু হবে না সুতরাং আমি চাকরিওয়ালা ছেলেটির বিয়ের প্রস্তাবে রাজী হয়ে যাচ্ছি! ছেলেটি কিছু বললো না! অনেক বছর পর তাদের দেখা হলো, মেয়েটি পাশে তার হাজবেন্ড! পরিচয় করিয়ে দিলো, সিনিয়র ম্যানেজার অব অমুক কোম্পানী লিঃ ততক্ষণে তার স্বামী স্যার আপনি এখানে কি করছেন বলে গদগদ করতে থাকলো!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৭ রাত ১১:০৫

স্বপ্ন কুহক বলেছেন: আশার বানী পড়তে ভালোই লাগলো

৩১ শে মে, ২০১৭ রাত ১১:২১

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় করার জন্য!

২| ৩১ শে মে, ২০১৭ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: আপনি তো পুলাপান।
আপনার থেকে তো আমি বয়সে অনেক বড়।
আমাকে চাচা বলে ডাকবেন। হা হা হা.।

০১ লা জুন, ২০১৭ সকাল ১১:৫৫

আবদুর রব শরীফ বলেছেন: ওকে চাচ্চু

৩| ৩১ শে মে, ২০১৭ রাত ১১:৫০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: একটি আশার বাণী,কিন্তু কথা হচ্ছে এখন কেউ কাউকে গুরু মানতে নারাজ।যতদিনই পাশে থাকি না কেনো,তার এক কথা,আমিই তাকে গুরু মানবো।সে আমাকে নাহ। :(

অফটপিক:ব্লগার estaha কি চাইছেন? /:)

০১ লা জুন, ২০১৭ সকাল ১১:৫৬

আবদুর রব শরীফ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

৪| ০১ লা জুন, ২০১৭ সকাল ১১:৩৮

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: এমবিএর পর প্রায় দেড় বছর বেকার ছিলাম। কেউ খোজ খবর নেয়নি। সরকারি ব্যাংকার হবার পর সবাই বাসার আশেপাশে ঘুরাঘুরি করা শুরু করল। বিশেষ করে যাদের ঘরে বিবাহযোগ্য কণ্যা আছে। আমিও সুযোগ বুঝে তাদের শুনিয়ে দিতাম বউ চাকরি করতে পারবে না, ঢাকার বাইরে প্রত্যন্ত এলাকায় থাকতে হবে, তিনবেলা রান্না করে খাওয়াতে হবে :D

০১ লা জুন, ২০১৭ সকাল ১১:৫৬

আবদুর রব শরীফ বলেছেন: সময় হলো অসময়ে :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.