নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

খেলার মাঠে আন্দোলন নিউ ক্রিয়েশন ফ্রম নোয়াখালি!

১১ ই জুন, ২০১৭ রাত ১২:০৭

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ!
.
এটা জাতির এক বিজ্ঞ লোকের স্বপ্ন ছিলো! সে অনেক আগের কথা!
.
একবার ইংল্যান্ড দল বিমানে উড্ডয়নের কিছুক্ষণের পর বুঝতে পারলো বিমান পথ হারিয়েছে! তখন তারা নতুন একদেশে ল্যান্ড করে বুঝতে পারলো সেখানে মানুষ বাংলা কথা বলে সে হিসেবে তারা সেই দেশকে বাংলাল্যান্ড বলে ডাকা শুরু করলো!
.
তারপর তাদের সহযোগিতাকারী এক বিজ্ঞ লোক ভবিষ্যত বাণী করেছিলো যে তোমরা যেই দেশকে দুইশত বছর শাসন শোষণ করেছো সেই দেশ একদিন তোমাদের ভালবাসতে শুরু করবে!
.
তারা সমস্বরে বলে উঠলো ভালবাসতে কারণ লাগে! আমাদের যে ওরা মন থেকে ভালবাসবে তার কোন কারণ নেই!
.
বাংলাল্যান্ডে নামা সকল যাত্রী আবারো জোর গলায় বলে উঠলো, ইহা অসম্ভব! তারা কখনো আমাদের সাপোর্ট করবে তা সম্ভব নয়!
.
বিজ্ঞ ব্যক্তি আরো বললো, সে দেশে অসম্ভবকে সম্ভব করতে পারবে এমন ব্যক্তি অনন্ত জলিলের আগমন ঘটবে!
.
কিন্তু অনন্ত জলিলের দৈব বাণী কেউ বিশ্বাস করবে না!
.
সে দেশের মানুষ ক্রিকেট ভালবাসবে! ক্রিকেটের আনন্দে তারা শত্রু মিত্র পক্ষ ভুলে যাবে! তোদের ইংল্যান্ডকে বুকে টেনে নিবে!
.
তোদের প্রতি বাংলাদেশীদের ভালবাসা এবং সাপোর্ট দেখে সেদিন তোদের চোখে জল আসবে! তোরা অনুতপ্ত হবি এই ভেবে, এতো সহজ সরল কিউট একটা জাতিকে ছলে বলে কৌশলে কেমনে তোরা দুইশ বছর অত্যাচার করেছিস!
.
সেদিন আসলো এবং অশ্রুসজল চোখ নিয়ে ইংল্যান্ড দল জিজ্ঞেস করলো, মাঠে নোয়াখালি বিভাগ চাই প্লে কার্ড নিয়ে যারা দাঁড়িয়ে ছিলো ওরা কারা? ওরা তো আরো টু মাচ কিউট!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.