নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সুখের সন্ধান পেলাম!

১১ ই জুন, ২০১৭ রাত ৯:২২

বন্ধুরা পরীক্ষায় ফেইল করলে যেমন খারাপ লাগে তেমনি নিজের থেকে অনেক বেশী ভালো রেজাল্ট করলেও খারাপ লাগে!
.
এটা আবদুর রব শরীফের কথা না জগতের অনেক বিখ্যাত মানুষের এই কথা বলে গেছেন!
.
পৃথিবীতে একমাত্র বাবা মা চাই তার ছেলে তাদের চেয়ে বড় হোক! নাম করুক! মধ্যমণি হোক ইত্যাদি ইত্যাদি!
.
বাবা মায়ের বাহিরেও কিছু লোক মন থেকে চাই আপনি অনেক অনেক বড় হবেন! সেটা দেখতে তার খুব ভালো লাগবে! সে মানুষগুলো অদ্ভুত ধরণের মানুষ! কারণে অকারণে আপনাকে ভালবাসে! আপনার মঙ্গল কমনা করে!
.
তাদের চোখে তাকালে আপনি বুঝতে পারবেন ব্যাপারটি! অদ্ভুত সরল চোখের ভাষা! বাবা মায়ের পর পৃথিবীতে আপনার জীবনে সেসব মানুষগুলো হলো শ্রেষ্ঠ সম্পদ!
.
সেসব মানুষদের খুঁজে নিয়ে যারা বুকে আগলিয়ে রাখতে জানে তারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ!
.
মেয়ে ছেলেকে বলছে, জানো পৃথিবীর বুকে সবচেয়ে সুখী গরীব মানুষরা! ছেলে বললো, তাহলে তুমি আমাকে বিয়ে করতে রাজী হও না কেনো? মেয়ে বললো, জানো তো এতো সুখ আমার কপালে সইবে না!
.
সুখ আসলে কি এই প্রসঙ্গে আমি একটি লেখায় একটা গল্পের রেফারেন্স টেনেছিলাম,
.
কনফুসিয়াস এমন একটি ব্যক্তি যে খ্রিষ্টপূর্ব ৪৭৯ (মতান্তরে খ্রিষ্টপূর্ব ৪৭৮) অব্দে তিনি মৃত্যুবরণ করলেও তার প্রভাব চীন এখনো কাটিয়ে উঠতে পারেনি! আপেল নিয়ে কনফুসিয়াসের একটি গল্প আছে,
.
কনফুসিয়াস সবাইকে ডেকে তাদের হাতে একটি করে আপেল দিয়ে বললেন, তোমরা সবাই আপেলের গায়ে নাম লিখে এই বাক্সে রাখো! সবাই তা ই করলো! তারপর তিনি সবগুলো আপেল এলোমেলো করে দিলেন এবং বললেন, এবার নিজেরটা খুঁজে বের করো! সবাই বাক্সের মধ্যে হুমড়ি খেয়ে খুঁজতে লাগলো!
.
নিজের নাম লেখা আপেল খুঁজে পাচ্ছিলো না এমন সময় কনফুসিয়াস বললেন, তোমরা যে যার মতো একটি করে আপেল তুলে নাও এবং নাম দেখে যার আপেল তাকে দিয়ে দাও! মুহূর্তে সবাই সবার আপেল পেয়ে গেলো!
.
তারপর কনফুসিয়াস বললেন, 'অন্যকে কিছু দিলে নিজের সুখটাও ফিরে আসে।’
.
আপনার বন্ধু আপনার চেয়ে ভালো করেছে এটা ভেবে যদি আপনি বন্ধু বুকে টেনে নিয়ে মন থেকে যদি বলতে পারে, প্রাণে দোস্ত এগিয়ে যাও! তাহলে আপনি সুখী হবেন!
.
ছোট বেলায় দেখবেন ঈদ আসলে নিজে কিনতে বেশী ভালো লাগে! আমার এটা ওটা সেটা কিনে লুকিয়ে রাখতে হবে! এটাই আনন্দ! কিন্তু বড় হয়ে দেখবেন অন্যকে কিনে দিতে আপনার ভালো লাগছে! তাদের খুশী দেখতে ভালো লাগছে! ইচ্ছে করে ইশ পুরো মার্কেটটি যদি প্রিয়জনদের হাতে তুলে দিতে পারতাম তাহলে আমি হতাম সবচেয়ে সুখী!
.
কেন এমন হয় জানেন? কারণ আপনি বড় হয়েছেন! ছোট মানসিকতা এখন আপনার মাঝে নেই!
.
সবার কেনাকাটা কেমন চলছে? মার্কেটে গেলে আপনাদের কিনাকাটা দেখে আমার বড্ড আনন্দ লাগছে ইদানিং! :P

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:১১

কলাবাগান১ বলেছেন: "পৃথিবীতে একমাত্র বাবা মা চাই তার ছেলে তাদের চেয়ে বড় হোক!"

মেয়ে বড় হোক তা তারা চায় না!!!!!!!

১১ ই জুন, ২০১৭ রাত ১১:২৭

আবদুর রব শরীফ বলেছেন: ছেলে দুই প্রকার ক) মেয়ে ছেলে খ) ব্যাটা ছেলে

২| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো...

১১ ই জুন, ২০১৭ রাত ১১:৩০

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যযোগ

৩| ১১ ই জুন, ২০১৭ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: এবার বেতনের টাকা সব দিয়েছি। আমার পকেট একেবারে ফাঁকা। চলতে খুব কষ্ট হচ্ছে।

আচ্ছা, ভালো কথা- আপনি আমার ব্লগে আসেন না কেন? আমার ব্লগ পড়েন না কেন?

১১ ই জুন, ২০১৭ রাত ১১:৩১

আবদুর রব শরীফ বলেছেন: ব্লগে আসলে তেমন আসা হয়না! কম্পিউটার ল্যাপটপ নেই তাই! মোবাইল থেকে যা পারি করি ব্লগিং!

৪| ১২ ই জুন, ২০১৭ রাত ১০:৪৪

আলগা কপাল বলেছেন: ঠিকই বলেছেন।

১৩ ই জুন, ২০১৭ রাত ৮:৪৫

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.