নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ছোট ভাই

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

ভাই কেমন আছেন? আসেন এক কাপ চা খায়! শরীল স্বাস্থ্য ভালো তো?
.
ভালো আছি কিন্তু পিঁপড়ার পাছা টিপলেও তেল বের হয় কিন্তু তোর মানি ব্যাগ থেকে দুই টাকা বের হওয়া তো অসম্ভব! আর সেই তুই বলছিস, চা খাওয়াবি!
.
ভাই শুধু চা না! বার্গার স্যান্ড উইচ যা খেতে চান আপনাকে তা খাওয়াবো! আপনি কিন্তু না করতে পারবেন না!
.
আচ্ছা চল! তয় এক্কান কথা আমার সুন্দরী ছাত্রীটির কিন্তু অ্যাপেয়ার আছে! প্রেম করিয়ে দেওয়ার জন্য আবদার করে লাভ হবে না!
.
আরে দূর ভাই কি যে বলেন আমি কোন উদ্দেশ্যে নিয়ে আপনাকে খাওয়াবো আপনি ভাবতে পারলেন!
.
হঠাৎ করে আমার ছোট ভাইটি এভাবে চেঞ্জ দেখে খুব ভালো লাগছে! সকালে বাসাতে বাজার করার জন্য পাঁচশ টাকা দিয়েছি তা নাহলে তুই খাওয়ালেও বিলটা আমি দিতাম! বড় ভাই হিসেবে একটা দায়িত্ব কর্তব্য আছে না!
.
না ভাই! কি যে বলেন আমি আপনাকে খাওয়াচ্ছি! কত্ত খুশি লাগতেছে আমার! ইচ্ছে করতেছে প্রতি সপ্তাহে এমন একটা ট্রিট আপনাকে দিই!
.
চাঁদের টুকরো ছোট ভাইয়ের এমন কথা শুনে বড় ভাইয়ের চোখে জল! সে আপূর্বের মতো কাঁদতেছে!
.
এমন দৃশ্য দেখে ছোট ভাই বললো, আপনাকে অপূর্ব লাগছে!
.
ভাই খুশিতে গদগদ হয়ে বললো, আচ্ছা বলতো হঠাৎ তুই আমাকে খাওয়াচ্ছিস কেনো?
.
ছোট ভাই বললো, বড় ছেলে তাই! যদি বেয়াদবি মনে না করেন তাহলে একটি কথা বলি? আপনার প্রেমিকা কি আছে না চলে গেছে? সে কি মেহজাবিনের মতো সুন্দর?
.
পরের দিন ছোট ভাইয়ের প্রেমিকা ছোট ভাইকে প্রশ্ন করলো, তোমার দুই গাল এতো লাল কেনো!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.