নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

গুরু গরীব বানাইলা কি দিয়া!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৭

মাঝে মাঝে ব্যস্ত রাস্তা দিয়ে হাঁটার সময় আশে পাশের শত শত মানুষের পায়ের দিকে লক্ষ্য করে দেখি ওরা কোন ব্রান্ডের জুতো পড়ে আজ বেরিয়েছে!
.
তারপর নিজের পায়ের দিকেও তাকিয়ে মনে মনে বলি, শালা! কথায় কথায় গরীব বলে এতো ভাব ধরোস্ কেরে! এপেক্স লেটেস্ট মডেল তো তার পায়ে!
.
তারপর তাদের প্যান্টের দিকে তাকায়! কুঁচকানো প্যান্ট! শেষ কবে আইরন করেছিলো কে জানে! কেউ কেউ তো প্যান্ট লুঙ্গীর মতো গিট্টু গিয়ে পড়ে!
.
তারপর নিজের দিকে তাকিয়ে বলি, শালা! ফেরদৌস/খাজা থেকে ৬৫০ টাকা দিয়ে প্যান্ট সেলাই করে ভাব ধরোস তুই গরীব মানুষ!
.
মাঝে মাঝে ইচ্ছে করে ওদের জাইঙ্গাটাও একটু দেখতে! ছেঁড়া টেড়া আছে কি না! যদিও শর্ট প্যান্ট একটু ফুটো থাকলে আমরা মধ্যবিত্তরাও চালিয়ে নিই!
.
ওদের শার্টের সাথেও আমাদের শার্টেরও বেশ পার্থক্য থাকে! তবুও আমরা মধ্যবিত্ত বলে বলে গলা ফাটিয়ে ফেলি!
.
গুরু এ কেমন জীবন দিলা দয়াল! পাশে দিয়ে প্রাইভেট কার যায় আমার নাই! আই ফোন এইট নাই! রেডিসন ব্লু তে নাস্তা করার তৌফিক নাই! কত কিছু নাই! আহারে জীবন! বালের জীবন! বাধ্য হয়ে টাকা বাঁচাতে বাসে চলতে হয়! কত কি!
.
কিন্তু নিম্নবিত্তদের মধ্যে একটা বিষয় থাকে, আল্লাহ খুওব ভালো রাখছে! আলহামদুলিল্লাহ!
.
হাতে পঞ্চাশ হাজার টাকা দামের ঘড়ি! বিশ হাজার টাকা দামের পারফিউম! আইফোন সিক্স! লক্কর ঝক্কর হলেও একটা ভালো গাড়ি এবং বাড়িও আছে তবুও সারাক্ষণ দীর্ঘশ্বাস ফেলে আক্ষেপ গরীব গরীব বলে!
.
ইয়া মোটা এক ভদ্রলোককে একবার লিকলিকে একজন জিজ্ঞেস করেছিলো ভাই আপনার নাম কি? সে বলেছিলো, কুদ্দুস আলী কাহিল! তা শুনে চিকনগুনিয়ায় আক্রান্ত আক্কাস জবাব দিয়েছিলো, আপনি কাহিল হলে আমি আক্কাস আলী নাই!
.
কিছুদিন আগে নিউইয়র্কের ইয়ুটিউব প্রাংকস্টার কোবি পারসিনের শখ হয়েছিল কিছু ডলার তার কোটের সাথে লাগিয়ে মানুষের লোভ পরীক্ষা করবে, যেই ভাবা সেই কাজ কিন্তু দুঃখের বিষয় তার ডলারগুলো সব ধনীরা বিভিন্ন সমস্যা দেখিয়ে নিয়ে গেছে
.
শেষে একটা গরীব এক বেলা খাওয়ার জন্য দুই ডলার চেয়ে নিল এর বেশী সে নিতে রাজি হয়নি তবুও পারসিন তাকে ৬০ ডলার অনেক জোর করে পকেটে ডুকিয়ে দিয়েছিলেন!
.
কোবি পারসিনের রেফারেন্সটি এই লেখায় আবার টানলাম কারণ যার বেশী আছে তার অভাবও বেশী!
.
রবী ঠাকুর তাই হয়তো বলেছিলেন, 'এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি!'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.