নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বাপরে বাপ!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

বাবা নতুন ফেসবুক খুলে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিলো! ছেলে বাবাকে ব্লক দিলো!
.
বাবাও কম যায় না তার আরেকটি নম্বর দিয়ে ফেইক আইডি খুলে আবার ছেলেকে রিকু দিলো!
.
ডিজিটেল ছেলে বাবার আরেকটি নাম্বার দিয়ে চেক ইন করে দেখলো এটা তার বাবার ই ফেইক আইডি!
.
উপায়ন্তর না পেয়ে বাবার পূর্বের আইডি আনব্লক করে নিজেই ফ্রেন্ড রিকু দিলো
.
ফেসবুকের কল্যাণে বাবাও যখন ফেসবুক ফ্রেন্ড তখন ছেলেটি সকালে উঠে বাবাকে ইনবক্স করলো, ফেবু দোস্ত কেমন চলছে ফেসবুক...?
.
অপমানে এবার ছেলেকে বাবা ব্লক দিলো!
.
অতপর ছেলে বাবার ফেইক আইডিতে ইনবক্স করলো, আমার ফ্রেন্ডলিস্টের ৪২০ তম বন্ধু হিসেবে তোমাকেও স্বাগতম!
.
একটু পর বাবার নামটি কালো হয়ে গেলো!
.
আমার বাবা ফেসবুক ব্যবহার করে না! আমাদের অনেকের বাবা ফেসবুক ব্যবহার করে না! আমরাই হয়তো শেষ প্রজন্ম যারা স্বাধীনভাবে ফেসবুক ব্যবহার করতে পারি!
.
কিন্তু,
.
কিছু কথা আছে যা মুখ খুলে বলা যায় না! বাবা মায়েরা যখন পুরোদমে ফেসবুক ব্যবহার করবে তখন,
.
হয়তো কোন এক সকালে অফিসের কাজের ফাঁকে ক্লান্তির অবসরে ফেসবুকে ডু মেরে দেখবে,
.
তার ছেলে স্ট্যাটাস দিয়েছে, আমার বাবা পৃথিবীর সেরা বাবা!!! বাবা লাইক কমেন্ট প্লিজ!!!
.
বাবা মুচকি হেসে এড়িয়ে যাবে লেখাটি! ভান করে থাকবে না দেখার!
.
পরের দিন পাঁচশ টাকা বের করে দিয়ে বলবে, বন্ধু বান্ধবদের নিয়ে কিছু খেয়ে নিস্!
.
এর পরের দিন আরেকটি স্ট্যাটাস প্রসব হবে, আমার বাবা পৃথিবীর সেরার সেরা বাবা!
.
বাবা এবার খুশিতে একটি মোবাইল নিয়ে বাসায় হাজির!
.
ছেলে দ্বিগুণ খুশিতে এবার টাইমলাইনে লিখলো, আমার বাবা সেরার সেরার সেরা বাবা! লাইক কমেন্ট লাগবে না! নেক্সট একটা ডিএসলার দিও!
.
সেখানে এক বন্ধু কমেন্ট দিলো, প্রতিদিন সকালে উঠে রোজ একটি করে স্ট্যাটাস দিলে যদি আমার বাবাও তোর বাবার মতো এটা ওটা গিফট করতো তাহলে আমিও এমন করে স্ট্যাটাস দিতাম!
.
পরে বাবা আর কিছু গিফট করলো না আকস্মিক ভাবে!
.
অনেকদিন বিভিন্ন ভঙ্গিতে বাবা নিয়ে লিখেও কোন কাজ হচ্ছে না দেখে শেষ বাবাকে নিয়ে একটি স্ট্যাটাস দিলো, 'বাপরে বাপ!'
.
বাবা এই প্রথম ছেলের লেখায় 'হাহা রিয়েক্ট' দিলো! :p

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮

শিহাব প্রামাণিক বলেছেন: হাহাহা

ভালই বলেছেন। :D

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩

কাউয়ার জাত বলেছেন: আপনার প্রত্যেকটা লেখাই মজাদার এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। বুড়া আঙ্গুল দিলাম।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

আবদুর রব শরীফ বলেছেন: সেই থেকে হায় এমন একটি কমেন্টের জন্য অপেক্ষা করছিলাম!

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

ঠ্যঠা মফিজ বলেছেন: বেশ লাগল কথাগুলো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯

আবদুর রব শরীফ বলেছেন: শুনে আনন্দিত হলাম

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

কাউয়ার জাত বলেছেন: আমিও অনেকদিন ধরে অনুভব করছিলাম আপনি এরকম একটি কমেন্টের জন্য মুখিয়ে আছেন। না পেতে পেতে হতাশায় পেয়ে বসেছিল নিশ্চয়ই? আজকে তো তাহলে আপনার ঈদ! দেন ট্রিট বা সালামি কিছু একটা দেন।
আহারে কতদিন পেট ভরে বাতাসা খাইনা!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

আবদুর রব শরীফ বলেছেন: সত্যি স্মরণীয় একটি দিন আমারও ইচ্ছে হচ্ছে ট্রিট দিয়ে বরণীয় করে রাখতে!

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭

উদাস মাঝি বলেছেন: হা হা হা মজা পাইসি ;)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১

আবদুর রব শরীফ বলেছেন: হিহি ধন্যবাদ

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩২

স্বল্প বাঁধন বলেছেন: মজার খোরাক!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাসলাম। ভালো হয়েছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০০

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

বর্ষন হোমস বলেছেন:
ভাল লেগেছে

ধন্যবাদ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০০

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ আপনাকেও

৯| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৬

এম আর তালুকদার বলেছেন: পোস্টটি ভাল লেগেছে কিন্তু আমার বাবা কোনদিন দেখতে পাবেনা তাকে নিয়ে কি লিখলাম।আমার বাবা সেরা বাবা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.