নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

দেহ ঘড়ি

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৯

দেহঘড়ি নিয়ে গবেষণা করে যুক্তরাষ্ট্রের তিন জিনবিজ্ঞানী এবার নোবেল পেয়েছে অথচ 'মন আমার দেহ ঘড়ি সন্ধান করি' আবদুর রহমান বয়াতি তা রচনা করে গান করে গেছেন কয়েক যুগ আগে,
.
তো এরশাদ কাক্কুর বউ স্বর্গে গিয়ে দেখলো সেখানে সব মন ঘড়ি আর মন ঘড়ি! এক এক ঘড়ি এক এক ভাবে ঘুরছে! বউ তো অবাক! সে স্বর্গের দারোয়ানকে ডেকে জিজ্ঞেস করলো, পৃথিবীর বুকে দেখতাম সব ঘড়ি একই গতিবেগে চলে কিন্তু এখানে দেখছি উল্টো!
.
কাহিনী কি?
.
দারোয়ান বললো, আসলে হয়েছে কি পৃথিবীর বুকে যে যত বেশী মিথ্যে কথা বলে তার ঘড়ি এখানে তত জোরে ঘুরে!
.
তা বুঝলাম কিন্তু এখানে এরশাদ সাহেবের ঘড়ি টা দেখছি না কেনো!
.
দারোয়ান বললো, ওটা আমি আমার পকেটে রেখে দিয়েছি! স্বর্গের দরজার বাহিরে তো গরম আর ওটা এতো জোরে ঘুরে তা দিয়ে বাতাসের কাজ হয়ে যায়!
.
হালের ইস্যু জান্নাতুল নাইম এভ্রিলের ঘড়িটা কই তাহলে?
.
কাঁদো কাঁদো স্বরে জবাব এলো, সুন্দরীদের মন তো প্রতি সেকেন্ডে চেইঞ্জ হয় সুতরাং মন ঘড়ি যে সবসময় বাতাস দিবে তারও বিশ্বাস নেই!
.
গতকাল বিয়ে বসে আজ বলবে, সখি বিয়ে কাকে বলে? এটি কি খায় না গায়ে দেয়?
.
এমন একটি কৌতুক শুনেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে থাকতে তাই কারো সাথে মিলে গেলে শোভাকলোণীর বাসিন্দা দায়ী হবে না!
.
লক্ষ কোটি বছর পর বিজ্ঞানীরা আবিষ্কার করলো আমাদের দেহের জিনে ঘড়ির অস্তিত্ব!
.
আমি কিছুদিন আগে আফমি প্লাজার টাইম জোন থেকে ক্রিডেন্সের একটি অর্জিনাল ঘড়ি কিনেছিলাম! লাইফ টাইম সার্বিস সুবিধাসহ!
.
আমরা জানি ক্রিডেন্স জাপানি মেশিন দিয়ে তৈরী! চাইনাতে মে বি এসেম্বলিং করা হয়! তেমনি পিরেরে ডুরাল্ড, ফিনিপ পাটেক, পিরেরে কার্ডিন, রোলেক্স, লনজিন্স, সিটিজেন, সিকো, ফাস্ট ট্র্যাক, টাইটান, ওমেগা, রোমানসন, ক্যাসিও, রাডোসহ অনেক বিখ্যাত কোম্পানী বিভিন্ন দেশে ঘড়ি তৈরী করে!
.
ঘড়িগুলোর জনক আছে! কেউ না কেউ তৈরী করে!
.
এখন আমি যদি আবার টাইম জোনে গিয়ে বলি, ভাই আপনার থেকে যে ঘড়িটা কিনেছিলাম তা আপনা আপনি সৃষ্টি হয়েছে! তাহলে কেমন হয়? সৃষ্টিকর্তা বলে কিছু নেই! শূন্য থেকে ঘড়িটা আসছে আবার শূন্যে চলে যাবে!
.
আপনি আমাকে কি বলবেন? নিশ্চয়ই পাগল!!!
.
তেমনি দেহ ঘড়ি আবিষ্কার করে নোবেল প্রাপ্তির কথা বাদ দিলাম কেউ যদি বলে ভাই, দেহ ঘড়ি এমনে এমনে সৃষ্টি হয়েছে তার কোন সৃষ্টিকর্তা নেই! তাকে কি পাগল বলা যুক্তিযুক্ত হবে না?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪২

অরন্য সামির বলেছেন: :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.