নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এগুলো এডিট করা যায় ভাই!

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১১

একটি মেয়ের পাশে নাকে মাস্ক লাগানো মুমূর্ষ বাবার ছবি তার উপরে কিছু লেখা 'এই পিকটা সবার কাছে পাঠাও তার বাবার অপারেশন করতে হবে' খুব ভালো কথা কিন্তু এরপরে লেখা 'এটি একবার সেন্ড করলে এক টাকা করে মেয়েটি পাবে তাই যে যতবার পারো পাঠাও'
.
তারপর থেকে কিছু ফেসবুক ফ্রেন্ড সবার ইনবক্সে ছবিটি পাঠানোর চাকরি পেয়েছে!
.
তাই তো বলি ২০১০ সালের তুলনায় ২০১৬ সালে দেশে বেকারের সংখ্যা কমলেও শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ে কেনো!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে পড়ার সময় হঠাৎ করে দেখলাম কাফন মোড়ানো একটি লাশকে সাপ পেঁচিয়ে রেখেছে এমন লিফলেট প্লে কার্ড ছোট পঞ্জিকা! কবরের আজাবের সময় তোলা ছবি ক্যাপশন দিয়ে লাখ লাখ পিচ্ বিক্রী হওয়া শুরু করলো! অনেকে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ!! তখনো সাধারণ মানুষ জানতো না 'এগুলো এডিটিং করা যায়!'
.
আপনাদের এখন আমি পরিচয় করিয়ে দিবো রাতারাতি লক্ষ লক্ষ কপি বিক্রয় হওয়া তিন টাকা দামের একটি বইয়ের সাথে! তিন চার পৃষ্ঠার একটি নিউজপ্রিন্টের বই সেখানে বানর থেকে মানুষের আবির্ভাব ডারউইনের মতবাদ সূচক একটি শিল্পীর আঁকা ছবি দিয়ে বিশদ্ আলোচনা কিভাবে লোকটি মা বাবার অবাধ্য হওয়াতে মানুষ থেকে বানর হয়ে গেলো!
.
আমি নিজেও তখন টিফিনের টাকা দিয়ে ঐ বইটি কিনে ছিলাম!
.
পরে পত্রিকার অনুসন্ধানী তথ্যের মাধ্যমে জানতে পারলাম স্রেপ গুজব! বইটি বিক্রী করে লাখ লাখ টাকা মুনাফা কামানোই ছিলে প্রেসের উদ্দেশ্য!
.
আহসান হাবীব পেয়ারের ডায়লগটি আবারো মনে পড়লো, 'এগুলো এডিট করা যায় ভাই!'
.
তারপর কিছুদিন আগে দেখলাম মাওলানা সাঈদী সাহেবকে চাঁদে দেখা গেছে এমন ছবি নিয়ে এসে কেউ কেউ হাজির তার কিছুক্ষণ পর দেখলাম আমাদের জনপ্রিয় এরশাদ কাক্কুকেও চাঁদে দেখা যাচ্ছে!
.
ফেসবুকে গুজব ছড়িয়ে শেয়ার ক্রেতাদের ভুল তথ্য পরিবেশন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু মহল তার খবরটিও আবার ফেসবুক মারফত কিছু দিন আগে পড়ে অবাক হলাম!
.
ফেসবুকে ছেলে ধরা গুজব ছড়ানোর অভিযোগে জানুয়ারি মাসে সজল দাশ নামক এক ছেলেকে ভারতের অশোক নগর থানার পুলিশ ধরেছিলো! অবাক ব্যপার হলো সেই গুজবে কান দিয়ে কিছু নিরপরাধ মানুষ গণপিটুর স্বীকার হয়েছিলো এবং তাদের মধ্যে একজন মারাও গিয়েছে!
.
মনে আছে? ফেসবুকে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করা হয়েছে এমন গুজব ছড়িয়ে কুমিল্লার হোমনার বাকসীতারামপুরে হিন্দু সম্প্রদায়ের ৩৫টি বাড়িঘর ও একটি মন্দির ভাঙচুর করেছিলো মাদ্রাসার শিক্ষার্থীরা!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে দ্বাদশ শ্রেণিতে অর্থনীতি দ্বিতীয় পত্রে পড়েছিলাম, খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে যেমন, ১,২,৩,৪... আর জনসংখ্যা বাড়ে জ্যামেতিক হারে যেমন ১,২,৪,১৬... আর গুজব বাড়ে ১, ১০, ১০০ এমন অগ্নিতিক হারে কারণ আপনাকে কেউ একজন বলবে এই মেসেজটি দশজন ফরওয়ার্ড করেন! দশ জন আরো দশজন করে একশো জন! এভাবে মুহূর্তে গুজব রটে যায়!
.
মনে রাখবেন, এগুলো এডিট করা যায় ভাই!

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২২

আহমেদ জী এস বলেছেন: আবদুর রব শরীফ ,




সময় পেড়িয়ে মানুষ যতোই স্মার্ট হওয়ার , সমঝদার হওয়ার ভাব ধরছে ততোই তারা গরু থেকে গাধা হচ্ছে ।

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫

আবদুর রব শরীফ বলেছেন: তাই তো মনে হচ্ছে

২| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০

শিখণ্ডী বলেছেন: এই ছাগলগুলা কি বোঝে না, সেন্ড প্রতি এক টাকা করে মেয়েটিকে কোন ভূতে এসে দেবে!!!!!!! X(

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৩

আবদুর রব শরীফ বলেছেন: তাদের বদ্ধমূল বিশ্বাস ওই টাকা গায়েবী নাজিল হবে

৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৩

এস আর বিপ্লব বলেছেন: এগুলো পূর্বে করা হয়েছে, বর্তমানে করা হচ্ছে, ভবিষ্যতেও করা হবে আশা করি। প্রযুক্তির উন্নয়ন এর সাথে সাথে এডিটিং এর মান ও বেশ উন্নয়ন লাভ করবে। সাধারন জনগণ একটু সচেতন হলেই এগুলো হ্রাস পেতে থাকবে।

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৪

আবদুর রব শরীফ বলেছেন: কে কাকে সচেতন করবে সেটা এখন ভাবনার বিষয়

৪| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩০

কলাবাগান১ বলেছেন: অর্থনীতি তে আজ নোবেল পুরস্কার ঘোষনা করা হয়েছে...এটা নিয়ে লিখুন... কি কাজ করে পেলেন ,,,,,, উপকার হবে

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৪

আবদুর রব শরীফ বলেছেন: অর্থনীতির ছাত্র ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই ভীতি এখনো কাটিয়ে উঠতে পারিনি!

৫| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই তো কয়েকদিন আগের ঘটনা, দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য বাঁশের কেল্লা (অনেকেই বালের কেল্লা বলে ডাকে) নামক একটা সাম্প্রদায়িক মিথ্যাচার প্রচারকারী ফেসবুক পেজ থেকে এক ভিডিও প্রকাশ করা হয়েছে যে মসজিদ ভাঙো মসজিদ ভাঙো স্লোগান দিয়ে। কিন্তু আবাল ছাগল গুলি এডিট করেছে তা মানুষে সহজেই বুঝতে পারায় হয়তো কিছু হয়নি। কিন্তু আশ্চার্য্য লাগছে কিছু ছাগল এডিট করা ভিডিও দেখেই বিচার বুদ্ধি খেয়ে কল্লা কাটো, মন্দির ভাঙো বলে শ্লোগান তুলেছে দেখি!
কাজেই বলাই যায় এদেশে ছাগলের অভাব নেই কোন অংশেই। তাইতো, মাঝেমধ্যে নিজ দেশের জন্য একটু নয়, অনেটাই চিন্তা এসেই যায়... জীবন সাগরের মন্তব্যের কথাটুকু মনে পড়ে গেল এডিট করা কথা শুনে,

গুজবে কান দেয়ার লোকের অভাব নেই দেশে।

অদূর ভবিষ্যৎে আমাদের দেশে কাঁঠালপাতার সঙ্কট দেখা দিবে এটা নিশ্চিত হয়েই বলা যায়....

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫

আবদুর রব শরীফ বলেছেন: কান নিয়ে গেছে চিলে

৬| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৪

আবদুল মমিন বলেছেন:

তা হলে সাইদির পরকিয়ার একটা অডিও কি এভাবেই এডিট করে করা হয়েছিল ?

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫

আবদুর রব শরীফ বলেছেন: হবে হয়তো তা তো শুনিনি

৭| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৯

আবদুল মমিন বলেছেন:

নাঈম জাহাঙ্গীর নয়ন
অদূর ভবিষ্যৎে আমাদের দেশে কাঁঠালপাতার সঙ্কট দেখা দিবে এটা নিশ্চিত হয়েই বলা যায়....

ভাই যে দেশে পাগলের অভাব হয়না সে দেশে ছাগলের অভাব কি ভাবে হয় ? দেশের মদ গাঞ্জা থেকে শুরু করে কচুরিপানা পর্যন্ত শেষ করে পালাইতেছে , সেখানে কাঠাল পাতা একটা মামুলি বেপার মাত্র ।

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৬

আবদুর রব শরীফ বলেছেন: ওরা কিন্তু সবাই সুশিক্ষিত কিন্তু স্বশিক্ষিত কি না তা নিয়ে প্রশ্ন রয়ে যায়

৮| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৭

ফেরদৌসা রুহী বলেছেন: আমি গুজবে কান দেইনা

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

আবদুর রব শরীফ বলেছেন: গুজব আমলে নিয়ে পরীক্ষা করে দেখা দরকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.