নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অপবাদ

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯

জান্নাতুল নাঈম এভ্রিলের দাবী সম্প্রতি তাকে নিয়ে যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তা তার ছবি না!
.
তাহলে বলা যায় এটি অপবাদ
.
ধরে নিলাম সে খারাপ তবুও তার নামে মিথ্যে অপবাদ দেওয়ার অধিকার কারো নেই
.
সাবিলা নূরের নামে যে ভিডিও লিংক বের হয়েছিলো তা আপনি আমি কতোটা শিওর যে এটা সাবিলা নূরের ছিলো!
.
ধরে নিয়েছিলাম ওটা সাবিলা নূরের ছিলো! যদিও আমি শিওর এটা সাবিলা ছিলো না! ধরেন সাবিলা নূর আপনার বোন! আপনার বোন এমন একটি কাজ করেছে তাহলে কি আপনি এভাবে লিংক শেয়ার করতেন?
.
কিছুদিন আগে দেখলাম এক বিবাহিত দম্পতির ভিডিও ভাইরাল! যে কোন ভাবে লিক হয়ে গেছে ভিডিওটি! তারা নিজেরা মজা করে করেছে! আপনারা সেটা পুরো দুনিয়া করে দিলেন!
.
ধরেন আমি বিয়ে করেছি! তারপর আপনাদের ভাবীর সাথে একটি লুল ভিডিও করেছি! আমার মোবাইলটি চুরি হয়ে গেলো! কেউ ভিডিওটি পেয়ে নেটে ছেড়ে দিলো! তারপর আবদুর রব শরীফের স্কান্ডাল ভাইরাল!
.
যেটা আজ সাবিলা নূরের সাথে ঘটেছে সেটা আগামীকাল আমার সাথে ও ঘটতে পারে অথবা আপনার সাথেও!
.
একটি অন্তরঙ্গ ভিডিও আপনারও থাকতে পারে সেটি স্পাম বা ম্যালওয়ারের মাধ্যমেও লিক হয়ে যেতে পারে! হতেই পারে!
.
আমার বোন নেই কিন্তু আপনার তো বোন আছে! এমন একটি ভিডিও তারও থাকতে পারে! মানুষ ফেরেশতা না!
.
আজ সাবিলা নূরের যে ভিডিওটা দেখে আপনি ছিঃছিঃ করছেন সেটা হয়তো মধ্য রাতে আপনার বিনোদনের উৎস হবে! দেখবেন আর ভাববেন! ইশ! আমি যদি সাবিলা নূরের সাথের ছেলেটি হতাম!
.
খেলা জমতো! একবার ভেবে দেখেন আমি আপনি কতটা বাস্টার্ড হলে এমন বিষয়গুলো নিয়ে লালায়িত হয়!
.
২০১৫ সালের ফেব্রুয়ারিতে বন্ধুর মোবাইলে ধারণকৃত ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকিতে আত্মহত্যা করেছিলেন পল্লবীতে বসবাসরত ২৫ বছর বয়সী সোনিয়া!
.
২০১৬ সালের জানুয়ারি মাসে ভারতের উত্তর প্রদেশে এক মাঝবয়সী নারীকে গণধর্ষণ করে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার পর ওই নারী অপমানে বিষপানে আত্মহত্যা করেছিলেন!
.
২০১৬ সালের নভেম্বর মাসে অশ্লীল ভিডিও প্রর্দশনের কারণে আত্নহত্যার পথ বেছে নিয়েছিলেন সিলেটের মধুবন ব্রেড ফ্যাক্টরির নারী শ্রমিক জাহানারা!
.
২০১৭ সালে ফেব্রুয়ারিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর হুমকির কারণে এক ছাত্রী লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলো!
.
২০১৭ সালের এপ্রিল মাসে টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের ভিডিও চিত্র ইন্টারনেটে প্রকাশের হুমকি দেয়ায় সুমী আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছিলো!
.
আমার বাড়ি সন্দ্বীপ গিয়েছিলাম ২০১৩ অথবা ১৪ সালে তখন অনেকের মোবাইলে দেখলাম কোন এক বকাটের এডিট করা একটি মেয়ের ছবি তাতে লেখা মেয়েটির বিয়ে হচ্ছেনা! তাতে মেয়েটি লজ্জায় আত্মহত্যা করতে চেয়েছিলো!
.
এমন একটি স্কান্ডাল ভাইরাল হয়েছিলো আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের এক আপুকে কেন্দ্র করে! তখন আমি মে বি অর্থনীতি ফাস্ট ইয়ারে ছিলাম! আমরা দল বেঁধে চিড়িয়াখানার চিড়িয়া দেখার মতো করে তাকে দেখতে গিয়েছিলাম!
.
পরে শুনেছি আপুটি পড়ালেখা ছেড়ে দিয়েছে লজ্জায়!
.
এমন হাজারো ঘটনা আছে! প্রতিদিন কত খবর আসে পত্রিকার পাতা ভরে! জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে!
.
আপনার সামান্য একটু বিনোদন এবং লিংক শেয়ারের কারণে আরেকজনের জীবন বিপন্ন!
.
হোক না সে খারাপ মানুষ! সৃষ্টিকর্তাও তো খারাপ মানুষদের রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন অসীম দয়ায়!
.
সবচেয়ে বড় কথা মানুষ মাত্রই ভুল! আপনি আমি কি সাধু না অসাধু তা আমরাই ভালো জানি!
.
একজন মানুষ দোষ করেছে তা সত্যি হওয়া সত্ত্বেও বলে বেড়ানো পরনিন্দা যা আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো নিন্দনীয় কাজ!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি একবার এক সেকেন্ড হ্যান্ড হার্ডডিস্কে অজানা কারো অন্তরঙ্গ ছবি পেয়েছিলাম। হার্ডডিস্কে এরর থাকায় সে বিক্রি করে দিয়েছিল। পরে রিপেয়ার অপশানে যাওয়ার পর সব ফেরত আসে। তবে আমি সেই সব ছবি ডিলিট করে দিয়েছিলাম। আমার দ্বারা দুইজন মানুষ বিব্রত হওয়া থেকে বেঁচে গেল...

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০

আবদুর রব শরীফ বলেছেন: হয়তো দুটি জীবন বেঁচে গেলো!

২| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৮

বারিধারা বলেছেন: যার মিনিমাম লেভেলের রুচি অথবা বিবেচনা বোধ আছে, সে কোনদিনই তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখবেনা। যারা তুলবে, সবচেয়ে বেশি দোষ তাদেরই, কারণ যা তাদের করার কথা না, সেই বেহুদা কাজ করে তারা অন্যের পাপ করার সুযোগ করে দিল।

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৬

আবদুর রব শরীফ বলেছেন: অন্যের দোষ নিজের কাঁধে নেওয়ারও কোন মানে হয়না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.