নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

হারলেও হারার মতো হারা দরকার! :P

১৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১১

জিতলেও যেমন জেতার মতো জিততে হবে তেমনি হারলেও হারার মতো হারতে হবে! কনগ্রেটজ বাংলাদেশ ক্রিকেট!
.
টমাস আলভা এডিসন বলেছিলেন, আমি বলব না আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারণ বের করেছি!
.
সুতরাং মাঝে মাঝে হারতে হবে! হার মেনে নেওয়া শিখতে হবে আমাদের....!
.
টি টুয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি কৌতুক করে বলেছিলেন, মাঝে মাঝে কলার খোসায় পা পিছলিয়ে পড়ে গেলে কিছু করার থাকে না!
.
সময় যখন অসময় হয়ে ধরা দেয় তখন বলগুলো সব ফেসবুকে ট্রল হয়ে যায়!
.
পিছলে পড়ার পর দর্শকদের তাচ্ছিল্যের হাসি উপভোগ করে ঘুরে দাঁড়ানোর জন্য শক্তি সঞ্চয় করতে হয়!
.
ব্রাজিলের পাওলিনহো যখন জাতীয় দলে চান্স পাচ্ছিলেন না! ক্যারিয়ারের দুঃসময় তখন তার গার্লফ্রেন্ড জাতীয় দলে চান্স না পাওয়ার ব্যর্থতার কারণে তাকে ছেড়ে চলে যায়! তার পর থেকে ব্রাজিল দলের হয়ে গোল করার পর হাত কানের কাছে নিয়ে গিয়ে দর্শকদের মোবাইলে কথা বলার সাইন দেখিয়ে উল্লাস করেন তিনি!
.
পৃথিবী বিখ্যাত বই দ্য আলকেমিস্টে পাউলো কয়োলহোর বলেছিলেন, জীবনের অর্থই হলো সপ্তমবারে ফেইল করে অষ্টম বারের জন্য উঠে দাঁড়ানো!
.
আমি বুঝিনা কেনো আমরা হার মেনে নিতে পারিনা! ফেইলুর দেখলে নাক সিঁটকায়!
.
দীপু নাম্বার টু এর একটি গানের কথা মনে আছে, 'হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে! বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে?'
.
আব্রাহাম লিংকন, রুজভেল্ট, মাও সে তুং, জন মেজর, পেলে, মেরেডোনা, রোনাল্ড থেকে শুরু করে বিল গেটস, ওয়ারেন বাফেট, জ্যাক মা, স্টিভ জবস থেকে শুরু করে সবার জীবনে অসংখ্য বার ফেইলরের ইতিহাস আছে সেসব কাহিনী বর্তমানে মোটিভেশন হিসেবে হট কেক!
.
আমার তো মনে হয় মাঝে মাঝে ইচ্ছে করে হলেও হেরে যাওয়া দরকার! ডাবল জিরো পাওয়া দরকার! বস্তিতে থাকা দরকার! অপমানিত হওয়া দরকার! ব্লা ব্লা!
.
একদিন সফল হলে যখন আপনাকে ঠেলে স্টেজে উঠিয়ে দেওয়া হবে তখন এসব কাহিনী ছাড়া বলবেন টা কি! লিখবেনটা কি!
.
মঞ্চে উঠে কি বলবেন 'হেহে আমি কোন সমস্যা মোকাবেলা না করে সফল হয়ে গেছি! সফলতার পথটি আসলে পুষ্পে ভরা ছিলো! বড়ই কোমল! মেয়েদের হাতের মতো!'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.