নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

হুজুগে বাঙ্গালী

১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৪

মরে যাওয়ার পর চান্দু আবিষ্কার করলো সে স্বর্গে যারা যাবে তাদের একজন
.
খুশিতে স্বর্গের দারোয়ানকে বললো এমন জানলে আগেই মরে যেতাম
.
স্বর্গের একটা নিয়ম আছে! যাওয়ার আগে শেষ একটি ইচ্ছা পূরণ করা হবে!
.
স্বর্গের দারোয়ান জিজ্ঞেস করলো আপনার শেষ ইচ্ছে কি? সে বললো, দুনিয়া থেকে একটি বার আবার ঘুরে আসতে চাই!
.
দারোয়ান তো অবাক! স্বর্গের ক্যাটালগগুলো একটি একটি করে দেখিয়ে বললো এসব কিছু ছেড়ে কোন পাগল কি আবার দুনিয়াতে যেতে চাইবে!
.
সে বললো, আমাকে শুধু একটি বার দুনিয়াতে যাওয়া সুযোগ দিন! যাবো আর আসবো!
.
দারোয়ান বললো, দুনিয়াতে যাবেন ভালো কথা কিন্তু ভুলে কোন পাপ কর্ম হয়ে গেলে তো ফিরে এসে নরকে যেতে হবে!
.
তবুও চান্দু বললো, আমাকে একবার যেতেই হবে! যাবো আর আসবো! পাপ হওয়ার সুযোগ নেই!
.
শেষ অনুরোধ রক্ষা যখন শর্ত তাকে ক্ষণিকের জন্য দুনিয়াতে পাঠানো হলো!
.
তবে দুনিয়াতে সে স্বর্গ না নরকে গেছে সেই বিষয়ে কিছু বলা যাবেনা!
.
দুনিয়াতে এসে মাত্র সে ফেসবুক লগিন করলো! স্বর্গে গেছে তা লোককে জানানোর লোভ সামলাতে পারলো না! দ্রুত একটি স্ট্যাটাস লিখলো তাতে লিখা, আমি মরে গেছি স্ট্যাটাস দিয়ে সবাইকে জানিয়ে দিলাম!
.
সঙ্গে সঙ্গে একজন কমেন্ট করলো, তুই মরে গেলে কি স্ট্যাটাস ভূতে দিয়েছে! স্বর্গে ফিরে যাওয়ার চিন্তা বাদ দিয়ে সে রিপ্লাই করলো, আমি শুধু মরিনি! স্বর্গও লাভ করেছি!
.
আরেকজন রিপ্লাই করলো, স্বর্গ কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে? তাতে আরেকজনের রিপ্লাই, হাহাহা এই প্রথম কোন লেখা দেখলাম যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখা নাই!
.
স্যাড রিএক্ট দিয়ে চলে যাবো এমন সময় একজন কমেন্ট করলো, ভাই স্বর্গে কি ব্লু হোয়াইল খেলা যায়?
.
তারপর স্বর্গের দারোয়ানকে এসএমএস করে দিলাম, এতো কিউট দুনিয়া আর কমেন্ট ছেড়ে আমি এখন আর মরতে চাই না আমার বদল ব্লু হোয়াইল খেলতে চাওয়া লোকটাকে নিয়ে যান প্লিজ!
.
অতঃপর কমেন্টের রিপ্লাই দিয়ে বললাম, জ্বি ভাই! স্বর্গে কয়েকজনকে দেখলাম ব্লু হোয়াইল খেলছে! এর কিছুক্ষণ পর শুনলাম সে পাঁচ তলা থেকে লাফ দিয়েছে!
.
স্বর্গের দারোয়ান এসএমএস করে বললো, এ কেমন আজব চীজ! যে ব্লু হোয়াইল খেলার জন্য ৫০ তম ধাপ আগে ভাগেই কমপ্লিট করে রেখেছে!
.
বললাম, এরি নাম হুজুগে বাঙ্গালী! ওরে নরকে পাঠিয়ে দেওয়া হোক!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: যদিও লেখাটি কাল্পনিক তবুও এখানে ভুলভাবে সব উপস্থাপন করেছেন।

স্বর্গে কি ফেসবুক বা গেইম নেই ?

দুনিয়াতে যদি এসব থাকে তবে স্বর্গেতো কোন কিছুর অভাব থাকার কথা নয়।

স্বর্গ এত সহজ চাইলেই যাওয়া যাবে।

এমন যদি হতো তবে তো বাঙালী বার বার সুযোগ নিতো।

হা. হা. হা.....................................

১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১১

আবদুর রব শরীফ বলেছেন: স্বর্গে তো স্বর্গ! :P

২| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগের পোস্ট গুলোর মত জমেনি...

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.