নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মাঝে মাঝে ঘুমকে গুম করা যায় না

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১৭

এক স্কুলের শিক্ষিকা ক্লাশে ঘুমিয়ে আছেন সেই ছবি ফেসবুকে ভাইরাল!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে আমাদের অংকন শিক্ষক ছিলেন মাজহারুল স্যার তিনি শেষ ঘন্টায় ক্লাশ নেওয়ার সময় আমাদের সবাইকে ঘুমানোর টাস্ক দিয়ে নিজে পাহারা দিতেন কে না ঘুমিয়ে ভান ধরে আছে!
.
আমরা কেউ কেউ ঘুমের অভিনয় করতে গিয়ে ঘুমিয়ে যেতাম!
.
এই তো মাত্র কিছু দিন আগে ঘুমের অভিনয় করতে গিয়ে সত্যি ঘুমিয়ে পড়েছিলেন বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন! সেই ছবি তিনি ব্লগেও আপলোড করেছিলেন!
.
একবার সারা রাত প্যাকটিস করে দিনের বেলায় খেলার মাঠে ঘুমিয়ে পড়েছিলেন ক্রিকেটে জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার!
.
আমাদের এমপি মন্ত্রীরাও মাঝে মাঝে ব্যস্ত সময়ে ঘুমিয়ে পড়ে তা ভাইরালও হয়!
.
দুই শ্রেণির মানুষ অসময়ে ঘুমিয়ে পড়ে যারা খুব ব্যস্ত এবং পরিশ্রমী কিংবা যারা সুযোগ ফেলে ফাঁকি দেয়!
.
স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লায় ভাষণ দেয়ার সময় মঞ্চে ঘুমিয়ে পড়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয়মন্ত্রী অরুণ জেটলি এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কর!
.
থাইল্যান্ডের চিয়াঙ্গ মাই এলিফ্যান্ট নেচার পার্কে কেয়ার টেকার হাতির গায়ে হাত বুলিয়ে কানে ঘুম পাড়ানি গান শুনালে তারাও ঘুমিয়ে পড়ে এমন দৃশ্য ইউটিয়ুবে হইচই ফেলে দিয়েছিলো!
.
পশ্চিম অস্ট্রেলিয়ার এসপেরান্স শহরে চুরি করতে গিয়ে দামী শ্যাম্পেন খেয়ে বাড়িওয়ালার বিচানায় ঘুমিয়ে পড়েছিলেন এক চোর!
.
কেডিএস এক্সেসোরিজে জব করার পর বুঝতে পারি দুপুরে একটু দুই মিনিট ঘুমানোর জন্য কর্পোরেটদের কত আকুতি কাকুতি মিনতি!
.
তো একবার অফিসের বস এসে বলতেছে, চান্দু সাহেব আপনি নাকি অফিসে সারাদিন ইন্টারনেটে শেয়ার বাজার নিয়ে থাকেন! সে বললো, না স্যার! দুপুুরে খাওয়ার পর একটু থাকি! তা শুনে স্যার বললেন, আরে আমি আপনার উপর খুব সন্তুষ্ট! আপনি অন্তত এই উচিলায় হলেও অফিসে ঘুমান না!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩০

শাহিন-৯৯ বলেছেন: আমাদের এক স্যার ছিলেন নাম মিরাজ উদ্দিন, আমরা মাসে হিসাব রাখতাম, স্যার ঘুম ছাড়া কয়দিন ক্লাস নিয়েছে আমাদের।

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৪

আবদুর রব শরীফ বলেছেন: হাহাহা জোস বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.