নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আসছে বছর দ্বিগুণ হবো

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০০

টিপ টিপ বর্ষা! মাতাল হাওয়া!
.
চট্টগ্রামের এক প্রেমিক সম্বন্ধে জানি সে ছুটছে প্রেমিকার কাছে!
.
বরিশালের স্বামী ফোন করে বউকে বলছে আজ রাতে খিচুরি আর ডিম ভাঁজা করিও আমি অফিস থেকে আর্লি ফিরবো!
.
রাজশাহীর কবি আজ এমন দিনে প্রিয় মানুষকে চুমু না খেলে পাপ হবে এহেন ডজন খানেক কবিতা লিখে চলছে!
.
ঢাকা থেকে প্রিয় লেখক কাসাফাদৌজ্জা নোমান ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, বৃষ্টি মাল খাইয়া পড়ছে! এমন বর্ষা লেখকের মাথাও ক্রাশ করে দিয়েছে!
.
যে যার মতো করে সময়টা উপভোগ করার চেষ্টা করছে!
.
আমি একটু আগে বের হয়ে দেখলাম কারেন্ট থাকা সত্ত্বেও বড় বড় দালান গুলোতে লোডশেডিং চলছে! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হাটহাজারী রোড সর্বত্র একই পরিস্থিতি বিদ্যমান!
.
বুঝলাম আজ এই সেক্সি আবহাওয়ায় লেখার মধ্যে সেক্সি ভাব আনতে হবে! একটু দুষ্ট দুষ্ট ভাব নিয়ে লেখা শুরু করলাম সুতরাং আন্ডার এটিন প্লিজ বাবুরা লেপ মুড়ি দিয়ে ঘুমাও!
.
সবাই যখন একদিকে ছুটছে তখন নোয়াখালির এক বন্ধু সে ফার্মেসির দোকান খুলে সারাদিন বসে আছে! আজ সে কোথাও যাবে না বরং অনেকে তার কাছে আসবে!
.
এভাবে নিজের সুখ বিসর্জন দিয়ে দেশ এবং দশের মঙ্গলের জন্য কাজ করে যায় তারা! সুযোগের সৎ ব্যবহার করে এগিয়ে যায় নোয়াখালিবাসী!
.
তাই ঈর্ষাপরায়ণ হয়ে তাদের দিকে অনেকে বুড়ো আঙ্গুল দেখায়! এই ক্রান্তিকালে নোয়াখালির ছেলেটি সেই আঙ্গুলে রাজ মুকুট পড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে!
.
তবে এমন আবহাওয়া চলমান থাকলে আসছে বছর জনসংখ্যা দ্বিগুণ হবে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.