নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অপ্রিয় সত্য চুলকানি থাকলে কমেন্টে চুলকে নিবেন

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০১

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,'মাদ্রাসায় শিক্ষিতরা ইঞ্জিনিয়ার হলে, তারা নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ দেবে না। এ শিক্ষাটি মাদ্রাসা থেকে দেয়া হয়।'
.
আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনেকে হেয় করে মাদ্রাসা বিশ্ববিদ্যালয় বলে! বেপারটা আমার কাছে গর্বের কারণ আমি তুলনা করতে শিখেছি
.
আমি যদিও মাদ্রাসার ছাত্র না তবুও আমি বিশ্বাস করি মাদ্রাসার বেশীরভাগ ছাত্ররা আর যা যা করতে পারে না,
.
ভুলিয়ে বালিয়ে লিটনের প্লাটে নিয়ে ক্রমাগত প্রেমের নামে ধর্ষণ করতে পারে না
.
নিজে কোটি টাকার প্লাটে থেকে বাবা মা কে লাথি মেরে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না!
.
ইয়াবা মাদক হিরোইনে আসক্ত হয়ে রাস্তায় রাস্তায় মাতলামি করতে পারে না!
.
গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে অশ্লীল ইঙ্গিত করতে পারে না!
.
আমার মতো অন্তত ওরা ধর্ম কর্ম থেকে বেখেয়াল থাকে না!
.
ডাল ভাত খেয়েও আল্লাহর শুকরিয়া আদায় করে খোশ মেজাজ নিয়ে
.
বিভিন্ন পার্কে ডেটিংয়ের নামে অশ্লীল কাজ করতে ওদের আপনি দেখবেন না
.
রাস্তার মোড়ে মোড়ে জুয়া খেলার সাথে সিগারেট ফুঁকতে ওদের দেখবেন না
.
পাড়ার দোকানে দোকানে চাঁদাবাজী করতে ওদের দেখা মিলে না
.
বড় বড় ব্যাংক লুট থেকে শুরু করে শেয়ার বাজার কেলাঙ্কারিতে ওদের আপনি খুঁজে পাবেন না!
.
পতিতালয়ে সেবা নিতে ওদের দেখা মেলা দায়!
.
অন্যের বউয়ের সাথে ওদের পরকীয়ায় লিপ্ত হতে দেখবেন না
.
নানা রকম কুকর্মে ওদের না দেখতে দেখতে একদিন আপনি ভুলেই যাবেন দেশে এমন একটি সম্প্রদায় আছে!
.
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন দেখবেন দলাদলি কোলাকোলির নামে সংঘাত সংঘর্ষ তখন হয়তো আপনি ভুলে যাবেন দেশে আরো একটি শিক্ষা ব্যবস্থা আছে যারা এমন কাজে সংবাদের শিরোনাম হয় না!
.
তবুও কোন একদিন যদি কেউ তাদের খুঁত খুঁজে পেয়ে যায় তাহলে তো কথা ই নেই! তারা হয়ে যায় জঙ্গি! সন্ত্রাসী! অমানবিক! বর্বর!
.
টকশো, সভা, সেমিনার, সিম্পোজিয়াম করে প্রচার হতে থাকে ওর মানুষ না অমানুষ!
.
প্রশ্ন এসে যায় ওদের মানুষ করতে আপনি কয় টাকা খরচ করেছেন! রাষ্ট্র থেকে কি কি সুযোগ সুবিধা দিয়েছেন!
.
তবুও দান খয়রাত আর ভিক্ষার টাকা দিয়ে ওরা প্রকৃত মানুষ হতে চেষ্টা করে যাচ্ছে অবিরাম! সেলুট তাদের এবং মন্ত্রীমহোদয়কে এমন একটি সত্যি কথা বলে দেওয়ার জন্যে!

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৬

প্রামানিক বলেছেন: স্যালুট

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৬

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা

২| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৫

মরুচারী বেদুঈন বলেছেন: +++

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৬

আবদুর রব শরীফ বলেছেন: ++++ :P

৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৬

মরুচারী বেদুঈন বলেছেন: তবে তারা যদি সবাই ইসলামী আন্দোলন করত.........

৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: লেজুড়বৃত্তিমূলক ছাত্ররাজনীতির কেন্দ্র ঢাবির আর্টস ফ্যাকাল্টিও আর কয়বছর পর মাদ্রাসা ছাত্রদের দখলে চলে যাবে।
সুদিন আসবে।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬

আবদুর রব শরীফ বলেছেন: দখল বেদখল পরের ইস্যু কিন্তু সত্য বলাটা দরকার

৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২

টারজান০০০০৭ বলেছেন: ভাই ইহা কি বলিলেন! বাংলার আকাশ তো পাঁঠাদের বিচিতে এখন কালো হইয়া যাইবে ! সূর্যেও গ্রহণ লাগিয়া যাইবে ! চুলকানির মহামারী লাগিয়া যাইবে ! মলমের হাহাকার পড়িয়া যাইবে ! কিছু মলম আর চুলকানির হাতা কিনিয়া রাখিতে পারেন ! পরে উচ্চ লাভে বিক্রয় করিবেন !

৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪২

আবু তালেব শেখ বলেছেন: আদি সত্য কথাগুলো
অবশেষে মন্ত্রী মশাই বললেন।
দেখেন ওনার মন্ত্রীত্ব থাকে কিনা।
আধা পাগল সাব্যস্ত করে পদত্যাগে বাধ্য করাও হতে পারে

৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যুক্তিসঙ্গত কথা। সহমত।

৮| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই জানে, কেউ কেউ স্বীকার করে না আবু লাহাবদের মত...

৯| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:২০

সচেতনহ্যাপী বলেছেন: আমাদের মন্ত্রীগন!! আহা আহা, মনে হয় উনাদের নমের আগে এইচ এইচ অথবা এইচ ই দিয়ে দেই ।। মাঝে মাঝেই উনারা এমন সব উচ্চ মার্গর বানী দিয়ে থাকেন।। যার পুরোটাই বিশেষ তলে চুবানো।। যেমন সেনর কাজ পুলিশ ধরা না!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.