নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

লিপিস্টিক

২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শোভাকলোণিতে বহুদিন আগে একটি ফেরিওয়ালা আসতো 'এইইইই লিপিস্টিক আছে লিপিস্টিক' হুংকার দিয়ে এরপর ললনারা তাকে ঘিরে ধরতো লিপিস্টিক কিনতে!
.
জেলাস হতাম খুওব! সেদিন মাই এইম ইন লাইফ ইজ এ লিপিস্টিক বিক্রেতা হওয়ার স্বপ্ন দেখতাম!
.
ভাবতাম আজ যদি আমি লিপিস্টিক বিক্রেতা হতাম কত মেয়ে চারপাশে আমাকে ঘিরে রাখতো! যদিও তখন কোন মেয়ে আমার সামনে আসলে হাটু কাঁপতো!
.
লিপিস্টিক বিক্রেতা যখন হতে পারিনি কি হয়েছে! লিখতে তো দোষ নেই! লিখে মেয়েদের ঠোঁট থেকে লিপিস্টিক উঠিয়ে দিবো আজ!
.
অতপর একটি রম্য নিউজ পড়েছিলাম অনেকদিন আগে কোন এক ১৪ ফেব্রুয়ারিতে প্রেমিকাদের লিপিস্টিকে ভেজাল থাকায় পরের দিন হাজার হাজার প্রেমিক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলো!
.
তৎকালীন একটি জরিপে দেখা গিয়েছিলো উৎপাদিত লিপিস্টিকের আশি ভাগ পুরুষদের পেটে যায়!
.
'প্রিয় তোমার ঠোঁট এতো মিষ্টি কেনো' এমন সব বাণীর পিছনে যে লিপিস্টিক কোম্পানীগুলোর 'সেকারিন' ষড়যন্ত্র আছে তা প্রেমিকা মাত্রই স্বীকার করতে অপারগ!
.
মিষ্টি ক্রেডিট তার ই থাকুক
.
আসুন একটু সিরিয়াস কথা বলি,
.
সম্প্রতি ভারতের সেন্টার অব সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (সিএসই) গবেষণায় উঠে এসেছে ৫০ শতাংশ লিপিস্টিকে রয়েছে ক্রোমিয়াম যা ক্যান্সার সৃষ্টির অন্যতম কারণ!
.
মেয়েদের মনে রাখা দরকার বিশ্বের সেরা প্রসাধনী প্রস্তুতকারী রেভলন, কভার গার্ল, লরিয়াল, ক্লিনিক কিংবা ম্যাক থেকে শুরু করে হালের অলি গলি গার্নিয়ার নেভী ফেয়ার এন্ড লাভলী যে ব্রান্ড আপনি ব্যবহার করুন না কেনো সৃষ্টিকর্তার দেওয়া সৌন্দর্য ই বেস্ট!
.
ঘরোয়া পদ্ধতিতে শীতের সবজি বীট, মোম এবং নারিকেল তৈল দিয়ে সহজে লিপিস্টিক তৈরী করে তা যতখুশি দিতে পারেন
.
কিন্তু,
.
বাজারে সীসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, পারদ, অ্যান্টিমনি, ফর্ম্যালডিহাইড, কার্সিনোজেন, মিনারেল অয়েল ও পেট্রোকেমিক্যালস মিশ্রিত লিপিস্টিক সাময়িকভাবে লাল গোলাপি টিউিলপি করলেও তা ক্রমান্বয়ে ঠোঁটের রং আরো কালো নষ্ট এবং ফ্যাকাশে করে দেয়!
.
তাই এখন আমাদের ব্যাচলরদের স্লোগান হবে,
'আমরা বিয়ের পর একটি নির্ভেজাল ঠোঁটে চুমু খেতে চাই!'

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

রাসেল উদ্দীন বলেছেন: বাহ! চমৎকার একটি ব্যপারে সতর্ক করেছেন! একজন ব্যচেলর হিসাবে আপনার দাবীর সাথে একমত!!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪

আবদুর রব শরীফ বলেছেন: এক দফা এক দাবি :P

২| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



সন্দ্বীপে লিপিষ্টকের চাহিদা আছে, টাকা আছে, মেয়ে আছে; ওখানে কে ডি'র থেকে বেশী সুযোগ, এখনো সময় আছে!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৫

আবদুর রব শরীফ বলেছেন: চিন্তা করতেছি ভাও

৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালোই তো! লিপস্টিকওয়ালা হওয়ার স্বপ্ন দেখে আপনি আজ কেডিএস-এ। আর আমি ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে আজ মধ্যপ্রাচ্যে কামলা...

৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: অনেকদিন আগে কোন এক ১৪ ফেব্রুয়ারিতে প্রেমিকাদের লিপিস্টিকে ভেজাল থাকায় পরের দিন হাজার হাজার প্রেমিক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলো!
.
তৎকালীন একটি জরিপে দেখা গিয়েছিলো উৎপাদিত লিপিস্টিকের আশি ভাগ পুরুষদের পেটে যায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.