নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ইস্যুঃ হাজারো নারীর মন আহত নিহত করে তাসকিন আজ বিবাহিত

০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০১

তাসকিন গত জানুয়ারি মাসে কালের কন্ঠকে বলেছিলেন, 'আসলে টেস্ট ক্রিকেটটা বেশ কঠিন। শরীরে অনেক স্ট্রেস পড়লেও আমি খুব উপভোগ করেছি!'
.
এখন তিনি তারচেয়ে কঠিন টেস্ট ম্যাচের দিকে এগুচ্ছেন!
.
তাসকিনের একজন ফ্যান হিসেবে বলবো শুনেছি দাম্পত্য জীবন অনেক কঠিন তবুও টিকে থেকে উপভোগ করবেন সেই প্রত্যাশা রেখে গেলুম!
.
দাম্পত্য জীবনে কিভাবে টিকে থাকবেন সেই শিক্ষা দিয়ে গিয়েছিলেন স্বয়ং ক্রিকেট লিজেন্ড সুনীল গাভাস্কার! তিনি একটি টেস্ট ম্যাচে ৬০ ওভার টিকে থেকে ১৭৪ বলে ৩৬ রান করে সেই রান দম্পতিদের উৎসর্গ করেছিলেন!
.
আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই ক্রাশ খাওয়া মেয়েটিকে যে তাহসান আর তাসকিনের উপর ক্রাশ খাওয়ার পর আমাকে বলেছিলো, ভাইয়া আমি তো ফিদা! তাকে বলেছিলাম তারচেয়ে বরং এক সময়ের জনপ্রিয় ক্রিকেটার এন'কালার উপর ক্রাশ খাও সেটা ঢেড় ভালো!
.
মেয়েটি বলেছিলো এতো ছেলে থাকতে আমি কেন এন'কালার উপর ক্রাশ খেতে যাবো? উত্তর দিয়েছিলাম শ্রদ্ধেয় চৌধুরী জাফরউল্লাহ শরাফত বলেছিলেন 'এন'কালা - তিনি নামেও কালা, দেখতেও কালা!'
.
তার আরও একটি উক্তি আজ মনে পড়ে গেলো, 'আম্পায়ারকে অতিক্রম করে বোলার বল করলেন!'
.
আজ হাজারো মেয়ের ক্রাশ তাসকিন তাদের অতিক্রম করে রাবেয়ার দিকে বল ছুড়ে মারলেন! খেলা হপ্পে!
.
নীরব দর্শকের ভূমিকায় থেকে আমরা ছেলেরা সেই খেলা উপভোগ করলাম! বিনোদিত হলাম! শুভ কামনা রেখে গেলাম!
.
হুটহাট করে কোন পরিকল্পনা ছাড়া তাসকিন কেনো বিয়ে করতে গেলো এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য মাশরাফি বিন মর্তুজার একটি উক্তি লেখায় নিয়ে আসলাম, 'আমি কখনোই আমার জীবনে কোন কিছুর জন্য পরিকল্পনা করিনি—পরীক্ষার জন্যও না, অথবা কোন অনুষ্ঠানের কাপড় কেনার জন্যও না। আমি সবসময় শেষ মুহুর্তে যেটি সঠিক বলে মনে হয়েছে সেটি করেছি!'
.
আমিও একদিন বিয়ে করবো! হুট করে ঘোষণা দিয়ে বলবো, আবদুর রব শরীফ আজ থেকে আহত নিহত কোনটি নয় বরং বিবাহিত! :p

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

রানার ব্লগ বলেছেন: এটাই সমস্যা, বাংলাদেশের খেলোয়াড়দের একটু নাম হলেই বিয়েই যেন শেষ চিকিৎসা। খেলাটা খেলুন তো আগে, তার আগেই বিবাহ নামক খেলায় মেতে গেলে ফাস্ট বোলার কে স্লো মিডিয়াম বোলার ও বোলবে না লোকে।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪০

আবদুর রব শরীফ বলেছেন: এটা কিন্তু চিন্তার বিষয় বটে!

২| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

বানেসা পরী বলেছেন: তাসকিনের জন্য শুভ কামনা।

দু:খ পাইয়েন না ভাই।
আপনার মনের আশাও পূরন হবে একদিন।
(আমিন না বলে যাবেন না)

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪১

আবদুর রব শরীফ বলেছেন: আমিন না বলে চলে গেলাম :P

৩| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দিল্লীকা লা্ড্ডু
খেয়েও পস্তাবেন,
না খেয়েও পস্তাবেন,
সুতরাং খেয়ে পস্তানোই ভালো।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪১

আবদুর রব শরীফ বলেছেন: একদম ঠিক!

৪| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: মাশরাফি বিন মর্তুজার একটি উক্তি লেখায় নিয়ে আসলাম, 'আমি কখনোই আমার জীবনে কোন কিছুর জন্য পরিকল্পনা করিনি—পরীক্ষার জন্যও না, অথবা কোন অনুষ্ঠানের কাপড় কেনার জন্যও না। আমি সবসময় শেষ মুহুর্তে যেটি সঠিক বলে মনে হয়েছে সেটি করেছি!'

মাশরাফি'র কথাটা ভীষণ ভালো লাগলো।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২

আবদুর রব শরীফ বলেছেন: মাশরাফি খুব ভালো একজন অনুপ্রেরণা দায়কও বটে!

৫| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫

নিরাপদ দেশ চাই বলেছেন: মাত্র ২২ বছর বয়সে বিয়ে!

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২

আবদুর রব শরীফ বলেছেন: খারাপ কি!

৬| ০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

@ নিরাপদ দেশ চাই
আমাদের সরকার বিয়ের সর্ব নিম্ন একটা বয়স নির্ধারণ করে দিয়েছেন,
সুতারাং আইনের সাধ্যি কি আটকায় তাদের।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

আবদুর রব শরীফ বলেছেন: একদম ঠিক! বিয়ে করে মরে গেলেও ভালো! :P

৭| ০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

@ নিরাপদ দেশ চাই
আমাদের সরকার বিয়ের সর্ব নিম্ন একটা বয়স নির্ধারণ করে দিয়েছেন,
সুতারাং আইনের সাধ্যি কি আটকায় তাদের।

৮| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাসকিন হাজারো নারীর পছন্দের মানুষ তা জানতাম না। :||

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.