নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এ কেমন মজা নেওয়া! ট্রল!

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৪

ক্লাশের শেষ বেঞ্চের একটি ছাত্র যে পড়াশুনায়ও অমনোযোগী! একটি মেয়ের পিছনে ঘুরঘুর করছে! মেয়েটি তাকে পাত্তা দিচ্ছে না!
.
ছেলেটির না আছে যোগ্যতা! না আছে ক্যারিয়ার! না আছে সামাজিক মর্যাদা! এই যখন অবস্থা তখন মেয়েটি প্রেম করবে কি করবে না তা নিয়ে দশবার চিন্তা করবে এটা স্বভাবিক!
.
তবুও মেয়েটি একদিন সেই অখ্যাত ছেলেটির প্রেম প্রস্তাব গ্রহণ করে এবং ছেলেটি খুশিতে আত্মহারা!
.
দুই জনের পৃথিবীতে এতোদিন ছিলো মেয়েটি ট্রাম্প কার্ড!
.
হঠাৎ ছেলেটি একদিন বাংলাদেশ ক্রিকেট টিমে চান্স পেয়ে যায়! ছেলেটি ধীরে ধীরে হয়ে উঠে একটি নাম তাসকিন! সেলেব্রেটিতে রূপ নেওয়ার পর হাজারো লক্ষ মেয়ের চোখে ধরা পড়ে সে শুধু ক্রিকেটার নয় কিউটের ডিব্বাও!
.
তারপর থেকে ছেলেটি হয়ে যায় ট্রাম্প কার্ড!
.
জীবন এমনি! সময় যখন অসময় তখন কিউটের ডিব্বাকে ও একবার আই লাভ ইয়ু্ শুনার জন্য কঠিন থেকে কঠিনতর ধৈর্যের পরীক্ষা দিতে হয়!
.
সম্প্রতি বলিউড স্টার সালমান খান বলেছিলেন তার যখন ১৬ বছর বয়স তখন তিনি প্রেমে পড়েছিলেন কিন্তু সাহস করে বলতে পারেননি!
.
এখনো সালমান তার মঙ্গল কামনা করে বিশ্বাস করেন সে সুখেই আছে!
.
সেই অখ্যাত মেয়ের বিখ্যাত স্মৃতি তাকে এখনো নষ্টালজিক করে দেয়!
.
মাত্র পনেরশো রূপি নিয়ে গৌরীকে খুঁজতে মুম্বাই আসা ছেলেটি কে জানতো একদিন রোমান্টিক সুপার স্টার শাহরুখ খান হয়ে যাবে!
.
এখন যদি আপনি বলেন এ কি করলেন শাহরুখ খান! যে ছেলেটির জন্য কোটি কোটি নারী পাগল সে কি না গৌরীর মতো দেখতে সাধারণ একটি মেয়েকে বিয়ে করতে এতো সংগ্রাম করেছিলেন!
.
খ্যাতি পাওয়ার আগে যে মানুষটির শরীরে রক্ত মাংস থাকে সেই মানুষটির শরীরে খ্যাতি পাওয়ার পরও একই রক্ত মাংস থাকে!
.
সবার জীবনে এমন কিছু মানুষ থাকতে হয় যারা বিপদে আপদে সব সময় সঙ্গে থাকবে! যাদের বিশ্বাস করা যাবে! যারা পরীক্ষিত সত্য!
.
গতকাল জনপ্রিয় ক্যারেক্টার ডিপজলের সফল অস্ত্রোপাচার হয়েছে আমি আপনি কয়জন তার পাশে থেকে খোঁজ খবর নিয়েছি?
.
কিন্তু দিন শেষে দেখলাম তার সাথে পরিবারের হাসিমুখ মাখা একটি ছবি যেখানে নাজেহাল মলিন চেহারার একটি পরিচিত মুখ ডিপজল!
.
সময় অসময় সুসময় দুঃসময়ে যে আপনার পাশে থাকে সে হলো আপনজন! তাদের নিয়ে বিদ্রুপ করার অধিকার ভক্তদের নেই!
.
আপনি কেমন ফ্যান যে ভালবাসার যায়গায় আঘাত করে ট্রল করেন! আপনারা তো মাঝরাতে তামিম ইকবালের বউকে ফোন করে গালাগালি করতেন!
.
সাকিবের বউকে বেশ্যা মাগী নর্তকি উপাধি দিয়ে মজা লুটে নিজেকে সাকিবের ফ্যান দাবী করতেন!
.
আপনারা তো নাসিরের বোনকে নিয়ে এতো বাজে কথা লিখেছিলেন যার কারণে মাশরাফি প্রতিবাদ স্বরূপ তার পেইজ বাংলাদেশ থেকে শো করা অফ করে দিয়েছিলেন!
.
আপনাদের মতো বাল মার্কা ফ্যান কোন সেলেব্রেটির দরকার নেই! তাসকিনের জায়গায় আমি হলে আপনাদের নিতম্বে রোনালদোর মতো দুইটা কিক মারতাম!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

হাফিজ হুসাইন বলেছেন: কিক মারার দরকার নাই। একটা কথা মনে রাখবেন, নিন্দুকের নিন্দায় কারো অর্জন ম্লান হয়ে যায় না।.

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫০

আবদুর রব শরীফ বলেছেন: খুব সুন্দর বলেছেন

২| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৮

খন্দকার সানাউল ইসলাম তিতাস বলেছেন: যার যত নিন্দুক, সে তত বেশি ক্ষমতাবান, তত বেশি সফল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.