নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কাজের বুয়া খুঁজে না পাওয়ার পর সহজ সমাধান!

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৮:০৩

বউ আলটিমেটাম দিয়েছে এই সপ্তাহের মধ্যে তার একটি কাজের বুয়া চাই ই চাই ! কিন্তু বেচারা স্বামী পুরো শহর তন্ন তন্ন করে খুঁজেও একটি কাজের বুয়ার সন্ধান পেলো না ! অবশেষে সে আসলো চান্দুর কাছে ! চান্দু তাকে একটি চিঠি লিখে দিয়ে তার স্ত্রীকে দিতো বললো !! পরের দিন সমস্যার সমাধান হয়ে গেলো ! কি এমন লেখা ছিলো চিঠিতে !!
.
আসুন পড়ি...
.
"পুরো একটা ঘর ! তুমি একা সামলাও ! কত কষ্ট হয় তোমার ! সেই সকাল থেকে শুরু ! গুরু ! তোমার কষ্ট দেখে আর সহ্য হয় না ! মাঝে মাঝে রাত বিরাতে হুহু করে কেঁদে উঠি ! এমন যে অবস্থা পুরো শহর তন্ন তন্ন করে একশ একটি নীল পদ্ম খুঁজে পেয়েছি মাগার একটা ও কাজের বুয়া খুঁজে পাইনি ! তাই তোমার দিকে চেয়ে, জানি তুমি না বলবে ! তবুও তোমার একটি সহকর্মী হবে এই হিসেবে আরেকটি বিয়ে করার চিন্তা করতেছি ! ভাবতেই ভালো লাগছে তোমার কষ্ট কমবে ! বড্ড ভালবাসি তোমায় ! যদি অনুমতি দাও বিয়েটি করেই পেলবো ! কি বলো ?"

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নিজের কাজ নিজে করা ভালো।
বুয়া ফুয়া বাদ।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৮:২৯

জাহিদ অনিক বলেছেন:


আপনি সমালোচনা সহ্য করতে পারেন না। তাই মন্তব্য না কিছু বলছি না।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: এমন চিঠি পেলে সেই বরের আশা করি হাড় একটাও আস্ত থাকবে না ।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৯

খন্দকার সানাউল ইসলাম তিতাস বলেছেন: নূর-ই-হাফসা আপু কি তবে স্বামী পেটা করবেন?

৫| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৪

নূর-ই-হাফসা বলেছেন: তিতাস ভাই ভালো দোয়া করেন । এগুলো কি বলেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.