নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

গুরু ভালবাসা বানাইলা কি দিয়া

১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

গুরু জেমসের জন্মদিনে প্রিন্স নামের এক ভক্ত ১২ ফুট দৈর্ঘ্য এবং প্রস্থের প্রায় পনের'শ পাউন্ডের একটি কেক বানিয়ে তা পিকআপ ভ্যানে করে পুরো ঢাকা শহর ঘুরে বেরিয়েছিলেন!
.
তার আগে সে বিভিন্ন স্থানে শুভ জন্মদিন গুরু জেমস বিলবোর্ড লাগিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন!
.
সেই 'জেমস ফ্যান ক্লাবে'র সভাপতি আগামী বছর পুরো দেশে এক কোটি গাছ লাগানোর স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে!
.
বাংলাদেশ বনাম আফগানিস্তানের তৃতীয় একদিনের আন্তর্জাতিকে উনত্রিশতম ওভারের একটি বল করতে তাসকিনের ছুটে আসার সময় ব্যাটসম্যান তাকে থামিয়ে দেয়! মুহূর্তে দেখা যায় একটি ভক্ত ছুটে এসে মাশরাফিকে জড়িয়ে ধরে ভালবাসার টানে!
.
আমি আর বাঁচতে চাই না। সালমান শাহ্‌ যেভাবে এ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমিও সেভাবে বিদায় নিলাম’। এই চিরকুটটি হাতে নিয়ে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন সালমান ভক্ত নবম শ্রেণীর ছাত্রী লিপি রাণী সাহা!
.
হুমায়ুন আহমেদের পাগলা ভক্তদের কথা কি বলবো......!
.
আফগানিস্তানের ছোট্ট শিশু মুরতাজা আহমিদ ফুটবল লিজেন্ড মেসির সেই ভক্ত! যে করে হোক তার মেসির জার্সি চাই! কিন্তু কৃষক বাবার জার্সি কিনে দেওয়ার সেই সামর্থ্য নেই!
.
ছেলের বাবা তার আগ্রহ দেখে সাদা নীল পলিথিন কেটে বানিয়ে দিলেন জার্সি এবং সেখানে নাম্বারও লিখে দিলেন!
.
কেউ একজন সেই ছবি তুলে অনলাইনে ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে মেসি পর্যন্ত চলে যায়! মেসি আফগানিস্তানে ছুটে যেতে আগ্রহ প্রকাশ করেন সেই ছোট্ট ছেলেটিকে দেখতে....!
.
কখনো ভক্তরা তারকাদের কাছে ছুটে আসে আবার কখনো কখনো তারকারা ভক্তদের কাছে ছুটে যায়!
.
এমন ভক্তের সংখ্যা বেশী থাকে যারা নীরবে নিভৃতে ভালবেসে যায়!
.
কেউ কেউ অন্যভাবে তাদের নাগাল পেতে মরিয়া হয়ে উঠে,
.
বিয়ের সময় রিচার্ডের দেওয়া ৬৯.২ ক্যারেটের একটা হীরার আংটি ডিবোর্সের পর এলিজাবেথ টেলর তার ভক্তের কাছে ৫০ লাখ মার্কিন ডলারে বিক্রী করেছিলেন!
.
মাইকেল জ্যাকসনের জাইঙ্গা এক ভক্ত দশ লাখ মার্কিন ডলারে কিনে নিয়েছিলেন!
.
লেডি গাগা কাপ প্লেটের দাম উঠেছে ৭৫০০০ মার্কিন ডলার কিংবা ব্রিটনি স্পিয়ার্সের খাওয়া সুইংগামের দাম উঠেছে ১৪০০০ ডলার!
.
জাস্টিন বিবার তার সামনে চুল কেটে বিক্রী করেছেন চল্লিশ হাজার ডলারে...!
.
শুধু তা না ভক্তরাও বিক্রী হয়,
.
বেলজিয়াম ইউরোকাপে উঠতে না পারায় সমর্থকরা তাদের 'ফুটবল ভক্ত' বিক্রীর জন্য বে তে বিজ্ঞাপন দিয়েছিলেন!
.
মোদ্দা মানুষের মন জয় করতে পারলে সে আপনার ফেলে দেওয়া টিস্যু পেপারটি ও যত্ন করে পকেটে পুরে রাখবে!
.
আপনি দেখবেন বেচারা কি বোকা অন্যের ফেলে দেওয়া একটি টিস্যু পেপার মুড়িয়ে রেখেছে! আর সে দেখবে, টিস্যু পেপার মোড়ানো ভালবাসা!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গুরু ভালোবাসা করে কয়
সেকি শুধুই যাতনা ময়।

নয় নয় নয়,
ভালোবাসাও
মহামূল্যবান হয়।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

বেয়াদপ কাক বলেছেন: দারুন লেগেছে। অনেক তথ্য অজানা ছিল। শেষ লাইনটি খুব বেশি ভাল লেগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.