নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

আবদুর রব শরীফ

‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;/ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।/ উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,/ আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।_কাজী নজরুল ইসলাম

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সাদা কালো স্বপ্নগুলো......!

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২১

সকালে অফিসে গিয়ে দেখি কেডিএস এক্সেসোরিজের আইটি এক্সপার্ট সাইফুল ভাইয়ের হাতের চামড়া উঠে রক্তের ছোপ লেগে আছে!
.
বেপারটা হলো স্বপ্নে সাইফুল ভাই অপর কলিগ মিজান ভাইকে কথা কাটাকাটির মধ্যে এমন ঘুষি দিয়েছে তা লক্ষ্য ভেদ করে বিছানার পাশে দেয়ালে গিয়ে ঠেকেছে!
.
ভাইকে বললাম, আজ থেকে ভাবীকে হেলমেট পড়ে ঘুমাতে বলবেন! বলা যায় না কখন কি অঘটন ঘটে যায়!
.
আমি একবার স্বপ্ন দেখছিলাম সন্দ্বীপে বেড়াতে গিয়ে মেঠো পথের অলি গলিয়ে সিবিআর হুন্ডা চালাচ্ছিলাম! নিজেকে নায়ক নায়ক মনে হচ্ছিলো! হঠাৎ হুন্ডার সামনে একজন সুন্দরী চলে আসলো! অনাগত বিপদের অনাহুত সম্ভবনা দেখে এমন জোরে ব্রেক কষলাম ঘুম ভেঙ্গে দেখি খেতায় পূর্বের ছোট্ট গর্তে পা ঢুকে যাওয়ায় আমার সাধের নকশি কাঁথা ব্রেকের চাপে ছিঁড়ে দুই টুকরো হয়ে গেছে!
.
আমার এক বন্ধু তো একবার ঘুমের ঘোরে স্বপ্নে ফুটবলে এমন কিক্ মেরেছে যে পাশে ঘুমানো বিড়ালটা তিন হাত দূরে গিয়ে পড়েছিলো!
.
সব মানুষ স্বপ্ন দেখে কিন্তু কেউ ঘুম থেকে উঠার পাঁচ মিনিটের মধ্যে অর্ধেক ভুলে যায় এবং পরবর্তী দশ মিনিটে প্রায় পুরোটা ভুলে যায়!
.
আর কেউ যদি বলে আমি স্বপ্ন দেখি না তার মানে সে যা স্বপ্ন দেখে তার পুরোটা ভুলে যায়!
.
আমার ক্ষেত্রে অন্য পবলেম আমি স্বপ্নকন্যা কোন ডিজাইনের নূপুর পড়েছিলো তা থেকে শুরু করে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সাইজ সব মনে থাকে শুধু চেহারা মনে থাকে না!
.
যখন কোন মেয়ে আমাকে জিজ্ঞেস করে ভাইয়া আপনার ড্রিম গার্ল দেখতে কেমন? তখন আমি একটি উত্তর করি, 'স্বপ্নে ক্যামেরা নিতে পারলে তখন বলতে পারতাম ডোন্ট মাইন্ড তোমার সাইজ কত? তার সাথে মিলে কি না দেখি'
.
শুনেছি জন্মান্ধরাও স্বপ্ন দেখে তবে তা শব্দ, গন্ধ, অনুভূতি এবং স্পর্শের সংমিশ্রণ সেখানে কোন চিত্র থাকে না!
.
আমি সেই ছোট বেলা থেকে স্বপ্ন দেখি! একদিন দেখলাম ঘুম থেকে উঠে আমি হেঁটে বাথরুমে গিয়ে পস্রাব সেরে এসে চিন্তা করছি আজ বাবা মা এমন মহৎ কর্মের জন্য নিশ্চিত লাইক দিবে ভেবে আরামছে ঘুমিয়েছি কিন্তু সকালে উঠে দেখি বিছানা আজও রক্ষা পেলো না!
.
সেদিন পিছন থেকে সাইজ দেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক মেয়েকে ডেকে জিজ্ঞেস করলাম, স্বপ্না এক্সকিউজ মি একটা কথা ছিলো! মেয়ে পিছনের দিকে তাকিয়ে বললো, 'আপনি আমাকে কোথায় দেখেছেন? আর আমার নাম তো......!' আমি বললাম, 'স্বপ্নে'
.
গবেষণায় দেখা গেছে ৮৮% মানুষ রঙ্গিন স্বপ্ন দেখে আর ১২% মানুষ সাদা কালো স্বপ্ন দেখে!
.
হ্যালো স্বপ্না! তুমি কি জানো!
.
আরো এক শ্রেণির মানুষ আছে যারা আগে রঙ্গিন স্বপ্ন দেখতো এখন সাদা কালো দেখে! ভীষণ সাদা কালো! শুধু তোমাদের জন্য তাদের রঙ্গিন স্বপ্নগুলো আজ সাদা কালো!
.
লেখাটা তাদের জন্য.......! কান্নার জলে যাদের স্বপ্নের রং উঠে গেছে!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: বাহ বেশ

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ উপস্থাপন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.